পুলিশ সার্জেন্ট নিয়োগ পরীক্ষা ২০২৩।। পরিক্ষার তারিখ: (18-02-2023) || 2023

All

রচনা লিখুন (যে কোন ১ টি )
1.

রুপকল্প ২০৪১

Created: 6 months ago | Updated: 2 weeks ago

রূপকল্প ২০৪১ বা বাংলাদেশ ভিশন ২০৪১ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এবং জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থানকে আরও দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা। ২০২২ থেকে ২০৪৪ সাল, এই বাইশ বছরের কৌশলগত পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসাবে, বাংলাদেশের লক্ষ্য শিল্পায়নের মাধ্যমে উচ্চ আয়ের দেশের মর্যাদা অর্জন। বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগের প্রসারকে উৎসাহ দেয়া রূপকল্প ২০৪১ -এর উদ্দেশ্য।

উদ্দেশ্য

  • মাথাপিছু আয়, ১২,৫০০ ডলার (২০৪১ সালের মূল্যমানে ১৬,০০০ ডলারের বেশি)।
  • দারিদ্র্য দূরীকরণ। 
  • ২০৪১ অবধি ৯% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা।
  • বিনিয়োগ / জিডিপি অনুপাত ৪৬.৯ শতাংশে বৃদ্ধি করা।
  • রাজস্ব কর জিডিপির ১৫% পর্যন্ত বাড়ানো।
  • রপ্তানি বৈচিত্র্য অর্জন।
  • রপ্তানি আয় ৩০০ বিলিয়ন ডলার বৃদ্ধি করা।
  • গড় আয়ু বাড়িয়ে ৮০ বছর করা।
  • মোট জনসংখ্যার ৭৫% কে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান করা।
  • ২০৪১ সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ১০০% এ বৃদ্ধি করা।
  • জনসংখ্যা বৃদ্ধি ১% এরও নিচে নামিয়ে আনা।
  • কার্যকর কর এবং ব্যয়ের নীতিমালা কার্যকর করা।
  • অর্থনৈতিক ও প্রশাসনিক শক্তির বিকেন্দ্রীকরণ।

রচনা লিখুন (যে কোন ১ টি )
2.

পদ্মাসেতু ও জাতীয় অর্থনীতি

Created: 6 months ago | Updated: 2 weeks ago
এক কথায় প্রকাশ করুনঃ
4.

আকাশে চড়ে যে

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আকাশচারী

এক কথায় প্রকাশ করুনঃ
5.

বলা হয়েছে যা

Created: 6 months ago | Updated: 2 weeks ago

উক্ত

এক কথায় প্রকাশ করুনঃ
6.

পূর্বে যা ঘটেনি

Created: 6 months ago | Updated: 5 days ago

অভূতপূর্ব

এক কথায় প্রকাশ করুনঃ
7.

একবার ফল দিয়ে যে গাছ মরে যায়

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ওষধি

এক কথায় প্রকাশ করুনঃ
8.

একই গুরুর শিষ্য

Created: 6 months ago | Updated: 2 weeks ago

সতির্থ

অর্থসহ রচনা করুন
9.

টাকার কুমির

Created: 6 months ago | Updated: 2 weeks ago

(ধনী): অসৎ উপায়ে টাকার কুমির হওয়া খুব কঠিন নয়। 

অর্থসহ রচনা করুন
10.

দুধের মাছি

Created: 6 months ago | Updated: 2 weeks ago

(সুসময়ের বন্ধু) জীবনে দুধের মাছি অভাব হয় না।

অর্থসহ রচনা করুন
11.

কই মাছের প্রাণ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

(যা সহজে মরে না): কই মাছের প্রাণ বই তো নয়, নাইলে এক মাস উপবাস করে বেঁচে থাকে

অর্থসহ রচনা করুন
12.

মাকাল ফল

Created: 6 months ago | Updated: 2 weeks ago

(অঃসারশূন্য)। অধিকাংশ ছাত্ররাই প্রকৃত বিদ্যার্জন না করে আজ ডিগ্রিধারী মাকাল ফলে পরিণত হচ্ছে। 

অর্থসহ রচনা করুন
13.

ঘোড়া রোগ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

(সাধ্যাতিরিক): পকেটে এক ঢাকা নেই, অন্ধ দালান বানাবে, এ যে ঘোড়া রোগ।

Related Sub Categories