x - 6x = 1 হলে 6x2 + x + 1 এর মান কত?
∴ or,
When, When,
যদি x – y = 8 এবং xy = 65 হয়, তবে x3 - y3 - 16 (x – y )2 এর মান কত?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর; যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিড়ে ২ ঘণ্টায় ৭.৫০ কি. মি. দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ৩ ঘণ্টায় ঘাটে ফিরিয়ে আনল। দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল?
প্রমাণ করুন যে, বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান।