জিন কী?
জিন ক্রোমোসোমস্থ DNA-এর অংশ যা বংশগতির আণবিক একক হিসেবে কাজ করে।
Renewable Resource বলতে কী বোঝায়?
Renewable Resource বা নবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তি, যা পুনরায় বা বারবার ব্যবহার করা যায়। ব্যবহারের ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায়। নবায়নযোগ্য শক্তির উৎসগুলো হলো- সৌর শক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, সমুদ্র শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি, সমুদ্র তাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভ‚তাপ শক্তি, জলবিদ্যুৎ, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহারের ঝুঁকি সম্পর্কে লিখুন।
আন্তর্জাতিক আদালত এর সদর দপ্তর কোথায়? এর বিচারকের সংখ্যা কত?
আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডস-এ অবস্থিত। এ আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন (মেয়াদকাল ৯ বছর পর্যন্ত)।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট কবে স্থাপিত হয়েছে? বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতির নাম লিখুন।
১৯৭২ সালের ১৮ ডিসেম্বর। ২৩ তম বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কোন বাহিনীতে কাজ করতেন? তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধকালে শহীদ হন?
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন পাকিস্তান নৌবাহিনীতে কাজ করতেন। তিনি ১০ নম্বর সেক্টরে যুদ্ধকালে শহীদ হন।
কবি জসিমউদ্দীন রচিত দুইটি বিখ্যাত কবিতার নাম লিখুন ।
পল্লি কবি জসীমউদ্দীন রচিত দুটি বিখ্যাত কবিতা ‘কবর’ ও ‘আসমানী’।
কোন কোন কবিতা লেখার কারণে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছেন?
ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬ সেপ্টেম্বর ১৯২২) কবিতাটি প্রকাশিত হলে কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং আনন্দময়ীর আগমনে কবিতার জন্য কাজী নজরুল ইসলামের ১ বছরের জেল হয়।
ইউক্রেন ও ইরানের একটি করে সমুদ্র বন্দরের নাম লিখুন।
ইউক্রেনের বন্দরের না্ম মারিয়োপোল এবং ইরানের বন্দরের নাম বন্দর আব্বাস
বাংলাদেশের জাতীয় বৃক্ষ ও জাতীয় উদ্যানের নাম লিখুন।
বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ এবং জাতীয় উদ্যান হলো সোহরাওয়ার্দী উদ্যান।