ক, খ ও গ ৭০০০ টাকা দিয়ে কারবার শুরু করুন । এতে গ এর কাছে যত টাকা আছে, খ এর তা হতে ৩০০ টাকা বেশী আছে এবং ক এর খ অপেক্ষা ৪০০ টাকা বেশী আছে। ঐ কারবারে ৫২৫ টাকা লাভ হলে, লাভের অংশ কে কত পাবে?
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক দশক স্থানীয় অংকের ক্ষিণ (তিনগুণ) অপেক্ষা ১ বেশি কিন্তু অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অংকদ্বয়ের সমষ্টির আটগুনের সমান। সংখ্যাটি কত?
জেমি ও সুমি একই ব্যাংক থেকে একই দিনে ১০% সরল সুদে আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি ২ বছর পর সুদে আসলে যত টাকা শোধ করে ৩ বছর পর সুমি সুদে আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন।
a-1a=5 হলে, a3-1a3 এর মান কত ?
a4+a2+1=0, প্রমাণ কর যে, a3+1a3=-2
একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে ২৬ মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে ?