ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে
তুলাদণ্ড
যে উপকারীর অপকার করে।
যে উপকারীর উপকার স্বীকার করে = কৃতজ্ঞ
যে উপকারীর উপকার স্বীকার করে না = অকৃতজ্ঞ
উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন
যা অতিক্রম করা যায় না।
যা অতিক্রম করা যায় না= অনতিক্রম্য
ভোজন করার ইচ্ছা
ভোজন করার ইচ্ছা= বুভুক্ষা
অন্য ভাষায় রূপান্তরিত।
অন্য ভাষায় রূপান্তরিত = অনূদিত
তৃষ্ণার্ত
তৃষ্ণা + ঋত= তৃষ্ণার্ত
নব্য
নৌ+য= নাব্য
ইত্যাদি
ইতি+ আদি= ইত্যাদি
শীতার্ত
শীত + ঋত= শীতার্ত
স্বাগত
সু+আগত
শ্রদ্ধাঞ্জলী
শ্রদ্ধাঞ্জলী = শ্রন্ধাঞ্জলি
সোমিচিন
সমীচীন
পিতাহীন
পিতাহীন = পিতৃহীন
Add a question
সতী
সতী = স্বতী
দুধে ও ভাতে
দুধে ও ভাতে= অলুক দ্বন্দ্ব সমাস
কানাকানি
(কানাকানি) কানে কানে যে কথা = ব্যতিহার বহুব্রীহি সমাস
সেতার
সে (তিন) তারের সমাহার = সংখ্যাবাচক বহুব্রীহি সমাস
আয়কর
(আয়কর) আয়ের উপর কর= মধ্যপদলোপী কর্মধারয়
মনমাঝি
(মনমাঝি) মন রুপ মাঝি= রুপক কর্মধারয় সমাস
সচেতন
সচেতন এর বিপরীত শব্দ= অসচেতন
স্নিগ্ধ
স্নিগ্ধ এর বিপরীত শব্দ = রুক্ষ
রিক্ত
রিক্ত এর বিপরীত শব্দ= পূর্ণ
পাশবিক
পাশবিক এর বিপরীত শব্দ = মানবিক
অগ্রজ
অগ্রজ এর বিপরীত শব্দ = অনুজ