স্মার্ট বাংলাদেশের পিলার ৪টি।
১.স্মার্ট সিটিজেন, ২. স্মার্ট সোসাইটি, ৩. স্মার্ট ইকোনমি ও ৪. স্মার্ট গভর্নমেন্ট।
বঙ্গভঙ্গ ১৯১১ সালে রদ করা হয়।
১৯০৫ খ্রিষ্টাব্দে ঢাকাকে দ্বিতীয়বারের মত রাজধানী ঘোষণা করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। ১৯১১ খ্রিষ্টাব্দে ইংরেজ শাসক লর্ড হার্ডিঞ্জের শাসনামলে দিল্লীর এক সভাতে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের উপস্থিতিতে বঙ্গভঙ্গ রদ করা হয়।
১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা হয়।
২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৬৪ টি সাব সেক্টর ছিল।
বেঙ্গল ফ্যান হলো বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত একটি ভূমিরূপ।
ঢাকায় প্রথম আহসান মঞ্জিলে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বৈদ্যুতিক ঈল, একটি স্কেলবিহীন অ্যামাজনিয়ান মাছ যা একটি পূর্ণ বয়স্ক ঘোড়াকে ছিটকে দেওয়ার মতো শক্তিশালী বৈদ্যুতিক ঝাঁকুনি দিতে পারে।
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সানফ্রান্সিসকোতে।
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস।
BRICS এর পূর্ণরূপ B=Brazil, R=Russia, I=India, C=China, S=South Africa।
BRICS এর পূর্ণরূপ হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। প্রাথমিকভাবে, 2009 সালে মাত্র চারটি দেশ ছিল। দক্ষিণ আফ্রিকা 2010 সালে যোগ দেয়। এটি বিশ্বের পাঁচটি উদীয়মান অর্থনীতির সাথে যুক্ত যা আঞ্চলিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে