বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড || উপসহকারী প্রকৌশলি/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ) (12-08-2023) || 2023

All

সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

ষড়ঋতু

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ষট্ + ঋতু = ষড়ঋতু 

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

অলংকার

Created: 4 weeks ago | Updated: 1 day ago

অলম্ + কার=অলংকার

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

ক্ষুধার্ত

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

ক্ষুধা +ঋত= ক্ষুধার্ত

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

প্রৌঢ়

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

প্র + ঊঢ় = প্রৌঢ়

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

পরীক্ষা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পরি + ঈক্ষা=পরীক্ষা 

এক কথায় প্রকাশ করুনঃ
6.

পূর্বে শোনা যায়নি এমন

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অশ্রুতপূর্ব   -পূর্বে শোনা যায়নি এমন

এক কথায় প্রকাশ করুনঃ
7.

জয়সূচক উৎসব

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

জয়সূচক উৎসব= জয়ন্তী 

এক কথায় প্রকাশ করুনঃ
8.

ভূ-কেন্দ্রের দিকে বস্তুর টান

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

ভূ-কেন্দ্রের দিকে বস্তুর টান -অভিকর্ষ বল

এক কথায় প্রকাশ করুনঃ
9.

সকল অত্যাচার সয় এমন

Created: 4 weeks ago | Updated: 6 hours ago


যে সকল অত্যাচারই সয়ে যায়   -  সর্বংসহা

এক কথায় প্রকাশ করুনঃ
10.

অক্ষির অগোচরে

Created: 4 weeks ago | Updated: 1 week ago

অক্ষির অগোচরে = পরোক্ষ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে

It has been raining cats and dogs since morning

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ছেলেটি গোল্লায় গিয়েছে = The boy has gone to the dogs

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সে সাঁতার কাটতে জানে

= He knows how to swim.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

গরু ঘাস খায়

= Cows eat grass.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

এইমাত্র পাঁচটা বাজলো

= It has just struck five.

Fill in the blanks with appropriate article.
16.

Mr. Smith is ____ European

Created: 4 weeks ago | Updated: 1 week ago

Mr. Smith is A European

Fill in the blanks with appropriate article.
17.

She reached home within half ____ hour.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

She reached home within half an hour.

Fill in the blanks with appropriate article.
18.

Her family live in ___ USA.

Created: 4 weeks ago | Updated: 3 days ago

Her family live in the USA.

Fill in the blanks with appropriate article.
19.

I saw ___ one-eyed man on the street.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I saw a one-eyed man on the street.

Fill in the blanks with appropriate article.
20.

You are ___ Messi, I see.

Created: 4 weeks ago | Updated: 2 days ago

You are a Messi, I see.

২০১৭ সালের ৩০শে অক্টোবরে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে "ডকুমেন্টারি হেরিটেজ" (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। এই ভাষণটি সহ মোট ৭৭ টি গুরুত্বপূর্ণ নথিকে একইসাথে স্বীকৃতি দেওয়া হয়। ইউনেস্কো পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ দলিলকে সংরক্ষিত করে থাকে।

ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল, যাঁরা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন।

মাইকেলমধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ' (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য


কালিয়াকৈর , গাজীপুর

কাজী নজরুল ইসলাম 

Created: 4 weeks ago | Updated: 5 days ago

ইউপিএস এর পূর্ণ নাম হলো Uninterruptible Power Supply বা Uninterruptible Power Source

Created: 4 weeks ago | Updated: 1 week ago

এমএস-ডস (ইংরেজিতে MS-DOS, যা Microsoft Disk Operating System-এর সংক্ষিপ্ত রূপ) মাইক্রোসফট কোম্পানির বাজারকৃত একটি অপারেটিং সিস্টেম

৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ সালের বিশ্বকাপ

State and explain the following laws:
31.

Faraday's law of Electro-magnetic induction

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্র (Farady's Law of Elcetromagnetic Induction): 

চৌম্বক ক্ষেত্রকে ইলেকটিসিটি-তে রূপান্তরের উপর ভিত্তি করে মাইকের ফ্যারাডে দুটি সূত্র উদ্ভাবন করেন। যা ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশের সূত্র নামে পরিচিত।

• প্রথম সূত্র (First Law):- যখন কোন পরিবাহীর সাথে সংযুক্ত ফ্লাক্সের বা বলরেখার মানের পরিবর্তন হয় তখন ঐ পরিবাহীতে e.m.f আবেশিত হয়।

বা, যখন কোন পরিবাহী চুম্বক বলরেখাকে কর্তন করে তখন ঐ পরিবাহীতে e.m.f আবেশিত হয়।

• দ্বিতীয় সূত্র (Second Law):- এ আবেশিত e.m.f সরাসরি ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। 

ফ্যারাডের উপরোক্ত সূত্র দুটিকে একত্রিত করে এভাবে প্রকাশ করা যায়ঃ

কোন পরিবাহীর সাথে যখন সংযুক্ত চুম্বক বল রেখার মানের পরিবর্তন হয় তখন পরিবাহীটিতে e.m.f উৎপন্ন হয়, এ উৎপন্ন e.m.f-এর মান পরিবাহীর সাথে সংযুক্ত চুম্বক বলরেখার (2) পরিবর্তনের হারের সাথে সরাসরি সমানুপাতিক।

State and explain the following laws:
32.

2nd law of Thermodynamics.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র (The Second law of thermodynamics):

 

ক্লসিয়াস দ্বিতীয় সূত্রের যে সংজ্ঞা প্রদান করেন তা নিম্নরূপ: 

“বাইরের কোনো কারকের (Agency) সাহায্য ব্যতিরেকে একটি স্বয়ংক্রিয়  (self-acting) যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব নয়।”

অথবা

”বাইরের কোনো কারক (Agent) কর্তৃক সম্পাদিত কাজ ব্যতিরেকে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ নিজ হতে প্রবাহিত হতে পারে না।" 

লর্ড কেলভিন তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রকে নিম্নলিখিতভাবে বিবৃত করেন:

“পারিপার্শ্বিক শীতলতম বস্তুর উষ্ণতার চেয়েও অধিকতর শীতল করে কোনো জড় বস্তুর সাহায্যে অবিরত কাজ পাওয়া সম্ভব নয়।”

প্লাঙ্ক দ্বিতীয় সূত্রকে নিম্নলিখিত ভাষায় বিবৃত করেন,

“কোনো তাপ উৎস হতে অবিরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে কিন্তু যন্ত্রের কার্যপ্রণালীর কোনরূপ পরিবর্তন ঘটবে না, এরূপ একটি তাপ ইঞ্জিন তৈরি করা অসম্ভব।”

এড্‌সার এর সংজ্ঞা (Edser's definition): "তাপ আপনা-আপনি অধিক তাপমাত্রা হতে কম তাপমাত্রার দিকে প্রবাহিত হয়।"

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ব্লকটির আয়তন

={40×20×10 +20×10×10}

 =10000 cm3

 =0.01 m3

 

  দেওয়া আছে,  ρ=7800 kg/m3

Mass =?

 

আমরা জানি, 

ρ=mV

m=ρ×v

=7800×0.01

=78 kg (ans)

Created: 4 weeks ago | Updated: 3 days ago

প্রবাহীর চাপের প্যাসকেল-এর সূত্রের প্রমাণ (Proof of the Pascal's law of fluid pressure) 

চিত্রঃ এর ন্যায় সমকোণী ত্রিভুজ ABC আকৃতির অতিক্ষুদ্র তরল কণা বিবেচনা করি।

ধরি,

Px = তরল কণার উপর অনুভূমিক চাপের তীব্রতা,

Py = তরল কণার উপর উল্লম্ব চাপের তীব্রতা,

Pz = তরল কণার উপর কৌণিক চাপের তীব্রতা এবং

θ = কৌণিক তরল কণার কোণের পরিমাণ ।

এখন,

তরলের উল্লম্ব তল, AC-এর উপর চাপ, Px=Px×AC .............….….... (i) 

তরলের অনুভূমিক তল, BC-এর উপর চাপ, Py=Py×BC ...........…... (ii) 

এবং অনুরূপভাবে, কৌণিক তল, AB-এর উপর চাপ, Pz=Pz×AB...… (iii) 

যেহেতু, তরল কণা স্থির অবস্থায় আছে, তাই তরলের চাপের আনুভূমিক এবং উল্লম্ব উপাংশের যোগফল অবশ্যই শূন্য হবে।

বলগুলোকে আনুভূমিকভাবে বিশ্লেষণ করে—

Pz×sinθ=PX

বা, Pz×AB×sinθ=Px×AC [(i) ও (iii) হতে মান বসিয়ে]

চিত্রের জ্যামিতি থেকে আমরা পাই,

AB×sinθ=AC

Pz×AC=Px×AC বা, Pz=Px   ........... (iv)  

 

এখন বলগুলোকে উল্লম্বভাবে বিশ্লেষণ করে -

Pz=cosθ=Py-W [যেখানে, W = তরল কণার ওজন]

যেহেতু আমরা অতি ক্ষুদ্র ত্রিভুজাকার তরল কণা বিবেচনা করছি, তাই এর ওজন নগণ্য বিবেচনা করি-

Pz=cosθ=Py

বা, Pz×B×cosθ=Py×BC

চিত্রের জ্যামিতি থেকে আমরা পাই-

AB×cosθ=BC

Pz×BC=Py×BC

বা, Pz=Py   ........... (v)  

এখন সমীকরণ (iv) ও (v) থেকে আমরা পাই, Px=Py=Pz 

এভাবে, স্থির প্রবাহীর অভ্যন্তরে যেকোন বিন্দুতে চাপের তীব্রতা সকল দিকে সমান।

Write the full form of the following abbreviations (in term of engineering) .
37.

NPSH

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

NPSH  : Net Positive Suction Head

Write the full form of the following abbreviations (in term of engineering) .
38.

PLC

Created: 4 weeks ago | Updated: 2 days ago

PLC  : programmable logic controller

Write the full form of the following abbreviations (in term of engineering) .
39.

KVL

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

KVL : Kirchhoff's voltage law

Write the full form of the following abbreviations (in term of engineering) .
40.

GPS

Created: 4 weeks ago | Updated: 1 day ago

GPS : Global Positioning System

আমরা জানি, 

BHP=2πNT60

 =2π×1500×100×10-360

=15.71kW

=15.710.746HP 

=21.058HP (ans)

আবার, 

ηmech=BHPIHP

বা, IHP=21.0580.75

সুতরাং IHP=28.077HP (ans)

দেওয়া আছে,

 T=100N-m

     =100×10-3kN-m

N=1500rpm

ηmech=75%

 

BHP=?

IHP=

Related Sub Categories