অসহায়কে সাহায্য করো
জসিম ইংরেজী ব্যকরণে ভালো
জমি থেকে ফসল পাই
বনে বাঘ আছে
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।
মরুদ্যান
বনৌষধি
মহর্ষি
সঞ্চয়
তপোবন
অদৃষ্টের পরিহাস
উড়নচণ্ডী
গড্ডালিকা প্রবাহ
ভালপাতার সেপাই
সপ্তমে চড়া
সপ্তমে চড়া বাগধারাটির অর্থ - প্রচণ্ড উত্তোজনা।
Call in
Call in - (ডাকা) Call in a doctor.
Come round
Phrases, Idioms & A. prep. Come round - আরোগ্য্ লাভ করা. SYNONYM recover. EXAMPLE The patient will come round soon.
cut off
Make after
lay aside
I saw him at the time of playing.
Surprisingly he made a good result .
He made a good result and it was surprising.
The headmaster teaches us English .
Who has broken the grass ?
By whom has the glass been broken?
Rahim is one of the tallest boys in the class .
ডেল্টা প্ল্যান-২১০০ হলো ২০১৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বর্ধিত জলবায়ু স্থিতিস্থাপকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে।
নেদারল্যান্ডস কে অনুসরণ করে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে শতবর্ষী ডেল্টা প্ল্যান তথা ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ প্রণয়ন করা হয়েছে।বন্যা, বন্যা নিয়ন্ত্রণ, নগর ও গ্রামে পানি সরবরাহ, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে ‘ডেল্টা প্ল্যান-২১০০’ ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের অনুমোদন পায়। ২০২০ সালের ১ জুলাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রীকে ডেল্টা কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান করা হয়েছে।
এই পরিকল্পনার প্রথম ধাপে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৮০টি প্রকল্প গ্ৰহণ করা হয়েছে। এর মধ্যে ৬৫টি ভৌত অবকাঠামো প্রকল্প এবং ১৫টি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও গবেষণা বিষয়ক প্রকল্প। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১৪৫ বিলিয়ন টাকা।
ডেল্টা প্ল্যানে ছয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে- নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন।
AI কি?
RAM কি?
RAM এর পূর্ণরূপ হলো Random Access Memory। RAM সাধারণত মাদারবোর্ড এর সঙ্গে সংযুক্ত থাকে, এটি একটি সুপার ফাস্ট (super-fast) অস্থায়ী মেমোরি যা কম্পিউটার, মোবাইল বন্ধ বা switched off করলে তার কাজ শেষ হয় এবং এর মধ্যে থাকা সব ইনফরমেশন বা তথ্য মুছে যায়।
DNS সার্ভারের কাজ কি?
Android কি?
দুটি ইনপুট ও দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন।
Cloud computing কি?
www কি?
RFID বলতে কি বুঝায়?
আরএফআইডি (RFID) এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency IDentification. RFID হচ্ছে ক্রেডিট কার্ডের মত পাতলা এবং ছোট একটা ইলেকট্রনিক ডিভাইস যেটায় খুবছোট একটি চিপ আর একটি কয়েল ও অ্যান্টেনা থাকে। চিপটা সাধারণত সর্বোচ্চ ২০০০ বাইট তথ্য ধারণ করতে পারে।
Firewall কি?
০৪ টি সোস্যাল মিডিয়ার নাম লিখুন।