পরীক্ষা
পরীক্ষা= পরি+ঈক্ষা
মনীষা
মনীষা= মনস্+ঈষা
কুজ্ঝটিকা
কুজ্ঝটিকা = কুৎ + ঝটিকা
অহরহ
অহরহ = অহঃ+অহ
মস্যাধার
মস্যাধার = মসী + আধার
জোস্না
জোস্না = জ্যোৎস্না
ভীবিষীকা
ভীবিষীকা = বিভীষিকা
কিরন্মায়ি
কিরন্মায়ি = কিরণময়ী
ফটষ্টাট
ফটষ্টাট = ফটোস্ট্যাট
মরিচিকা
মরিচিকা = মরীচিকা
ফ্যা ফ্যা করা
ফ্যা ফ্যা করা = অনর্থক ঘোরা (সারাদিন ফ্যা ফ্যা করে ঘুরে লাভ কিছু হলো না )
ছা পোষা
ঢাকের বাঁয়া
ঢাকের বায়া একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - মূল্যহীন বস্তু বা যার কোন দাম নেই।যেমন: তার কাছে বেচারা ছেলেটি একদম ঢাকের বায়া।
নেই আঁকড়া
ব্যাঙ্গের আধুলি
At the outset
A trying time
Yellow Dog
Take to task
Black sheep
Don't grumble ___ my discussion.
of
Hamid will leave ___ no time.
Hamid will leave in no time.
He abstains ___ meat and rich food.
I don't aspire ___ riches.
Ans: after , Aspire after অর্থ আকাঙ্ক্ষা করা। Man aspire after riches.
I can't put up ___ such an insult.
প্রথা আমাদের মানিয়ে নিতে শিখায়।
নাচতে না জানলে উঠান বাঁকা।
শিক্ষা মানুষকে সত্যের পথ অনুসরণ করতে সাহায্য করে।
বইয়ের পাতায় যে জ্ঞান আমরা পাই সেটাই শুধু শিক্ষা নয়।
The knowledge we get in the pages of books is not only education.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদীত নেতা ছিলেন।
X y
X+y =90
Y=90-x
Y=90-48
Y=42
X=8(x-y)
x=8x-8y
x-8x=-8y
-7x=-8y
7x=8y
7x=8(90-x)
7x=720-8x
15x=720
X= 720/15
x=48
NBR বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অন্তর্ভুক্ত।
হাইড্রোজেনের ১ টি নিউট্রন। বিশিষ্ট আইসোটোপকে ডিউটেরিয়াম বলে। একে D দ্বারা প্রকাশ করা হয়। তাই ভারী পানির সংকেত D2O লেখা হয়।
পাটের আঁশ ব্যবহার করে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন অধ্যাপক মোবারক আহমদ খান। তাঁর এই উদ্ভাবন বিশ্বের পরিবেশদূষণ কমাবে।
মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে। এর স্থপতি তানভীর করিম। মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় ১৯৮৭ সালে।
বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। ২০০৮ সালে এটি নির্মাণ করা হয়। নির্মাণ করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা।
পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের কারণে। আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময় অবিলম্বর সাথে সংকট কোণের (৯০°) চেয়ে বেশি কোণে আপতিত হয়ে আবার ঘন মাধ্যমে প্রতিফলিত হয়। প্রতিসরণের প্রভাবে মরুভূমি অঞ্চলে অপেক্ষাকৃত দূরে তাকালে তা সূর্যের আলোয় পানির মতো দেখায়।
“শেষের কবিতা” রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।
বাংলাদেশে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার
“ওরা ১১ জন” চলচ্চিত্রটির পরিচালক চাষী নজরুল ইসলাম।
প্রীতিলতা ওয়াদ্দেদার (৫ মে ১৯১১ – ২৪ সেপ্টেম্বর ১৯৩২) ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী একজন বাঙ্গালী। তিনি জাতীয়তাবাদী বিপ্লবী ছিলেন, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রভাবশালী ছিলেন।
সংবিধানে স্থানীয় সরকার সম্পর্কে ৪টি অনুচ্ছেদ রয়েছে (অনুচ্ছেদ ৯, ১১, ৫৯ এবং ৬০)
পানির সর্বাধিক ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড
রাজিয়া বানু (২৪ জুন ১৯২৬ - ১০ মে ১৯৯৮) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য।