বিত্ত হতে চিত্ত বড়
দুঃখ যে পাপের ফল তাহা কে বলিল, পুণ্যেরও ফল হইতে পারে ।
সদ্যজাত শিশুর সর্বাঙ্গীন কুশল কামনা করে তিনি কাব্য রচনা করেছেন।
কাঠের তৈয়ারি আসন হলো কাস্টাশন ।
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
সে আকন্ঠ পর্যন্ত পান করেছে।
বাংলা ব্যকরণ অত্যান্ত জটিল।
দৈর্ঘ্য হলো বিশেষ্য পদ ।
আজকাল সব জিনিসই দুর্লভ। (নেতিবাচক বাক্য)
টাকা দিয়েছ, ক্লিন্তু চাকরি পাবে ভাবলে ভুল হবে। (সরল বাক্য)
পরোপকারীকে সবাই শ্রদ্ধা করে। (যৌগিক বাক্য)
মূর্খ লোক অবজ্ঞার পাত্র। (জটিল বাক্য)
ত্যাগের এই মহিমা অপূর্ব। (বিস্ময়সূচক বাক্য)
সে বলল, “তোমরা কাল এসো।” (পরোক্ষ উক্তি)
রুমটি তালাচাবিবদ্ধ ছিল।
The room was under lock and key.
সে আমাকে বোকা বানালো।
He made me fool.
আমাদের দেশে দারিদ্র্য একটা বড় সমস্যা।
Poverty is a main problem of our country.
তিনি রেগে উঠলেন।
He got angry.
কুকুরটি আমাদের পিছু ধাওয়া করলো।
The dog chased us.
আমি সাইকেল চালাতে পারি।
I can ride bicycle.
Democracy and Autocracy
Influence of Social Media
The book is over the table.
The book is on the table.
I shall write him tomorrow.
I will write him tomorrow
He gave me wrong informations.
He gave me wrong information
I feel comparatively better today.
I feel better today.
Computer is a wonderful discovery.
He succeeded to get the job.
He succeed to get the job.
একই হার মুনাফায় ৩০০ টাকার ৪ বছরের মুনাফা এবং ৫০০ টাকার ৫ বছরের মুনাফা একত্রে ১৪৮ টাকা হলে, শতকরা বার্ষিক মুনাফার হার কত?
যদি হয় তবে প্রমাণ করুন যে,
‘ডাকাতিয়া নদী' ও 'বিল ডাকাতিয়া' কোথায় অবস্থিত?
বাংলাদেশের কোন কোন জেলায় সবচেয়ে বেশি 'ধান' ও 'আম' উৎপাদিত হয়?
বাংলাদেশে ঘূর্ণিঝড় 'সিডর' ও আম্পান' আঘাত হানে কোন কোন সালে?
স্বাধীনতার পর বাংলাদেশ সুপ্রীম কোর্ট কার্যক্রম শুরু করে কোন তারিখে ?
১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যক্রম শুরু হয়েছিল।
সূর্যের নিকটতম এবং পৃথিবীর নিকটতম গ্রহের নাম লিখুন।
বুধ (ইংরেজি: Mercury) and পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
‘পরিবেশ' ও 'বিশ্ব ঐতিহ্য' বিষয়ে জাতিসংঘের কোন কোন সংগঠন কাজ করে?
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে ---- IPCC বা Intergovernmental Panel on Climate Change নামক জাতিসংঘের পরিবশেবিষয়ক সংস্থাটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP)ও World Meteorological Organization (WMO) এর মিলিত উদ্যোগে গঠিত হয়।
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ( The United Nations Educational, Scientific, and Cultural Organization) বা ইউনেস্কো (UNESCO) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এই সংস্থার কার্যক্রম।
কবি আল মাহমুদ এর দুইটি কাব্যগ্রন্থের নাম লিখুন ।
কবি আল মাহমুদ এর দুইটি কাব্যগ্রন্থের নাম হলো লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬
NATO ও BRICS এর সদর দপ্তর কোথায়?
LED ও EPROM এর পূর্ণরূপ লিখুন ।
LED = Light emitting diode and Electrically
EPROM = Erasable Programmable Read-only Memory