'আমদানি' কোন ভাষা থেকে আগত শব্দ?
আমদানি ফারসি ভাষা থেকে আগত।
'বারবার কামান গর্জে উঠল' |এখানে বারবার কি অর্থে ব্যবহৃত হয়েছে?
‘বারবার কামান গর্জে উঠল।’ এখানে বারবার পৌনঃপুনিকতা অর্থে ব্যবহৃত হয়েছে ।
চর্যাপদের রচনা শুরু হয় কোন রাজবংশের আমলে?
চর্যাপদের রচনা শুরু হয় রাজবংশের পাল আমলে।
বেহুলা, লখিন্দর চরিত্র দু'টি কোন সাহিত্যে পাওয়া যায়?
বেহুলা, লখিন্দর চরিত্র দু'টি মনসামঙ্গল সাহিত্যে পাওয়া যায়।
'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী' উক্তিটির লেখক কে?
'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী' উক্তিটির লেখক আব্দুল হাকিম।
বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?
বিশ্বভারতীপ্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য
কাজী নজবুল ইসলাম রচিত প্রথম গল্পের নাম কি?
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম গল্পের নাম বাউন্ডেলের আত্মকাহিনী
গবেষণা
গবেষণা = গো + এষণা
পদ্ধতি
পদ্ধতি = পদ + হতি
প্রত্যূষ
প্রত্যূষ = প্রতি + ঊষ
আচ্ছাদন
আচ্ছাদন = আ + ছাদন
গুনবতি
গুনবতি = গুণবতী
মুমুর্ষু
মুমূর্ষু = মুমূর্ষু
ভূমিষ্ট
ভূমিষ্ট = ভূমিষ্ঠ
জিগিশা
জিগিশা = জিগীষা
খেয়াঘাট
খেয়াঘাট = খেয়ার ঘাট (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
গজনীরাজ
গজনীরাজ = গজনীর রাজা (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
নিখুঁত
নিখুঁত = নেই খুঁত (নঞ তৎপুরুষ সমাস)
দর্শনমাত্র
দর্শনমাত্র = কেবল দর্শন (নিত্য সমাস)
উজানের কই
উজানের কই (সহজলভ্য): পরীক্ষায় ভালো ফল কি উজানের কই যে চাইলেই পাওয়া যায়।
অতি দর্পে হত লঙ্কা
অতি দর্পে হত লঙ্কা (অহংকারে পতন): শক্তির বড়াই করা ভালো নয়, কথায় আছে অতি দর্পে হত লঙ্কা।
আজ চাঁদ উঠেছে। (নেতিবাচক)
আজ চাঁদ উঠেছে। (নেতিবাচক)
= আজ চাঁদ ঢাকা পড়েনি
বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল-আউট করা। (জটিল)
বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল-আউট করা। (জটিল)
= ইংল্যান্ড দলকে অল-আউট করা যেটা বাংলাদেশ দলের লক্ষ্য।
সত্য প্রমাণ হোক।
সত্য প্রমাণ হোক= সত্য প্রমাণিত হোক
একটি গোপন কথা বলি।
একটি গোপন কথা বলি = একটি গোপনীয় কথা বলি