"সংস্কৃতির ভাষা সেতু" গ্রন্থের রচয়িতা কে ?
"সংস্কৃতির ভাষা সেতু" গ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস।
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?
পদ
"Yellow dog" এর সঠিক বাংলা লিখুন।
হীন ব্যক্তি
"প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ লিখুন।
যে নারীর স্বামী বিদেশে থাকেন।
চর্যাপদে কোন ধর্মমতের কথা বলা আছে?
বৌদ্ধ
বিভক্তিহীন নাম ধাতুকে কি বলে?
বিভক্তিহীন নাম ধাতুকে প্রাতিপাদিক বলে।
মূলভাব
অর্থ প্রয়ােজনীয় জিনিস আবার এ অর্থই বহু অনাসৃষ্টির জন্ম দেয়। পৃথিবীতে যত লােমহর্ষক ঘটনা ঘটেছে তার অধিকাংশের মূলেই রয়েছে অর্থ। অর্থের জন্য ভাই ভাইকে, স্বামী স্ত্রীকে খুন করতেও দ্বিধাবােধ করে না।
সম্প্রসারিত ভাব
মানবজীবনে অর্থের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য। কারণ অর্থ ছাড়া সুষ্ঠু জীবনযাপনের কথা চিন্তাও করা যায় না। মৌলিক প্রয়ােজন মিটানাে ব্যতিরেকে মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। আর প্রতিটি মৌলিক প্রয়ােজন মিটানাের জন্য দরকার অর্থের। অধুনা বিশ্বের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায়, যেসব দেশ অর্থনৈতিকভাবে সচ্ছল সেসব দেশই বিশ্বের নেতৃত্ব দেয়। পক্ষান্তরে, যেসব দেশ অর্থনৈতিকভাবে অসচ্ছল সেসব দেশকে সচ্ছল দেশের নির্দেশনা মতাে চলতে হয়। শুধু রাষ্ট্রের ক্ষেত্রেই নয় সর্বত্রই এর প্রতিফলন চোখে পড়ে।
আসলে মানুষের দৈনন্দিন জীবনের যাবতীয় কর্ম ও অর্থের দ্বারা সম্পন্ন হয়। আপাতদৃষ্টিতে অর্থ মানুষের সুখ-স্বাচ্ছন্দ্যের নিয়ামক হলেও সেই অর্থই অনেক সময় অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। অর্থকে কেন্দ্র করে ভাইয়ে-ভাইয়ে, পিতা-পুত্রে ও স্বামী-স্ত্রীতে বিবাদ-বিসংবাদ, দ্বন্দ্ব-কলহ লেগেই আছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই অনেক লােমহর্ষক ঘটনা চোখে পড়ে যার অধিকাংশই অর্থের কারণে সংঘটিত হয়। অর্থের লােভে মানুষ চুরি-ডাকাতি, ছিনতাই রাহাজানি এমনকি হত্যার মতাে জঘন্য পাপাচারে লিপ্ত হয়।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে দেশের চরম সর্বনাশ ডেকে আনছে কেবলই অর্থের কারণে। অর্থের লালসা মানুষের নৈতিক অধঃপতন ঘটায়। পৃথিবীতে যাবতীয় দ্বন্দ্ব, অশান্তি আর সংঘাতের মূল কারণও এ অর্থ। অর্থসম্পদের কারণেই রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের উন্মাদনা দেখা দেয়, শ্রমিকমালিকের মধ্যে মতবিরােধ এবং ভাইয়ে ভাইয়ে শত্রুতা সৃষ্টি হয়। অর্থের জন্যই মানুষ মানুষকে খুন করে। আজ থেকে দেড় হাজার বছর পূর্বে কারবালার প্রান্তরে ইয়াজিদের সেনাপতি সিমারের হাতে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল তার মূলেও ছিল অর্থ। সুতরাং জগতে অশান্তির মূলই হচ্ছে অর্থ।
মন্তব্য
জীবনধারণের জন্য অর্থের আবশ্যকতা থাকলেও এর মােহে কখনই নীতি ও বিবেক বিসর্জন দেওয়া উচিত নয়। তাই অর্থের পিছনে না ছুটে কিভাবে নৈতিকতা ও মনুষ্যত্ব অর্জন করা যায় তার পিছনে আমাদের ছুটা উচিত।
ঐতিহাসিক কালের পূর্ববর্তী
প্রাগৈতিহাসিক
হরিণের চামড়া
হরিণের চামড়া= অজিন।
তথৈবচ
তথা + এবচ= তথৈবচ।
স্বৈর
স্ব + ঈর = স্বৈর
ছাদ থেকে নদী দেখা যায়
ছাদ থেকে নদী দেখা যায় = অধিকরণ কারকে ৫মী বিভক্তি।
স্কুল পালানো ভালো না
স্কুল পালানো ভালো না= অপাদানে শুন্য বিভক্তি।
রচয়িতা
রচয়িতা= রচয়িত্রী
অশ্ব
অশ্ব= অশ্বা
Quality education is essential for individuals and societies to thrive in today's world. It equips people with the knowledge and skills needed to navigate complex challenges and pursue meaningful careers. Quality education fosters critical thinking, creativity, and innovation, which are critical for problem-solving and progress. It also promotes social and cultural awareness, enabling individuals to appreciate diversity and contribute to a harmonious society. Access to quality education is also crucial for reducing poverty and inequality, as it empowers individuals to lift themselves out of disadvantaged situations. Overall, quality education is essential for personal growth, social progress, and sustainable development.
Who does not love flowers ? ( Make it Assertive)
Nobody hates flowers.
The people who are greedy are responsible for price hike. (Make it simple)
The greedy people are responsible for price hike.
Tarin said, "How fine the gift is!" (Make it indirect narration)
Tarin said, "How fine the gift is!" (Make it indirect narration)
Indirect: Tarin said that tthe gift was very fine.
He wants photographs to be taken. ( Make it Active)
Despite his weakness, he played well. (Make it Complex)
Despite his weakness, he played well. (Make it Complex)
Complex: Though he was weak he played so well.
ছেলেটি শুধু বোকা নয়, বাচালও বটে।
The boy is not only foolish but also talkative.
সাতদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে।
সাতদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে। (Translate into English)
Answer: It has been raining continuously for seven days.
মেয়েটি জ্বরে মারা গিয়েছে।
মেয়েটি জ্বরে মারা গিয়েছে।(Translate into English)
Answer: The girl died of a fever.
মনে হচ্ছে তুমি আমার প্রতি বিরক্ত
মনে হচ্ছে তুমি আমার প্রতি বিরক্ত(Translate into English)
Answer: It seems you are upset with me.
আমাদের সেখানে যাওয়া উচিত ছিল।
আমাদের সেখানে যাওয়া উচিত ছিল।(Translate into English)
Answer: We should have gone there.
No sooner had he (see) the police than he (run)
No sooner had he (see) the police than he (run)(Use the right form of verb:)
Answer: No sooner had he seen the police than he ran away.
Would that I (go) to college.
Would that I (go) to college.(Use the right form of verb:)
Answer: Would that I better go to college?
I wish I (to be) a king.
I wish i were a king
Many years passed, since I (to meet) her last.
Many years passed, since I (to meet) her last.(Use the right form of verb:)
Answer: Many years passed, since we met her last.
Would you mind (to have) a cup of tea?
Would you mind (to have) a cup of tea?(Use the right form of verb:)
Answer: Would you mind having a cup of tea?
'স্টপ জেনোসাইড' সিনেমাটির নির্মাতা কে?
জহির রায়হান
পারো এয়ারপোর্ট কোন দেশে অবস্থিত?
পারো এয়ারপোর্ট ভুটানে অবস্থিত।
'COP 26' কোন দেশে অনুষ্ঠিত হয়?
গ্লাসগো, স্কোটল্যান্ড
মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদে মামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে।
KAFCO এর পূর্ণরূপ কী?
Kornofuli fertilizer Company Limited
'দ্বৈত শাসন ব্যবস্থা' এর প্রবর্তক কে?
লর্ড ক্লাইভ
ধরিত্রী দিবস একটি বার্ষিক অনুষ্ঠান, যা ২২ এপ্রিল পালিত হয়, পরিবেশ রক্ষার জন্য সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে। ধরিত্রী শব্দটি এসেছে ধরনী বা ধরা থেকে, যার অর্থ হলো পৃথিবী। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সর্বসমেত ধার্য করা একটি দিবসই হলো ধরিত্রী দিবস।
স্বৈরাচারবিরোধী আন্দোলন হলো এমন একটি আন্দোলন যা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে পরিচালিত হয়। স্বৈরাচারী শাসন এমন একটি শাসনব্যবস্থা যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, সাধারণ জনগণের মতামত ও অধিকার সুরক্ষিত থাকে না, এবং সাধারণ মানুষের জীবনে স্বৈরাচারী শাসক কর্তৃক কঠোর দমনমূলক কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনটি মূলত ১৯৮০-এর দশকে ঘটে। এর মধ্যে প্রধান ঘটনা ছিল:
১৯৮২ সালে: বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ কর্তৃক সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়, যা একটি স্বৈরাচারী শাসন হিসেবে গণ্য করা হয়।
১৯৮৩ সালের ১০ জানুয়ারি: "মার্চ ফর ডেমোক্রেস" নামে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই আন্দোলন জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য ছিল।
১৯৮৭ সালের ২৯ ও ৩০ অক্টোবর: বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন ঘটে। ছাত্র এবং রাজনৈতিক নেতারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সড়ক ও শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে।
১৯৮৮ সালে: স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্র হয়, এবং এই সময়ে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন গড়ে তোলে।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশের রাজনীতি ও সমাজে গণতান্ত্রিক পরিবর্তন আসে এবং জনগণের মৌলিক অধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হয়।