4x2 - 23x + 33 উৎপাদকে বিশ্লেষণ করুন
5a-6b-7c এর বর্গ নির্ণয় করুন।
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে।
বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে?
৩০০০ টাকার ১০% মুনাফা = ৩০০০×১০১০০= ৩০০ টাকা
এবং, ২০০০ টাকার ৮% মুনাফা = ২০০০×৮১০০= ১৬০ টাকা
মোট মূলধন = ৩০০০ + ২০০০ = ৫০০০ টাকা
মোট মুনাফা = ৩০০ +১৬০ = ৪৬০ টাকা
এখন,
৫০০০ টাকার মুনাফা ৪৬০ টাকা
১০০ টাকার মুনাফা = ৪৬০×১০০৫০০০= ৯.২ টাকা।
একটি সমকোণী ত্রিভূজের অতিভূজ ১৩ ফুট এবং ভূমি ১২ ফুট। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?