বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে।
একটি গরু ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। গরুটির ক্রয়মূল্য নির্ণয় কর।
একজন ঠিকাদার ২৫ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে ৩০ জন লোক নিয়োগ করলেন। কিন্তু ১৫ দিনে মাত্র অর্ধেক কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কত জন লোক নিয়োগ করতে হবে?
একটি শ্রেণিতে যতজন শিক্ষার্থী আছে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ৩০ পয়সা বেশি করে দিলে ৭০ টাকা হয় । ঐ শ্রেণির শিক্ষার্থী সংখ্যা কত?