দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক দশক স্থানীয় অংকের ক্ষিণ (তিনগুণ) অপেক্ষা ১ বেশি কিন্তু অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অংকদ্বয়ের সমষ্টির আটগুনের সমান। সংখ্যাটি কত?
ক, খ ও গ ৭০০০ টাকা দিয়ে কারবার শুরু করুন । এতে গ এর কাছে যত টাকা আছে, খ এর তা হতে ৩০০ টাকা বেশী আছে এবং ক এর খ অপেক্ষা ৪০০ টাকা বেশী আছে। ঐ কারবারে ৫২৫ টাকা লাভ হলে, লাভের অংশ কে কত পাবে?
শতকরা বার্ষিক ৮ ১২ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২,৫৫০ টাকা হবে?
p+1p=2 হলে, (p2+1p2)(p3+1p3) এর মান নির্ণয় কর?
একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং বাইরে চারিদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন: m3 – n3 –m (m 2 - n2) + n (m - n) 2