সকল বিষয়

মুজিবনগর দিবস

১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশ ও বাঙালীর স্বাধীনতাসহ মুক্তি সংগ্রামের ইতিহাসে এই দিনটি চির অম্লান, চির স্মরণীয়। এদিন কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার ছায়া সুনিবিড় আম্রকাননে বাংলাদেশের যুদ্ধকালীন সরকার শপথ গ্রহণ করে এবং পঠিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র। শপথ গ্রহণের পর স্থানটির নামকরণ করা হয় মুজিবনগর। সেই থেকে দিনটি ইতিহাসে পরিচিতি লাভ করে ‘মুজিবনগর দিবস' হিসেবে।

১৭ এপ্রিল শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ঐতিহাসিক মুজিবনগরেই রচিত হয়েছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ভিত্তি। জাতির জনক বঙ্গবন্ধু ঘোষিত স্বাধীনতাকে বাস্তবে রূপ দিতে তৎকালীন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মুজিবনগরে একত্রিত হয়েছিলেন। এদিন নবগঠিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের বহু বিখ্যাত সাংবাদিক। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তাজউদ্দীন আহমদ । এছাড়াও এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামান প্রমুখ শপথ নেন মন্ত্রী হিসেবে। এই সরকারই ৯ মাসের স্বাধীনতা যুদ্ধ ও মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেয়। ‘মুজিবনগর সরকার' হিসেবেও এই সরকারের একটি পরিচয় রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের অনুপস্থিতিতে প্রবাসী ‘মুজিবনগর সরকার’ বহু প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করেছিল। তাদের সুযোগ্য নেতৃত্বেই জাতি ওই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে অর্জন করে চূড়ান্ত বিজয়। বিশ্বের বুকে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ওই সরকারের সকল কৃতিত্বের সূচনা হয়েছিল মুজিবনগরে শপথ গ্রহণের অনুষ্ঠান থেকে। ওই সরকারের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রশাসন, প্রচারণা, কূটনীতি ও যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়েছিল । মুক্তিযুদ্ধকালে সারাদেশকে কয়েকটি সেক্টরে বিভক্ত করা হয়। মুজিবনগর সরকার প্রতিটি সেক্টরের দায়িত্ব দিয়েছিল একেকজন সেক্টর কমান্ডারের হাতে। মুক্তিযুদ্ধকালে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছিল ভারত। এছাড়াও সোভিয়েত ইউনিয়নসহ আরও কিছু রাষ্ট্র বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে ।

বর্তমান সরকারের আমলে ‘মুজিবনগর দিবস' পালন নানা কারণে তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ‘মুজিবনগর দিবস'-এর যথাযথ মর্যাদা ও মূল্যায়ন করে আসছে। এ দিবসটির পথ ধরেই বাঙালী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ‘মুজিবনগর সরকার’-এর ইতিহাস স্কুলে পাঠ্যসূচীতে আরও সূচারুভাবে অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক। এর ফলে আগামী প্রজন্ম দিবসটির গুরুত্ব ও তাৎপর্য যথাযথভাবে অনুধাবন করতে পারবে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অতীতে নানাভাবে বিকৃত করা হয়েছে। মুজিবনগর দিবসের ইতিহাসসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস এখন দেশবাসী বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে যথাযথভাবে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। তাতে ইতিহাসের বিকৃতি রোধ করা সম্ভব হবে। এটা সবার জন্য সুখের ও স্বস্তির কথা যে, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর সপরিবারে আত্মত্যাগ, রক্তদান ও উত্তরাধিকারের এক সম্মিলিত অনন্যসাধারণ আদর্শের নাম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তারই সুযোগ্য নেতৃত্ব ও সুদক্ষ পরিচালনায় এগিয়ে যাচ্ছে বর্তমান বাংলাদেশ। বাংলাদেশ ও বাঙালী জাতির জীবনে মুজিবনগর দিবসের তাৎপর্য ও গভীরতা অপরিসীম । জাতি তা গর্বভরে স্মরণ করবে চিরদিন।

Poverty is a great problem in our country. But we hardly realize that this miserable condition is our creation. Most of the people do not try to better their condition by hard In labour and profitable business. They only curse their fate.

= দারিদ্র্য হচ্ছে আমাদের দেশের এক বিরাট সমস্যা। কিন্তু আমরা কদাচিৎ উপলব্ধি করি যে, এ শোচনীয় অবস্থা আমাদেরই সৃষ্টি। কঠোর পরিশ্রম ও লাভজনক কাজের মাধ্যমে অনেকেই তাদের অবস্থার উন্নতি করতে চেষ্টা করে না। তারা কেবল তাদের ভাগ্যকে দোষ দিয়ে থাকে।

বানান শুদ্ধ করুন:
4.

সমিচীন

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সমিচীন = সমীচীন

বানান শুদ্ধ করুন:
5.

সান্তনা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সান্তনা = সান্ত্বনা 

বানান শুদ্ধ করুন:
6.

উল্লেখিত

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

উল্লেখিত = উল্লিখিত 

বানান শুদ্ধ করুন:
7.

দৈন্যতা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দৈন্যতা = দৈন্য

বানান শুদ্ধ করুন:
8.

মুমুর্ষু

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মুমুর্ষু = মুমূর্ষু ।

বাক্য সংকোচন করুন:
9.

উপকার করার ইচ্ছা

Created: 4 weeks ago | Updated: 1 day ago

উপকার করার ইচ্ছা = উপচিকীর্ষা । 

বাক্য সংকোচন করুন:
10.

একই অর্থের শব্দ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

একই অর্থের শব্দ = প্রতিশব্দ

বাক্য সংকোচন করুন:
11.

দেহে মনে ও কথায়

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দেহে মনে ও কথায় = কায়মনোবাক্যে ।

বাক্য সংকোচন করুন:
12.

নুপুরের ধ্বনি 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

নুপুরের ধ্বনি = নিকুণ ।

সীতাকুন্ড, চট্টগ্রাম
২০.০৭.২০২২

স্নেহের দিদার । 
প্রথমে আমার সালাম নিও। গতদিন মায়ের হাতে লেখা একটা চিঠি পেয়ে খুবই উদ্বিগ্ন হলাম। তুমি এমন হতে পার কোনোদিন ভাবিনি। তোমাকে নিয়েই আমাদের পরিবারের আশা-ভরসা। আমার এই পত্র পেয়ে আশা করি সংযত হয়ে চলবে এবং রীতিমতো পড়াশোনা করবে। মায়ের চিঠিতে জানতে পারলাম, তেমার ঘনিষ্ঠ বন্ধু রফিক মাদকাসক্ত। তোমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে, এই বিষয়ে তুমি বেশ সচেতন। তুবও তোমাকে মাদকাসক্তির কুফল সম্পর্কে স্মরণ করিয়ে দিচ্ছি।

যে কেউ মাদকাসক্ত বন্ধু বা সঙ্গীদের প্রভাবে নিজের অজান্তেই মাদকদ্রব্য সেবনে অভ্যস্ত হয়ে ওঠে। তাই এ ধরনের বন্ধু- বান্ধবের সংস্পর্শ থেকে দূরে থাকাই উত্তম। মাদকাসক্তিকে বলা হয় মরণ নেশা। মৃত্যুই এর অনিবার্য পরিণতি। এই নেশা ধীরে ধীরে স্নায়ুকে দুর্বল করে দেয়। শরীরের প্রতিরোধ ক্ষমতাকে নিঃশেষ করে দেয়। ক্রমশ ভোঁতা, অসাড় হয় এদের মননশক্তি। এদের খিদে পায় না, ঘুম হয় না, সময়ের বোধ কমে যায়, হাসিকান্নার বোধ থাকে না। ওজন কমে যায়। ধীরে ধীরে এক অস্বাভাবিক জীবস্মৃত অবস্থায় পৌছে যায়। সর্বোপরি মাদকাসক্তির কুফল অতি মারাত্মক বলে বিবেচনা করা হয়, বিশেষত এ কারণে যে মাদকাসক্ত দেহে ক্ষতির কাজটি চলে ধীরগতিতে। এর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না । কখনো বৃথা সময় নষ্ট করো না ।

তোমার সামনে জটিল পথ, তা তোমাকে পাড়ি দিতে হবে । আমরা তোমার সে পথ চলায় সর্বাত্মক সহযোগিতা করব। যে কোনো সুবিধা অসুবিধায় আমাকে চিঠি লিখবে। তোমার ফাইনাল পরীক্ষার তো আর মাত্র দু-চার মাস বাকি। তাই পড়া জমিয়ে না রেখে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করো। তোমার জন্য স্নেহ রইল । আজ এখানেই শেষ করছি।

ইতি 
তোমার বড় ভাই
সেলিম

Bangladesh's development story over the past fifty years is full of development surprises and extraordinary resilience of the people in the face of frequent natural disasters and manmade calamities. The country's economic transformation has largely been driven by social changes, initiated by women empowerment, and providing a rare example of a neo-liberal development model under which social progress has far outstripped economic growth. In the process, the role of the state has been critical in pursuing sound macroeconomic policies, disaster management, investments in public health and education and partnerships with NGOs and civil society, along with pursuing a reasonably pro-poor growth and social policy agenda highlighting women's empowerment and grassroots activism.

With Bangladesh's vision of becoming an upper middle income country by 2031 and a high income country by 2041, the key to success will be to integrate three development dimensions covering desirable structural changes, growth to reduce income and productivity gaps (convergence), and enhanced equality. For Bangladesh, interactions between structural transformation and social development are critical since technology has radical impacts on social interactions, leading to adaptation and regeneration of social relations. These developments indicate the need for embracing a multi-sectoral and interdisciplinary view on structural transformation in Bangladesh to include institutions that mediate social outcomes such as gender relations.

In Bangladesh, although women constitute half of the population, women's labour force participation rate is only 36.4 per cent compared with 84.0 per cent for men in 2020. Women's participation in formal labour force is rising (e.g. in RMG industry), but huge gender inequalities continue to persist in the labour market in Bangladesh. Women are heavily concentrated as unpaid family workers and day labourers in the rural areas (in low productivity daily work with low wages and often concentrated in public food for work programmes) and in unpaid family businesses.

Moreover, despite a strong convergence in human capital characteristics (for example, in terms of educational attainments) since the 1990s, wages of men and women have not converged to the same extent and a sizeable gender gap persists. In Bangladesh's patriarchal society, women are assigned most of the reproductive role and they suffer from high workload and unpaid labour, lack of decision-making in the household and society and subordination, while gender-biased social norms keep most women trapped in disadvantaged situations.

As a result, women's level of employment is much lower than that of men due to factors working on both the demand and supply sides. On the supply side, women's labour market participation depends on a host of socio-economic factors, including household income, age, marital status, education, household dependency ratio and others. While, on the demand side, women employment depends on factors, such as firm level characteristics, technology, location of activities, and others. There are also some sector-specific issues that affect the expansion of women's employment in certain economic activities.

In terms of quality, women are mostly involved in low-paid and low-productivity activities and, according to the Labour Force Survey, 92 per cent of the employed women labour in 2017 are engaged in the informal economy. The outcomes in the labour market shows that women's economic empowerment in Bangladesh has to address many dimensions, e.g., patriarchy and purdah, double burden and time poverty, financial and business knowledge, gender gap in digital technology, access to networks and markets, and many socio-cultural and techno-economic constraints.

The participation in the formal economy is an important vehicle for women's economic empowerment and for raising the status of women and promoting gender equality. The regular wages and salaries, relative job security, prospects for promotion and regulated working conditions in formal employment offer significant potential benefits for women. Formal employment has the ability to increase women's access to skill development, market information, credit, technology and other productive assets, social protection, pensions and social safety nets. The benefits of women's participation in the formal economy create spillover effects on overall gender equality, productivity growth, poverty reduction and the sustainable development goals (SDGs). These are important for Bangladesh since the educational gains for women have not been matched by equal gains in their economic opportunities as many women with education are either excluded or employed in positions that do not make full use of their education and skill.

In Bangladesh, as in most other developing countries, women labour force participation rate is much lower than the men participation rate (estimated at 36.4 per cent for women compared with 84.0 per cent for men in 2020). While calculating the impact of greater women participation in the labour market in an economy, it is usually hypothesised that if women labour force participation rate can be increased to the level of the men participation rate (that is, if gender parity in labour force participation rate is ensured), this would substantially raise the overall employment level, which can be approximated by (men labour force participation rate-to-total labour force participation rate/total labour force participation rate), and hence GDP per capita would also increase by a similar magnitude. Hence, if we adjust the women labour force participation rate to the level of the men participation rate to estimate the impact of women's economic empowerment, we find that GDP per capita rises by between 0.5 to 0.7 percentage points on an average in Bangladesh which can be a substantial gain for the country.

For moving towards the cherished development vision, the key for Bangladesh will therefore be to introduce good practices for increasing women's contribution to the country's formal economy through advancing women's economic empowerment using multiple channels, such as reducing structural barriers to women's productive economic participation, removing restrictive gender norms and stereotypes, creating institutional mechanisms to assist the young women to plan their careers and ensure gender-sensitive balance between job and family responsibilities, providing non- traditional and innovative forms of employment for women, supporting private sector networks to promote gender equality in the workplace and society and other potential options. 

To
The Postmaster General
Government of the People's Republic in Bangladesh 
Manikganj.

Subject: Prayer for the establishment of a post office.

Sir,
We, the inhabitants of the village, Dashchira, Tepra, in the district of Manikganj, have the honour to lay before you the following prayer for favour of your kind consideration and immediate action. Ours is a big village with a population of nearly four thousand. Unfortunately, we have no post office as yet in our village. As the nearest post office stands about three miles away from our village, we are to walk a long distance to post the letters, registers, parcels and to buy post cards, envelopes, stamps etc. The situation gets worse in the rains when the village roads become submerged and the postman finds it difficult to perform his normal duties.

In the above circumstances we, therefore, pray and hope that you would be kind enough to take necessary step for setting up a branch post office in our village in order to remove the inconveniences to the villagers and for which act of kindness we shall remain ever grateful to you.

Yours faithfully 
A, B, C.....and M
On behalf of the people of 
Dashchira, Tepra, Shibalaya Manikganj -1850.

আসুন Passage টিতে কি বলেছে তা আগে জেনে নেইঃ একটি ফ্যাক্টারিতে একটি খুব বড় ও জটিল প্রকৃতির যন্ত্র আনা হলো। যন্ত্রটির অনেকগুলি সংযুক্ত ঢাকা ছিল যার সাহায্যে তা চলতো। এই চাকাগুলি আবার সমান আকৃতির নয়। যন্ত্রটির প্রথম দিককার চাকাগুলি বড় আকৃতির ছল আর নিচের দিকের চাকাগুলি ক্রমে ছোট ছিল। এরপর বৈদ্যুতিক সুইচগুলো অন করলে চাকাগুলি একসাথে ঘুরে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতো। দর্শনার্থীরা এসে যন্ত্রটির বড় বড় চাকাগুলির প্রশংসা করতো। কিন্তু কারো চোখেই ছোট চাকাগুলি পড়তো না। একদিন ছোট চাকা বললো, আমার দিকে কেউ তাকায় না । আরো বললো যে আমি এতোই ছোট আমি মনে হয় কোনো কাজের না। কেন আমি শুধু শুধু সময় নষ্ট করছি? আমাকে বিশ্রামে পাঠিয়ে দেয়া হোক। তো এরপর ছোট চাকা কাজ করা থেকে নিজেকে বিরত রাখলো। তারপর কি হয়েছিল? ছোট চাকাটি দেখলো যে তার পাশে থাকা আরেকটি ছোট চাকাও নড়তে পারছিল না। এভাবে বড় চাকাগুলি পর্যন্ত স্থবির হয়ে পুড়ো যন্ত্রটিই বিকল হয়ে পড়লো। এই হলো Passage টির অনুবাদ। আসুন এবার প্রশ্নের সমাধানে চলে যাইঃ

a) With so many small and big parts, the machine was driven to work.
b) All the wheels begin to run and soon the machine starts the work when the electricity was turn on.
c) Visitor's negligence upon the tiny wheels made them angry. 
d) After the halt of the tiny wheels, all other wheels could not move and as a result the whole machine come to a half.
e) Everybody's contribution is important for a noble job.

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

Bangladesh became independent from Pakistan in 1971. 

= Bangladesh became independent in 1971 from Pakistan.

বাক্যের অর্থঃ ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তানের নিকট থেকে স্বাধীন হয়।

Correct the following sentences:
18.

He did not speak loudly and clearly.

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

He did not speak loudly and clearly.

= He did not speak loud and clearly. 

বাক্যের অর্থঃ সে জোরে ও স্পষ্ঠভাবে কথা বলেনি।

Correct the following sentences:
19.

You should have not done the work.

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

You should have not done the work. 

= You should not have done the work. 

বাক্যের অর্থঃ কাজটি করা তোমার উচিৎ হয়নি।

Correct the following sentences:
20.

Only I and my friend were present there.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Only I and my friend were present there.

= Only my friend and I were present. 

বাক্যের অর্থঃ যেখানে কেবল আমি ও আমার বন্ধু উপস্থিত ছিলাম ।

Correct the following sentences:
21.

I ate a little food and felt very bad.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I ate a little food and felt very bad. 

= I ate little food and felt very bad. 

বাক্যের অর্থঃ আমি কম খেয়ে খুব অস্বস্থি বোধ করেছিলাম ।

Make sentences with the following:
22.

Come about

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Come about (ঘটা): The relative speed with which emancipation came about.

Make sentences with the following:
23.

Let down

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Let down (নামানো; পড়তে দেয়া): Mili let down her hair.

Make sentences with the following:
24.

Set aside

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Set aside (সময় বা অর্থ সঞ্চয় করে রাখা; জমানো): The bank expected to set aside $500 million for restructuring.

Make sentences with the following:
25.

Neither head nor tail

Created: 4 weeks ago | Updated: 1 week ago

Neither head nor tail (কোনো কিছুই বুঝতে না পারা): I couldn't make heads or tails or her reaction.

Make sentences with the following:
26.

Head and shoulders

Created: 4 weeks ago | Updated: 1 week ago

Head and shoulders (অন্যদের তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকা): They stand head and shoulders above the competition.

পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। দক্ষিণ-পূর্ব বাংলা সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো ২০২০ অনুসারে বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি. আর সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০২১ অনুসারে বাংলাদেশের আয়তন ১,৪৮,৪৬০ বর্গকিলোমিটার।

৬,০১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ, দীর্ঘতম লবণাক্ত জলাভূমি এবং জীব বৈচিত্র্য সমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ Ecosystem. সুন্দরবন থেকে কাঠ, মধু, মাছ, ঘর বাড়ি নির্মাণের উপকরণ পাওয়া যায় ।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট যে প্রকল্পে বলা হয়েছে, দেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোর জন্য প্রধানত সুবিধার হবে এই স্যাটেলাইট। কমিউনিকেশন স্যাটেলাইট হওয়ায় যোগাযোগই এর প্রধানতম কাজ। সে ক্ষেত্রে এটি নিজেরা যোগাযোগের কাজে ব্যবহার করা, টেলিভিশন বা প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ দেয়া বা এই স্যাটেলাইটের ক্ষমতা অন্য দেশের কাছে বিক্রি করার বিষয় রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে অন্তত ৪৫টি টিভি চ্যানেল হয়েছে। প্রকল্পে বলা আছে, বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। ভাড়া হিসেবে বছরে ব্যয় হচ্ছে ১ কোটি ২৫ লাখ টাকা। বাংলাদেশের টেলিভিশনগুলো এই স্যাটেলাইট ব্যবহার করলে কম খরচে একই সুবিধা পাবে এবং দেশের টাকা দেশেই থাকবে। বঙ্গবন্ধু স্যটেলাইট চালু হলে শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে না, সেই সঙ্গে অব্যবহৃত অংশ নেপাল, ভুটান ও মিয়ানমারের টেলিভিশনগুলোর কাছে ভাড়া দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করা যাবে। বঙ্গবন্ধু-১ বাংলাদেশের একটি কৃত্রিম উপগ্রহের নাম। বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ।

বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের মধ্যে রয়েছেঃ প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, কাচবালি, চীনামাটি, শক্ত পাথর, খনিজ লবণ ইত্যাদি। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ ২০২১ অনুযায়ী পোশাক রপ্তানীতে বাংলাদেশের অবস্থান হলো তৃতীয় ।

পূর্ণরূপ লিখুন
31.

CIRDAP

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.

পূর্ণরূপ লিখুন
32.

SREDA

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

SREDA এর পূর্ণরূপ Sustainable & Renewable Energy Development Authority.

পূর্ণরূপ লিখুন
33.

CARE

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

CARE এর পূর্ণরূপ Co-operation of American Relief Everywhere.

জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস (৯ম)। ইউনেস্কোর ৩০তম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্ত জার্তিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে। উল্লেখ্য, জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।

OIC এর পূর্ণরূপ হলো Organization of Islamic Co-operation (ইসলামী সহযোগিতা সংস্থা)। ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে OIC গঠিত হয়। OIC এর সদস্যসংখ্যা ৫৭টি। কিন্তু বর্তমানে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। সেই হিসেবে OIC বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি। এই সংস্থাটির সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এর দাপ্তরিক ভাষা ৩টি। যথাঃ আরবি, ফারসি ও ইংরেজি। ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে OIC এর ২য় সম্মেলনে ৩২তম দেশ হিসেবে বাংলাদেশ এই সংস্থাটির সদস্যপদ লাভ করে। বর্তমানে OIC এর মহাসচিব হলেন হুসাইন ইব্রাহিম তাহা । তিনি আফ্রিকার দেশের চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন । আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত ।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে এবং ১৫টি রাষ্ট্র গঠিত হয়। ইউক্রেনে কয়লা, লোহা ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ।

GSP এর পূর্ণরূপ হলো Generalized System of Preferences. GSP এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো রপ্তানিকৃত পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা। রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পেলে দেশের রপ্তানি বাণিজ্য বেড়ে যায় ।

পূর্ণরূপ লিখুন
38.

TIFA

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

TIFA এর পূর্ণরূপ হলো Trade and Investment Framework Agreement.

পূর্ণরূপ লিখুন
39.

OPEC

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

OPEC এর পূর্ণরূপ হলো Organization of the Petroleum Exporting Countries.

পূর্ণরূপ লিখুন
40.

FDI

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

FDI এর পূর্ণরূপ হলো Foreign Direct Investment

দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র হলো মিটার স্কেল। আর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার গুণফলকে আয়তন বলে ।

চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন থাকে।  

কালো  রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়।

রোগ নির্ণয়ের জন্য ৪(চার) টি যন্ত্রের নাম হলোঃ রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার। ডায়বেটিস মাপার যন্ত্রের নাম গ্লুকোমিটার। জ্বর মাপার যন্ত্রের নাম থার্মোমিটার । হিমোগ্লোবিন মাপার যন্ত্রের নাম হিমোগ্লোবিনোমিটার।

Related Sub Categories