গণগ্রন্থাগার অধিদপ্তর || ডেসপাচ রাইডার/বাইন্ডার/অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী (17-06-2022) || 2022

All

নীচের উত্তরগুলো লিখুন:
1.

জাতিসংঘ দিবস কবে পালিত হয়?

Created: 3 months ago | Updated: 5 days ago

জাতিসংঘ দিবস ২৪ অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।

নীচের উত্তরগুলো লিখুন:
2.

লোহিত সাগরের তীরবর্তী দেশ কোনটি?

Created: 3 months ago | Updated: 5 days ago

লোহিত সাগরের তীরবর্তী দেশ হলো- সৌদি আরব, মিশর, ইয়েমেন, সুদান, ইরিত্রিয়া ইত্যাদি।

Created: 3 months ago | Updated: 5 days ago

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়'। উল্লেখ্য, বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার'। বাংলাদেশের সর্ব পূর্বের জেলা 'বান্দরবান'। বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা 'চাঁপাইনবাবগঞ্জ'। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা 'তেঁতুলিয়া। বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা 'টেকনাফ'।

নীচের উত্তরগুলো লিখুন:
4.

SDG কি?

Created: 3 months ago | Updated: 5 days ago

SDG = Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।

Created: 3 months ago | Updated: 5 days ago

বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল ১০ এপ্রিল, ১৯৭১ সালে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবের পাড়া গ্রামের আমবাগানে ঐ অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান।

নীচের উত্তরগুলো লিখুন:
6.

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

Created: 3 months ago | Updated: 17 hours ago

বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।

নীচের উত্তরগুলো লিখুন:
7.

জাতীয় সংসদের আসন সংখ্যা কত?

Created: 3 months ago | Updated: 13 hours ago

বাংলাদেশ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে ৫০ জন হলো সংরক্ষিত নারী আসনে নির্বাচিত মহিলা সদস্য।

Created: 3 months ago | Updated: 5 days ago

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী (কক্সবাজার)।

নীচের উত্তরগুলো লিখুন:
9.

কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে?

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম । মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে এই নদীর জন্ম।

Created: 3 months ago | Updated: 17 hours ago

বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)। ১১ অক্টোবর, ২০১১ সালে দেশে তৈরি আধুনিক প্রযুক্তির ও সাশ্রয়ী ল্যাপটপ 'দোয়েল' এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড কর্তৃক তৈরি এ ল্যাপটপ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শে ও সাহায্যে মালয়েশিয়ার প্রতিষ্ঠান "থিম ফিল্ম ট্রান্সমিশন' (টিএফটি) এবং কয়েকজন বিদেশী বিশেষজ্ঞের সাহায্যে প্রকল্পের কাজ শুরু হয়। পরে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেডের গাজীপুর কারখানায় ১০ জুলাই, ২০১১ সাল থেকে শুরু হয় 'দোয়েল' এর পরীক্ষামূলক উৎপাদন। ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ দেশেই তৈরি হয়েছে। আর চীন, তাইওয়ান, কোরিয়াসহ ১০টি দেশ থেকে অন্যান্য যন্ত্রাংশ আমদানি করা হয়েছে।

নীচের উত্তরগুলো লিখুন:
11.

বিবিসির সদর দপ্তর কোথায়?

Created: 3 months ago | Updated: 5 days ago

বিবিসি (BBC) অর্থাৎ British Broadcasting Corporation এর সদর দপ্তর ব্রিটেনের লন্ডনের ব্রডকাষ্টিং হাউসে অবস্থিত। ১৯২২ সালে বিবিসি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৪১ সালের ১ অক্টোবর বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে।

নীচের উত্তরগুলো লিখুন:
12.

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

Created: 3 months ago | Updated: 3 days ago

পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মি ।

Created: 3 months ago | Updated: 10 hours ago

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আর্সেনিক গ্রহণযোগ্য মাত্রা ০.০১ মিলিগ্রাম/লিটার। তবে বাংলাদেশের জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা ০.০৫ মিলিগ্রাম/লিটার।

নীচের উত্তরগুলো লিখুন:
14.

VGF এর পূর্ণরূপ কি?

Created: 3 months ago | Updated: 19 hours ago

VGF এর পূর্ণরূপ = Vulnerable Group Feeding.

নীচের উত্তরগুলো লিখুন:
15.

সুমাত্রাদ্বীপ কোন দেশের অংশ?

Created: 3 months ago | Updated: 1 day ago

ভারত মহাসাগরের বুকে ৪,২৭,৩০০ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট সুমাত্রা দ্বীপ ইন্দোনেশিয়ার অংশ।

Related Sub Categories