আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামী কতজন ছিলো?
আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামী হলো - ৩৫ জন
রাশিয়ার মুদ্রার নাম কি?
রাশিয়ার মুদ্রার নাম রুবল
বঙ্গবন্ধু জুলিও কুরি পদকে ভূষিত হন ১০ অক্টোবর ১৯৭২, পদক গ্রহণ করেন ২৩ মে ১৯৭৩।
4IR বলতে কি বোঝায়?
ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার
আধুনিকায়ন ও উন্নয়নই হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব বা 4IR
Fourth Industrial Revolution
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য কত সালে?
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য ২০৪১ সাল।
কম্পিউটারের RAM বলতে কি বোঝায়?
RAM বা Random Acess Memory হচ্ছে কম্পিউটারের অস্থায়ী মেমোরি যেখানে কম্পিউটারের চলমান সব ডেটা এবং তথ্য সংরক্ষণ হয়।
মুজিবনগর সরকার কত সালে এবং কত তারিখে গঠন করা হয়?
মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল, ১৯৭১ সালে।
PDR এর পূর্ণরূপ কি?
PDR এর পূর্ণরূপ Portable Data Recover.
বাংলাদেশের মেট্রোরেলের লোগোর ডিজাইনার কে?
বাংলাদেশের মেট্রোরেলের লোগোর ডিজাইনার আলী আহসান নিশান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগ থেকে পাস করেছেন আলী আহসান। নিজের বানানো লোগো সম্পর্কে আলী আহসান বলেন, এই লোগোর মাধ্যমে পুরো বাংলাদেশকে তুলে ধরা হয়েছে।
WTO এর সদর দপ্তর কোথায়?
WTO (World Trade Organization) এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে।