সমুদ্রের ঢেউয়ের শব্দ
সমুদ্রের ঢেউয়ের শব্দ = কল্লোল
যে রোগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত
যে রোগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত = হাতুড়ে
যা পূর্বে চিন্তা করা যায় নি
যা পূর্বে চিন্তা করা যায় নি = অচিন্তপূর্ব
যে নারীর স্বামী ও পুত্র মৃত
যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা
পা ধোয়ার জল
পা ধোয়ার জল = পাদ্য
বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় ১৭৪৩ খ্রিস্টাব্দে।
গঠনগত দিক দিয়ে বাক্যকে কয়ভাগে ভাগ করা যায়?
গঠনগত দিক দিয়ে বাক্যকে ৩ ভাগে ভাগ করা যায়।
ক্রিয়ার প্রথম অংশকে কি বলে?
ক্রিয়ার প্রথম অংশকে ধাতু বলে।
অহিদুর রেজা'র ছদ্মনাম কি?
অহিদুর রেজা'র ছদ্মনাম হলো দেওয়ান হাসান রাজা
ক্রিতদাসের হাসি এর লেখক কে?
ক্রিতদাসের হাসি এর লেখক শওকত ওসমান
'সবুজপত্র' পত্রিকাটি প্রথম কত সালে প্রকাশিত হয়?
'সবুজপত্র' পত্রিকাটি প্রথম ১৯১৪ সালে প্রকাশিত হয়।
বাংলা একাডেমী ভবনের পূর্ব নাম কি?
বাংলা একাডেমী ভবনের পূর্ব নাম বর্ধমান হাউজ
চর্যাপদ কত খ্রিষ্টাব্দে আবিষ্কার হয়?
চর্যাপদ ১৯০৭ খ্রিষ্টাব্দে আবিষ্কার হয়।
মাদৃশ
মাদৃশ = আমার মত
এজলাস
এজলাস = বিচারালয়
নিলাম
নিলাম = প্রকাশ্যে দাম ডাকাডাকি কওে বিক্রয়
আইবুড়ো
আইবুড়ো = অবিবাহিত
নাগর
নাগর = নগর সম্বন্ধীয়