রুপকল্প ২০৪১
রূপকল্প ২০৪১ বা বাংলাদেশ ভিশন ২০৪১ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এবং জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থানকে আরও দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা। ২০২২ থেকে ২০৪৪ সাল, এই বাইশ বছরের কৌশলগত পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসাবে, বাংলাদেশের লক্ষ্য শিল্পায়নের মাধ্যমে উচ্চ আয়ের দেশের মর্যাদা অর্জন। বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগের প্রসারকে উৎসাহ দেয়া রূপকল্প ২০৪১ -এর উদ্দেশ্য।
পদ্মাসেতু ও জাতীয় অর্থনীতি
আকাশে চড়ে যে
আকাশচারী
বলা হয়েছে যা
উক্ত
পূর্বে যা ঘটেনি
অভূতপূর্ব
একবার ফল দিয়ে যে গাছ মরে যায়
ওষধি
একই গুরুর শিষ্য
সতির্থ
টাকার কুমির
(ধনী): অসৎ উপায়ে টাকার কুমির হওয়া খুব কঠিন নয়।
দুধের মাছি
(সুসময়ের বন্ধু) জীবনে দুধের মাছি অভাব হয় না।
কই মাছের প্রাণ
(যা সহজে মরে না): কই মাছের প্রাণ বই তো নয়, নাইলে এক মাস উপবাস করে বেঁচে থাকে
মাকাল ফল
(অঃসারশূন্য)। অধিকাংশ ছাত্ররাই প্রকৃত বিদ্যার্জন না করে আজ ডিগ্রিধারী মাকাল ফলে পরিণত হচ্ছে।
ঘোড়া রোগ
(সাধ্যাতিরিক): পকেটে এক ঢাকা নেই, অন্ধ দালান বানাবে, এ যে ঘোড়া রোগ।