অক্ষির সম্মুখে
প্রত্যক্ষ
উপকারীর উপকার স্বীকার করে যে
কৃতজ্ঞ
একই সময়ে বর্তমান
সমসাময়িক
যা উচ্চারণ করা যায় না
অনুচ্চার্য
যে বিবেচনা করে কাজ করে না
অবিবেচক
আঠারো মাসে বছর
(অলস স্বভাব) আঠারো মাসে বছর যার, কোনো কাজই শেষ হয় না তার।
চিনে জোঁক
(নাছোড়বান্দা) বড় সাহেবের মন রক্ষার জন্য ফারহান চিনে জোঁকের মত লেগে রইল।
ডান হাতের ব্যাপার
(খাওয়া) আগে দু'জন মিলে ডান হাতের কাজটা সেরে ফেলি।
বর্ণচোরা
(কপট লোক); লোকটা একটা বর্ণচোরা, বাইরে থেকে ওকে বোঝা মুশকিল।
সপ্তমে চড়া
(প্রচণ্ড উত্তেজনা) এসব দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল।
প্রতুষ
প্রত্যুষ
জৈষ্ট্য
জ্যৈষ্ঠ
ভক্ষন
ভক্ষণ
স্মৃতিশোধ
স্মৃতিসৌধ
পরিক্ষা
পরীক্ষা
মেট্রোপলিটন রেল-এর সংক্ষিপ্ত রূপ হলো মেট্রোরেল। মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো স্পর্শ করে গণপরিবহনের জন্য প্রতিষ্ঠিত রেলব্যবস্থাই মেট্রোরেল। এটি একটি বিদ্যুৎচালিত পরিবহন।