বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত এবং মুক্তিযুদ্ধের অগ্রদূত ছিলেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নেতা হিসেবে প্রমিন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তিনি মানুষের স্বাধীনতা এবং সামাজিক ন্যায়ের লড়াইয়ে একজন দীর্ঘদিনের সংগ্রামী ছিলেন।
বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় গাইডলাইন স্থাপন করেন এবং মানুষের একত্রীকরণ প্রসারিত করেন। তার বিশেষ কাজের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কাজ করা, এবং দুর্বল এবং শিক্ষাহীন মানুষের সাথে দিনের স্থান পেয়েছে।
তার গণরক্ষা প্রথমেই মুক্তিযুদ্ধের জটিল পরিস্থিতিতে আনুমানিক ৩ মিলিয়ন মানুষের মৃত্যু এবং অসংখ্য সাক্ষরিক ও সাংস্কৃতিক হত্যা থেকে রক্ষা করেন। তার বিশেষ যোগ্যতা ছিল লোকের মাঝে একত্রীকরণ এবং জাতীয় ইতিহাসের স্থায়িতা সৃষ্টি করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার মুক্তিযুদ্ধের যোগদান ও স্বাধীনতা সংগ্রামের অবিসর্গ প্রতীক্ষা করা হচ্ছে।
"Electricity for all" is a crucial goal in today's world. Access to electricity is not just a matter of convenience; it's a fundamental necessity for economic development, education, healthcare, and overall well-being. Unfortunately, millions of people around the globe still lack access to reliable electricity sources, especially in remote and underserved areas.
To achieve the vision of "Electricity for all," governments, NGOs, and the private sector must work collaboratively. This effort involves investing in infrastructure, expanding the grid, and promoting renewable energy sources. It also entails adopting innovative solutions like microgrids and off-grid solar systems to reach remote communities. Ensuring affordability and sustainability is essential to bridge the electricity gap and uplift lives.
"Electricity for all" is not just about connecting wires; it's about empowering communities, improving living conditions, and fostering economic growth. By addressing this issue comprehensively and inclusively, we can make a significant stride towards a more equitable and prosperous world.
৪ টি ঘোড়া ৬ দিন ছোলা খায় ৪৮ কেজি
১ টি ঘোড়া ১ দিনে ছোলা খায় ৪৮÷(৪×৬) = ২ কেজি
৮ টি ঘোড়া ৯ দিনে ছোলা খায় ২×৮×৯= ১৪৪ কেজি
৯৮ – ৯ = ৮৯
৮৯ – ৭ = ৮২
৮২ – ৫ = ৭৭
৭৭ – ৩ = ৭৪
উত্তর ঃ ৭৪
কোন ভেদে ত্রিভুজ ৩ প্রকার।
১. স্থুলকোণী
২. সূক্ষ্মকোণী
৩. সমকোণী
ত্রিভুজের দুইটি কোন যথাক্রমে ৫৪ ও ৩৬ ডিগ্রী।
অতএব তৃতীয় কোন = ১৮০-৫৪-৩৬= ৯০ ডিগ্রী
ইহা একটি সমকোণী ত্রিভুজ।
৩, ৫, ৬, ১২ এর ল.সা.গু. = ৬০
অতএব, ৬০ মিনিট পর ঘন্টা গুলো আবার একত্রে বাজবে ।
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দেয়, তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়।
আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি এবং বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হল নারায়ণগঞ্জ।
He does not know how to swim.
MRT = Mass Rapid Transport
UNESCO = United Nations Educational, Scientific, and Cultural Organization
ADB = Asian Development Bank
WHO = World Health Organization
SDG = Sustainable Development Goals
ব্রিকস জোটের নতুন আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলোর সদস্যপদ ২০২৪ এর জানুয়ারি থেকে কার্যকর হবে। ব্রিকস জোটের বর্তমান সদস্যরা হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
৪ টি । যথা -
সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদের বুকে সফলভাবে নভোযান অবতরণ করিয়েছে। এখন তাদের সঙ্গে চতুর্থ দেশ হিসেবে যোগ হয়েছে ভারতের নাম।
৩০ দিনে বাতির মোট ব্যয়িত এনার্জি = ৩০ ৪০ ১০ = ১২০০ ওয়াট-আওয়ার
= ১২০০/১০০০ কিলোওয়াট- আওয়ার
= ১.২ কিলোওয়াট- আওয়ার ।
আর্থিং করার কারনঃ
১. কোনো কারনে ইকুইপমেন্টের বডিতে আগত অনাকাঙ্খিত কারেন্ট নিরাপদে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়া।
২. সার্কিটকে সার্জ ভোল্টেজের থেকে বাচানো।
৩. অনাকাঙ্খিত কারেন্ট বা সার্জ ভোল্টেজের থেকে ইকুইপমেন্টকে রক্ষা করা।
৪. ইকুইপমেন্ট এর স্পর্শে আসলে মানুষকে যাতে শক না করে।
ব্যবহৃত পিপিই এর নামঃ
১. সেফটি সু ২. সেফটি বেল্ট ৩. গামবোট ৪. হেলমেট ৫. অ্যাপ্রন ৬. গগলস ৭. নিয়ন টেস্টার ৮. হ্যান্ড গ্লোবস ৯. মাস্ক ১০. হ্যান্ড শিল্ড ইত্যাদি
জ্বালানি মধ্যে রয়েছে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। আর নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয় জলবিদ্যুৎ। এছাড়াও পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে অনেক দেশে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা , হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবীনকরনযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
ট্রান্সফরমার হচ্ছে একটি ইলেক্ট্রিক্যাল ডিভাইস যা বৈদ্যুতিক শক্তিকে একটি সার্কিট হতে অন্য সার্কিটে পাঠায় ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যেমে।
একটি ট্রান্সফরমার বেশ কয়েকটি বিভিন্ন অংশ দিয়ে তৈরি যা একটি ট্রান্সফরমারের সামগ্রিক কার্যকারিতা উন্নত করতে তাদের নিজস্ব বিভিন্ন উপায়ে কাজ করে। এর মধ্যে রয়েছে কোর, উইন্ডিংস, অন্তরক উপকরণ, ট্রান্সফরমার তেল, ট্যাপ চেঞ্জার, কনজারভেটর, শ্বাসযন্ত্র, কুলিং টিউব, বুখোলজ রিলে এবং বিস্ফোরণ ভেন্ট।
১. বাসবার ২. ট্রান্সফরমার ৩. সার্কিট ব্রেকার ৪. আইসোলেটর ৫. রিলে ৬. সিটি ৭. পিটি ৮. পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার ৯. লাইটনিং এরেস্টার ১০. আর্থিং ইত্যাদি
১। জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করে আর মোটর বিদ্যুৎ গ্রহন করে।
২। জেনারেটর যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে আর মোটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করে