উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে?
উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন।
JICA এর পূর্ণরূপ কী?
JICA এর পূর্ণরূপ = Japan International Cooperation Agency.
পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং চায়না মেজর ব্রিজ কোম্পানীর সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয় ১৭ জুন, ২০১৪ সালে।
'কলকাতায় বঙ্গবন্ধু' তথ্যচিত্রের নির্মাতা কে?
'কলকাতায় বঙ্গবন্ধু' তথ্যচিত্রের নির্মাতা গৌতম ঘোষ ।
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ভুটান।
'পদ্মা নদীর মাঝি' এর রচয়িতা কে?
'পদ্মা নদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। উপন্যাসটিতে জেলে জীবনের জীবন যাত্রার করুন চিত্র তুলে ধরা হয়েছে।
ইতিহাসের জনক কে?
হেরোডোটাস। তিনি ছিলেন একজন প্রাচীন গ্রিক ইতিহাসবিদ। তিনি তুর্কিতে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশের মানচিত্র সর্বপ্রথম কে আঁকেন?
মোর জেমস কোনেল (যুক্তরাজ্য)। উল্লেখ্য, ১ জানুয়ারি ১৭৬৭ সালে 'Bengal Survey' নামে প্রতিষ্ঠানের মাধ্যমে জেমস রেনেল সর্বপ্রথম ভারতের মানচিত্র আনে করেন, বা ১৯৪৭ সাল পর্যন্ত বলবৎ ছিলো। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতা-পরবর্তী এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে 'Survey of Bangladesh: রাখা হয়।
জয়দেবপুর চৌরাস্তায় অবস্থিত 'জাগ্রত চৌরঙ্গী' এর স্থপতি কে?
জাগ্রত চৌরঙ্গী হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য। এর স্থপতি হলেন আব্দুর রাজ্জাক। এটি জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত।
স্ফুটন কী?
জুটন হলো ৭০ ভাগ পাট এবং ৩০ ভাগ তুলার মিশ্রণে তৈরি এক প্রকার বস্তু।