একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে ৫০০ টাকা।
ঘড়ির মূল্য ১০% ও চেইনের মূল্য ৫% বৃদ্ধি পেলে,
মোট মূল্য বৃদ্ধি = (৫৪৫ - ৫০০) = ৪৫ টাকা ।
ধরি,
ঘড়ির মূল্য = x টাকা। এবং, চেইনের মূল্য = (৫০০ - x) টাকা ।
তাহলে,
(X এর ১০%) + {(৫০০ - x) এর ৫% } = ৪৫
বা, ১০x/১০০ + ৫(৫০০ - x)/১০০ = ৪৫
বা, ১০x + ৫(৫০০ - x) = ৪৫০০
বা, ১০x + ২৫০০ - ৫x = ৪৫০০
বা, ৫x = ২০০০
বা, x = ৪০০