'কিশোর কবি' কাকে বলা হয়?
সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি কোথায় ?
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির কাছেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি অবস্থিত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।
'বিলাসী' এর রচয়িতা কে?
বিলাসী অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন ?
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
"আমি বিজয় দেখেছি' এর রচয়িতা কে?
আমি বিজয় দেখেছি মূলত এম আর আখতার মুকুলের আত্মকাহিনী ভিত্তিক গ্রন্থ, যেটি মূলত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর।
গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে দুই ভাগে বিভক্ত করা যায়।
যেমন: (ক) মৌলিক শব্দ ও (খ) সাধিত শব্দ।
নয় ছয়
নয় ছয় (অপচয়)- দুদিনেই ছেলেটা পৈতৃক সম্পত্তি নয় ছয় করে উড়িয়ে দিল ।
শাপে বর
শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ): আমাকে ফেলে যাওয়ায় আমার রোজগার হলো হাজার টাকা-একেই বলে শাপে বর ।
টইটুম্বর
টইটুম্বর অর্থ পরিপূর্ণ। বর্ষার জলে পুকুরটি একেবারে টইটম্বুর.।
মুহুর্মুহু
মুহুর্মুহু = মুহুর্মুহু
সমিচিন
সমিচিন = সমীচীন
প্রতীদ্বন্দীতা
প্রতীদ্বন্দীতা = প্রতিদ্বন্দ্বিতা
সঞ্চয়
সঞ্চয় = সম্+চয়
উদ্যোগ
উৎ + যোগ = উদ্যোগ।
বনষ্পতি
বনষ্পতি = বন্ + পতি
অধমর্ণ
অধমর্ণ এর বিপরীত শব্দ হল উত্তমর্ণ।
অস্তগামী
অস্তগামী এর বিপরীত শব্দ হল উদীয়মান।
অস্থায়ী
অস্থায়ী এর বিপরীত শব্দ স্থায়ী।
He has no desire fame.
He has no desire For fame.
He made a comment my fecture.
He made a comment on my picture.\
Ans: on
I am sorry you last night.
I am sorry to have disturbed you last night.
I shall a cup of tea.
I shall have a cup of tea.
Bread and butter is my favorite breakfast.
acomodation
Acomodation = Accommodation
Autamn
Autamn = Autumn
Honarium
Honarium = Honorarium.
Waranty
Waranty = warranty
Posesion
Posesion = Possession
মানুষ মানুষের জন্য।
মানুষ মানুষের জন্য।
= The people for the people .
আমি, তুমি ও সে দৌড়াচ্ছে।
আমি, তুমি ও সে দৌড়াচ্ছে।
= You, he and I are running
তুমি কি সাঁতার কাটতে জানো?
তুমি কি সাঁতার কাটতে জানো?
= Do you know how to swim?
সময় চলে যায় ।
সময় চলে যায় ।
= Time flies.
রহিম কি স্কুলে যায় ?
রহিম কি স্কুলে যায়?
= Does Rahim go to school?
Get up
Get up = ওঠা; উঠে দাঁড়ানো; বিছান থেকে ওঠা; উঠে পড়া; ঘোড়ার পিঠে চড়া
In a body
In a body = All Together/As a group
Come round
Come round = আরোগ্যলাভ করা
Break out
Break Out = সাহসা আবির্ভূত হওয়া
Null and void
Null and void - এই phrase টির অর্থ বাতিল বা অকেজো
আমরা জানি,
ab=1/4[(a+b)2−(a−b)2]
অতএব, ab=1/4[52−32]=4
তিনটি সংখ্যা গড় = ৩৩×৩
=৯৯
দুইটি সংখ্যা= ২৪+৪২
=৬৬
অতএব, অপর সংখ্যাটি =(৯৯-৬৬) =৩৩
দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল =(৪০×১.৫) বর্গমিটার
= ৬০ বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = (৩০-১.৫)×১.৫ বর্গমিটার
= ৪২.৭৫ বর্গমিটার
অতএব, রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল = ৬০ + ৪২.৭৫
= ১০২.৭৫ বর্গমিটার।
সুতরাং রাস্তাদ্বয়ের মোট ক্ষেত্রফল ১০২.৭৫ বর্গমিটার।
সমাধান,
১টি লেবুর ক্রয়মুল্য ১/১০ টাকা বিক্রয়মুল্য ১/৮ টাকা
১টিতে লাভ হয় =১/৮-১/১০=১/৪০ টাকা
অতএব,
১/১০ টাকায় লাভ হয়=১/৪০ টাকা
১০০ টাকায় লাভ হয়=(১০*১০০)/৪০=২৫ টাকা
শতকরা লাভ হয়=২৫ টাকা
বা লাভ হবে=২৫% (উত্তর)
বাংলাদেশ নামের দেশটির জন্ম হওয়ারও অনেক আগেই মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের নামটি রেখেছিলেন।
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল।
হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটনস্থল।
চিংড়িকে সাদা সোনা (White Gold) বলা হয়।
PGCB - Power Grid Company of Bangladesh Ltd.
PGCB এর পূর্ণরুপ হল পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ।
মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
জাতীয় শিশু দিবস ১৭ই মার্চ।
নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ে কে
ইসলামি সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামি সংস্থা। পূর্বে সংস্থাটির নাম ছিল ইসলামি সম্মেলন সংস্থা। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নে ওআইসির স্থায়ী প্রতিনিধি রয়েছে। সংস্থাটির দাপ্তরিক ভাষা আরবী, ইংরেজি ও ফরাসি। সংস্থাটির বর্তমান (2023) মহাসচিব হুসেইন ইব্রাহীম তাহা। সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।