সোনার পাথর বাটি
সোনার পাথর বাটি (অসম্ভব বস্তু): পড়ালেখা না করলে পরীক্ষায় পাস তোমার কাছে সোনার পাথর বাটি হয়ে দাঁড়াবে।
ব্যাঙের আধুলী
ব্যাঙের আধুলী (অল্প অর্থের অহংকার): হাবিব ব্যাঙের আধুলি নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে।
যে শুনেই মনে রাখতে পারে
যে শুনেই মনে রাখতে পারে (এক কথায় )= শ্রুতিধর
রক্ত দিয়ে রাঙ্গানো হয়েছে এমন
রক্ত দিয়ে রাঙ্গানো হয়েছে এমন (এক কথায় প্রকাশ)= রক্তরঞ্জিত
চা, চিনি চীনা ভাষার শব্দ
ইচ্ছা” বিশেষ্যর বিশেষণ হলো- ঐচ্ছিক
অদিতি
অদিতি শব্দের সমার্থক শব্দ হলো- পৃথিবী, ধরণী
খড়গ
খড়গ শব্দের সমার্থক শব্দ হলো- তরবারি, অসি
পিপিলীকা
পিপিলীকা শব্দের শুদ্ধ বানান পিপীলিকা
ইতিমোধ্যে
ইতিমোধ্যে শব্দের শুদ্ধ বানান ইতোমধ্যে
সংসার
সংসার শব্দটির সন্ধি বিচ্ছেদ - সম্ + সার
মনীষা
মনীষা শব্দটির সন্ধি বিচ্ছেদ - মনস্ + ঈষা