'কিশোর কবি' কাকে বলা হয়?
সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি কোথায় ?
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির কাছেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি অবস্থিত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।
'বিলাসী' এর রচয়িতা কে?
বিলাসী অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ছোটগল্প।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন ?
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
"আমি বিজয় দেখেছি' এর রচয়িতা কে?
আমি বিজয় দেখেছি মূলত এম আর আখতার মুকুলের আত্মকাহিনী ভিত্তিক গ্রন্থ, যেটি মূলত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর।
গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে দুই ভাগে বিভক্ত করা যায়।
যেমন: (ক) মৌলিক শব্দ ও (খ) সাধিত শব্দ।
নয় ছয়
নয় ছয় (অপচয়)- দুদিনেই ছেলেটা পৈতৃক সম্পত্তি নয় ছয় করে উড়িয়ে দিল ।
শাপে বর
শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ): আমাকে ফেলে যাওয়ায় আমার রোজগার হলো হাজার টাকা-একেই বলে শাপে বর ।
টইটুম্বর
টইটুম্বর অর্থ পরিপূর্ণ। বর্ষার জলে পুকুরটি একেবারে টইটম্বুর.।
মুহুর্মুহু
মুহুর্মুহু = মুহুর্মুহু
সমিচিন
সমিচিন = সমীচীন
প্রতীদ্বন্দীতা
প্রতীদ্বন্দীতা = প্রতিদ্বন্দ্বিতা
সঞ্চয়
সঞ্চয় = সম্+চয়
উদ্যোগ
উৎ + যোগ = উদ্যোগ।
বনষ্পতি
বনষ্পতি = বন্ + পতি
অধমর্ণ
অধমর্ণ এর বিপরীত শব্দ হল উত্তমর্ণ।
অস্তগামী
অস্তগামী এর বিপরীত শব্দ হল উদীয়মান।
অস্থায়ী
অস্থায়ী এর বিপরীত শব্দ স্থায়ী।