১৯৭৩ সালের, ৭ই মার্চ
২৩ মে ১৯৭৩ সালে, জুলিও কুরি পদক
Ministry of Disaster Management and Relief
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ১৩ অক্টোবর তারিখে পালন করা হয়।
বাংলাদেশ সংবিধান এগারো ভাগে মোট ১৫৩ টি অনুচ্ছেদ ও সাতটি তফসিল রয়েছে।
বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট এর লালখাল উপজেলায়
SDGs-এর পূর্ণরূপ হলো- Sustainable Development Goals.
SDG - এর পূর্নরুপ Sustainable development Goals । এটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG 'র মতো জাতিসংঘ কতৃক আরেকটি উন্নয়ন পরিক্কিমা । যা ২০১৫ সালের পর এমডিজি’র প্রতিস্থাপিত হয়ে এর অগ্রগতির সালের ধারা আর ও বেগবান করার অভিপ্রায়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে গৃহিত হয় ১৫ বছর মেয়াদি এ SDG । ১৭ টি লক্ষ্যকে সামনে রেখে ২ আগষ্ট ২০১৫ সর্সম্মত ভাবে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) গৃহিত হয় ।
ACL এর পূর্ণরূপ হলো Access Control List
অলিম্পিক ম্যারাথনে ৪২.১৯৫ কিলোমিটার বা ২৬ মাইল ৩৮৫ গজ দূরত্ব অতিক্রম করতে হয়।
The Sendai Framework for Disaster Risk Reduction (2015 - 30) হলো ১৪ - ১৮ মার্চ ২০১৫ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের 'দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক' আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত একটি উদ্যোগ। দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।