বঙ্গবন্ধুর লিখিত ২টি বইয়ের নাম লিখুন
অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন
মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয় মুজিবনগর সরকার।
জাতীয় শিশু দিবস কবে?
১৭ মার্চ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৪৮ সালের ২৮ ফেব্রুয়ারি আনসার বাহিনী গঠিত হয়। ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও ১৯৮০ সালে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এ দুটি বাহিনীই আনসার বাহিনীর সঙ্গে একীভূত হয়।
নীল দর্পন এর লেখক কে?
দীনবন্ধু মিত্র।
জাতীয় সংসদের স্থপতি কে?
লুই আই কান
খেতাব প্রাপ্ত দুইজন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন
তারামন বিবি (১১ নং সেক্টর) এবং ডঃ সিতারা বেগম (২ নং সেক্টর)।
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও গ্রন্থের অনুপাত কত?
১০ : ৬
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর সেরা উদীয়মান খেলোয়ার কে হয়েছেন?
এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
ইউক্রেনের মুদ্রার নাম লিখুন।
ইউক্রেনিয়ান হ্রিবনিয়া
WHO এর বর্তমান মহাপরিচালক কে?
WHO বর্তমান মহাপরিচালক হলেন টেড্রস আধানোম।
UNHCR এর পূর্ণরূপ লিখুন।
UNHCR = United Nations High Commissioner for Refugees
বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছিলো ২০২১ সালে সিলেটের জকিগঞ্জে।
ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা, সুইজারল্যান্ড
কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি?
৫৬ টি