সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

অভীষ্ট

Created: 2 months ago | Updated: 7 hours ago

অভীষ্ট(স্বর)              =          অভি       +          ইষ্ট

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

পর্যালোচনা

Created: 2 months ago | Updated: 7 hours ago

পর্যালোচনা(স্বর)        =          পরি        +          আলোচনা

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

তস্কর

Created: 2 months ago | Updated: 7 hours ago

তস্কর(ব্যঞ্জন, নিপা)  =          তদ্        +          কর

তস্কর(ব্যঞ্জন, নিপা)        =          তৎ         +          কর

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
4.

দুঃখপ্রাপ্ত

Created: 2 months ago | Updated: 7 hours ago

দুঃখপ্রাপ্ত(তপু, ২)         =          দুঃখকে প্রাপ্ত

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
5.

দ্রুতগামী

Created: 2 months ago | Updated: 7 hours ago

দ্রুতগামী(তৎ, উপ)       =          দ্রুত গমন করে যে

Created: 2 months ago | Updated: 7 hours ago

শেখ মুজিব।

Created: 2 months ago | Updated: 7 hours ago

আদর্শ কথ্য রীতি।

সংক্ষেপে উত্তর লিখুনঃ
8.

নির্জনতার কবি' কাকে বলা হয়?

Created: 2 months ago | Updated: 7 hours ago

জীবনানন্দ দাশকে।

সংক্ষেপে উত্তর লিখুনঃ
9.

'শেষের কবিতা' কোন ধরনের গ্রন্থ?

Created: 2 months ago | Updated: 7 hours ago

উপন্যাস।

সংক্ষেপে উত্তর লিখুনঃ
10.

'রজনী' উপন্যাসের রচয়িতা কে?

Created: 2 months ago | Updated: 7 hours ago

হুমায়ূন আহমেদ।

 

স্মার্ট বাংলাদেশ

 

ভূমিকা

ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনের পথ ধরে আসা চতুর্থ শিল্পবিপ্লব বিজয়ে আজ বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রতিশ্রুত “ডিজিটাল বাংলাদেশ” বাস্তবায়ন অনেকটা সম্পন্ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশর বাস্তবায়নের পর সরকারের নতুন লক্ষ্য “স্মার্ট বাংলাদেশ।” ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত এবং উদ্ভাবনী। অর্থাৎ সব কাজই হবে স্মার্ট।

 

স্মার্ট বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত দেশের কাতারে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য ধরে সরকার কাজ করছে, সেই বাংলাদেশই হবে ‘স্মার্ট বাংলাদেশ।’ আর সেজন্য চারটি ভিত্তি ধরে সরকার কাজ করছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে ইন-শা-আল্লাহ।

 

চার স্তম্ভে স্মার্ট বাংলাদেশ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পরে এখন 'স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়েছে সরকার। স্মার্ট বাংলাদেশ গড়ার স্তম্ভ চারটি। যথা : 

 

ক)        স্মার্ট সিটিজেন

খ)         স্মার্ট ইকোনমি

গ)         স্মার্ট গভর্নমেন্ট 

ঘ)         স্মার্ট সোসাইটি

 

  ক) স্মার্ট সিটিজেন

      এই স্তম্ভের আওতায় দেশের সকল নাগরিক প্রযুক্তিগত সুবিধা পাবে।

  খ) স্মার্ট ইকোনমি

      এই স্তম্ভের আওতায় দেশের ইকোনমিকে ডিজিট্যাল করা হবে।

 

  গ) স্মার্ট গভর্নমেন্ট 

      এই স্তম্ভের আওতায় দেশের সরকারি কার্যক্রমগুলো অনলাইন পরিষেবার আওতায় নিয়ে আসা হবে।

 

  ঘ) স্মার্ট সোসাইটি

      এই স্তম্ভের আওতায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ডিজিট্যাল করা হবে।

 

ডেল্টা প্ল্যান 

২০৪১ সালেই শেষ নয়, ২১০০ সালেও এই বঙ্গীয় বদ্বীপ যেন জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পায়, দেশ উন্নত হয়, দেশের মানুষ যাতে ‘সুন্দরভাবে, স্মার্টলি’ বাঁচতে পারে, সেজন্য ডেল্টা প্ল্যান করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

স্মার্ট বাংলাদেশ বিষয়ে সুধীজনের মন্তব্য

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাইন্ডসেট পরিবর্তনের আহ্বান জানিয়েছেন দেশের আলেম সমাজ ও বিভিন্ন ইসলামি রাজনৈতিক দলগুলো। বিজ্ঞ আলেম সমাজের বক্তব্যে বলা হয়েছে, “আমরা প্রযুক্তিবান্ধব, প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত এবং প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ মানুষ তৈরি করতে চাই। যাদেরকে মানবিক ও সৃজনশীল হতে হবে।” হার্ডওয়্যার, সফটওয়্যার ও হিউম্যানওয়্যারকে একসাথে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন বিভিন্ন মুসলিম উদ্যোক্তারা।

 

স্মার্ট প্রযুক্তি

২০২১ সালেই আমরা পরীক্ষামূলকভাবে দেশে ফাইভজি (5G) সেবা চালু করেছি এবং এরইমধ্যে ফাইভজি (5G) কানেক্‌টিভিটি সেবা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে। স্মার্ট সিটি ও স্মার্ট ভিলেজ বিনির্মাণে স্বাস্থ্যসেবা, কৃষি ও শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে আমাদেরকে ফাইভজি কানেক্‌টিভিটি সুবিধাকে কাজে লাগাতে হবে। 

 

উপসংহার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অত্যাধুনিক পাওয়ার গ্রিড, গ্রিন ইকোনমি, দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং পেশাকে স্বীকৃতি প্রদান এবং নগর উন্নয়নে বেশ জোরেসোরে কাজ চলছে। চতুর্থ শিল্পবিপ্লবের সময়কে মোকাবেলা করতে ডিজিটাল সংযুক্তির জন্য যতটুকু প্রস্তুতির প্রয়োজন, সরকার তার অধিকাংশই সুসম্পন্ন করেছে। ‘স্মার্ট বাংলাদেশ’ বলতে স্মার্ট নাগরিক, সমাজ,অর্থনীতি ও স্মার্ট সরকার গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর হবে। মনে রাখতে হবে, স্মার্ট বাংলাদেশ কোনো বিশেষ রাজনৈতিক দলের নয়, এটা দেশের ১৬ কোটি মানুষের, মুসলিম জনতার ধ্যানজ্ঞান ও চিন্তা-ভাবনার কেন্দ্রবিন্দু।

Created: 2 months ago | Updated: 19 hours ago

  • 154 words

 

Union Digital Centre

 

Union Digital Center (UDC) is a unique step of the government at the use of ICT in the systems of local government. UDC are newly established one-stop service outlets operating at all, 4554+ union parishads of the country. The study tries to examine the roles of UDCs in delivering services. It is based on secondary data. The key objectives of UDCs are to ensure easy access of common people to government, commercial and social information and services; create ICT infrastructure at all Union Parishads and to increase its efficiency through prompt delivery of information and other day-to-day services. UDC provides 3 types of services 1) Information Services which includes; Information related to agriculture, health, education etc. 2) Commercial Services which includes; Computer and English language learning training, photocopy, scanning, email, internet browsing, talking with Skype etc. and 3) Government Services. The challenges are lack of equipment, slow internet speed, inadequate manpower, load shedding etc. 

It has been raining for the past two days.

Honorable Prime Minister is going to inaugurate the event tomorrow.

Created: 2 months ago | Updated: 18 hours ago

অতীতের কোনো কাজ বোঝাতে ক্রিয়ার অতীত কাল ব্যবহৃত হয়।

Created: 2 months ago | Updated: 19 hours ago

Bangladesh has an inspiring story of growth and development that astonished the world.=  বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের পথে একটি অনুপ্রেরণামূলক গল্প রয়েছে, যা বিশ্ববাসীকে বিস্মিত করেছে।

Created: 2 months ago | Updated: 18 hours ago

were

Created: 2 months ago | Updated: 19 hours ago

Going

Created: 2 months ago | Updated: 22 hours ago

for

compensate for - ক্ষতিপূরণ করা, মিটমাট করা, জরিমানা দেওয়া

Created: 2 months ago | Updated: 2 days ago

by

Transformation of sentence
21.

I know you.

Created: 2 months ago | Updated: 22 hours ago

I know who you are.

Created: 2 months ago | Updated: 22 hours ago

SIMPLE : The sum is too difficult to solve.

সমাধান

 

            প্রদত্ত রাশি = x2 + 3xy + 2y2

                                    = x2 + xy + 2xy + 2y2

                                    = x(x + y) + 2y(x + y)

                                    = (x + y)(x + 2y)

 

 

সমাধান

 

            ধরি,

                        আয়তক্ষেত্রে,

                        l           = ১৬ মিটার

                        b          = ৯ মিটার

∴    A         = l × b বর্গমিটার

                        = ১৬ × ৯ বর্গমিটার

                        = ১৪৪ বর্গমিটার

 

      প্রশ্নমতে,

            (বর্গের বাহু)         = ১৪৪

বা   (বর্গের বাহু)         = ১২

∴    বর্গের বাহু             = ১২

৪ টির ক্রয়মূল্য ১ টাকা 

১ টির ক্রয়মূল্য টাকা 

আবার, 

৫ টির বিক্রয়মূল্য ১ টাকা 

১ টির বিক্রয়মূল্য টাকা 

 

ক্ষতি,  -  টাকা 

=- =   টাকা 

টাকায় ক্ষতি টাকা 

১ টাকায় ক্ষতি × টাকা 

১০০ টাকায় ক্ষতি ×   টাকা 

= ২০ টাকা 

 

shortcut

 

Created: 2 months ago | Updated: 7 hours ago

২৮ ডিসেম্বর, ২০২২

তিনটি।

 

৬ দফা দাবিতে অন্তর্ভুক্ত ছিলো-

 

১.          সার্বজনীন ভোটাধিকার পদ্ধতিতে সংসদীয় পদ্ধতির সরকার

২.         প্রতিরক্ষা ও পররাষ্ট্র ছাড়া সকল ক্ষমতা প্রদেশের

৩.         স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা(৪১বিসিএস)

৪.         প্রদেশের রাজস্ব ও কর আদায়ের ক্ষমতা

৫.         কেন্দ্রীয় সরকারের ক্ষমতা(৪১বিসিএস)

৬.         শাসনতান্ত্রিক কাঠামো(৪১বিসিএস)

 

৬ দফা দাবিতে বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না।(৪১বিসিএস)

Created: 2 months ago | Updated: 1 day ago

রাষ্ট্রপতি 

Created: 2 months ago | Updated: 2 days ago

১৮৫৪ সালের ২১ ডি‌সেম্বর

৫ নং সেক্টর।

Created: 2 months ago | Updated: 23 hours ago

মীরসরাই

Created: 2 months ago | Updated: 21 hours ago

একটি বাড়ি একটি খামার' মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার ফসল। 

বাংলাদেশের জিডিপি (GDP) তে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। 

সংক্ষেপে উত্তর দিন
38.

জাতীয় শিশু দিবস কত তারিখ?

Created: 2 months ago | Updated: 1 day ago

১৭ ই মার্চ

Created: 2 months ago | Updated: 1 day ago

১৭ টি

Created: 2 months ago | Updated: 1 day ago

ফকির লালন শাহ।(৩৮বিসিএস)

সংক্ষেপে উত্তর দিন
41.

BMI এর পূর্ণরূপ কী?

Created: 2 months ago | Updated: 2 days ago

BMI - Body Mass Index।

আমার ছোট রাসেল সোনা

সিএনজি।

Created: 2 months ago | Updated: 1 day ago

২৫ জুন, ২০২২ সালে।

১৫৩টি।

Related Sub Categories