বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?
বায়ুমণ্ডলের ``ওজনে'' উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে।
‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' বাংলাদেশের সংবিধানের ৭নং অনুচ্ছেদে এ কথা লিখিত রয়েছে।
“দি রিপাবলিক' গ্রন্থের লেখক কে?
“দি রিপাবলিক' গ্রন্থের লেখক প্লেটো।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি রচয়িতা কে?
'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী।
বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন কে?
বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর।
দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছেন কে?
দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' বইটির লেখক কে?
'পায়ের আওয়াজ পাওয়া যায়' বইটির লেখক সৈয়দ শামসুল হক।
হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে?
হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড দেশকে ।
ফেয়ার ফ্যাক্স কী?
ফেয়ার ফ্যাক্স মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
বিশ্বে ডাক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
বিশ্বে ডাক সংস্থার সদর দপ্তর অবস্থিত বার্ন, সুইজারল্যান্ড।
কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?
নিউজিল্যান্ড দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন।
'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি' উক্তিটি কার?
'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি' উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর।
‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা' কার উক্তি?
‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা' উক্তিটি করেন লর্ড ব্রাইস ।
ইউক্রেনের মুদ্রার নাম কি?
ইউক্রেনের মুদ্রার নাম ইউক্রেনিয়ান হিবনিয়া ।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
SIM এর পূর্ণরূপ লিখুন।
SIM এর পূর্ণরূপ = Subscriber Identification / Identity Module.
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি?
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম আই সাইট।
LAN কার্ডের অপর নাম কি?
LAN কার্ডের অপর নাম Local Area Network.
মধ্যযুগে মুসলিম শাসিত কোন শহরকে 'Light House of the Europe' বলা হয়?
মধ্যযুগে মুসলিম শাসিত স্পেনের কার্ডোভা শহরকে ইউরোপের বাতিঘর বলা হয়।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।