পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। দক্ষিণ-পূর্ব বাংলা সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো ২০২০ অনুসারে বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি. আর সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০২১ অনুসারে বাংলাদেশের আয়তন ১,৪৮,৪৬০ বর্গকিলোমিটার।

৬,০১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ, দীর্ঘতম লবণাক্ত জলাভূমি এবং জীব বৈচিত্র্য সমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ Ecosystem. সুন্দরবন থেকে কাঠ, মধু, মাছ, ঘর বাড়ি নির্মাণের উপকরণ পাওয়া যায় ।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট যে প্রকল্পে বলা হয়েছে, দেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোর জন্য প্রধানত সুবিধার হবে এই স্যাটেলাইট। কমিউনিকেশন স্যাটেলাইট হওয়ায় যোগাযোগই এর প্রধানতম কাজ। সে ক্ষেত্রে এটি নিজেরা যোগাযোগের কাজে ব্যবহার করা, টেলিভিশন বা প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ দেয়া বা এই স্যাটেলাইটের ক্ষমতা অন্য দেশের কাছে বিক্রি করার বিষয় রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে অন্তত ৪৫টি টিভি চ্যানেল হয়েছে। প্রকল্পে বলা আছে, বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। ভাড়া হিসেবে বছরে ব্যয় হচ্ছে ১ কোটি ২৫ লাখ টাকা। বাংলাদেশের টেলিভিশনগুলো এই স্যাটেলাইট ব্যবহার করলে কম খরচে একই সুবিধা পাবে এবং দেশের টাকা দেশেই থাকবে। বঙ্গবন্ধু স্যটেলাইট চালু হলে শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে না, সেই সঙ্গে অব্যবহৃত অংশ নেপাল, ভুটান ও মিয়ানমারের টেলিভিশনগুলোর কাছে ভাড়া দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করা যাবে। বঙ্গবন্ধু-১ বাংলাদেশের একটি কৃত্রিম উপগ্রহের নাম। বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ।

বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের মধ্যে রয়েছেঃ প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, কাচবালি, চীনামাটি, শক্ত পাথর, খনিজ লবণ ইত্যাদি। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ ২০২১ অনুযায়ী পোশাক রপ্তানীতে বাংলাদেশের অবস্থান হলো তৃতীয় ।

পূর্ণরূপ লিখুন
5.

CIRDAP

Created: 2 months ago | Updated: 3 days ago

CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.

পূর্ণরূপ লিখুন
6.

SREDA

Created: 2 months ago | Updated: 1 day ago

SREDA এর পূর্ণরূপ Sustainable & Renewable Energy Development Authority.

পূর্ণরূপ লিখুন
7.

CARE

Created: 2 months ago | Updated: 23 hours ago

CARE এর পূর্ণরূপ Co-operation of American Relief Everywhere.

জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস (৯ম)। ইউনেস্কোর ৩০তম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্ত জার্তিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে। উল্লেখ্য, জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।

OIC এর পূর্ণরূপ হলো Organization of Islamic Co-operation (ইসলামী সহযোগিতা সংস্থা)। ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে OIC গঠিত হয়। OIC এর সদস্যসংখ্যা ৫৭টি। কিন্তু বর্তমানে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। সেই হিসেবে OIC বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি। এই সংস্থাটির সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এর দাপ্তরিক ভাষা ৩টি। যথাঃ আরবি, ফারসি ও ইংরেজি। ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে OIC এর ২য় সম্মেলনে ৩২তম দেশ হিসেবে বাংলাদেশ এই সংস্থাটির সদস্যপদ লাভ করে। বর্তমানে OIC এর মহাসচিব হলেন হুসাইন ইব্রাহিম তাহা । তিনি আফ্রিকার দেশের চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন । আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত ।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে এবং ১৫টি রাষ্ট্র গঠিত হয়। ইউক্রেনে কয়লা, লোহা ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ।

GSP এর পূর্ণরূপ হলো Generalized System of Preferences. GSP এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো রপ্তানিকৃত পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা। রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পেলে দেশের রপ্তানি বাণিজ্য বেড়ে যায় ।

পূর্ণরূপ লিখুন
12.

TIFA

Created: 2 months ago | Updated: 3 days ago

TIFA এর পূর্ণরূপ হলো Trade and Investment Framework Agreement.

পূর্ণরূপ লিখুন
13.

OPEC

Created: 2 months ago | Updated: 3 days ago

OPEC এর পূর্ণরূপ হলো Organization of the Petroleum Exporting Countries.

পূর্ণরূপ লিখুন
14.

FDI

Created: 2 months ago | Updated: 14 hours ago

FDI এর পূর্ণরূপ হলো Foreign Direct Investment

দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র হলো মিটার স্কেল। আর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার গুণফলকে আয়তন বলে ।

Related Sub Categories