সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় || অফিস সহায়ক (23-06-2023) || 2023

All

মূলভাব: বিদ্যা মানুষের অর্জিত গুণাবলির অন্যতম হলেও বিদ্বান মাত্রই যে সজ্জন , তা নয়। বিদ্বান ব্যক্তি যদি সততার গুণে বিভূষিত না হয় তাহলে তাকে বর্জন করাই শ্রেয়। 

সম্প্রসারিত ভাব: বিদ্যা মানুষের অমূল্য ধন , সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু চরিত্র বিদ্যার চেয়েও বেশি মূল্যবান। যত বড় বিদ্বানই হোক না কেন , চরিত্রহীন লোক কখনো লোকসমাজে প্রশংসা লাভ করতে পারে না। তাকে সকলেই ঘৃণা ও নিন্দা করে থাকে। এরূপ চরিত্রহীন বিদ্বান লোকের সঙ্গ ত্যাগ করাই মঙ্গলজনক। কথিত আছে , কোনো কোনো বিষধর সাপের মাথায় মহামূল্য মণি রয়েছে। এর একটা মণি সংগ্রহ করতে পারলে বিপুল ধন - সম্পদের অধিকারী হওয়া যায়। তাই বলে মণি লাভের জন্য কোনো বুদ্ধিমান লোক সাপের সাহচর্য লাভ করতে চায় না। এতে জীবন নাশের আশঙ্কা থাকে। সেরূপ বিদ্যা অমূল্য ধন হলেও চরিত্রহীন দুর্জন বিদ্বান লোকের সাহচর্যে যাওয়া কিছুতেই মঙ্গলজনক নয়। এতে মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সচ্চরিত্র ব্যক্তি মূর্খ হলেও অসচ্চরিত্র বিদ্বান অপেক্ষা শ্রেষ্ঠতর। কারণ চরিত্রহীনের বিদ্যা - বুদ্ধি জ্ঞানবান বা চরিত্রবান ব্যক্তির কোনো কাজে লাগে না। কাজেই জীবনের সর্বক্ষেত্রেই অসচ্চরিত্র ব্যক্তির সাহচর্য পরিত্যাগ করে চলাই বাঞ্ছনীয।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

আবিষ্কার

Created: 8 months ago | Updated: 23 hours ago

আবিষ্কার = আবিঃ + কার 

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

লবণ

Created: 8 months ago | Updated: 19 hours ago

লো+অন

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

অত্যাশ্চর্য

Created: 8 months ago | Updated: 1 day ago

অতি+আশ্চর্য 

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

প্রত্যাবর্তন

Created: 8 months ago | Updated: 21 hours ago

প্রত্যাবর্তন = প্রতি + আবর্তন 

এক কথায় প্রকাশ করুন:
6.

জয় করিবার ইচ্ছা

Created: 8 months ago | Updated: 21 hours ago

জয় করিবার ইচ্ছা = জিগীষা 

এক কথায় প্রকাশ করুন:
7.

উপকারীর অপকার করে যে

Created: 8 months ago | Updated: 1 day ago

উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন 

Created: 8 months ago | Updated: 1 day ago

যে প্রাণী লাফিয়ে লাফিয়ে চলে = প্লবগ

Related Sub Categories