পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)|| কারিগরী সহায়ক (25-08-2023) || 2023

All

৩০ দিনে বাতির মোট ব্যয়িত এনার্জি = ৩০ × ৪০ × ১০ = ১২০০ ওয়াট-আওয়ার

                                                                                    = ১২০০/১০০০ কিলোওয়াট- আওয়ার

                                                                                    = ১.২ কিলোওয়াট- আওয়ার ।

আর্থিং করার কারনঃ

১. কোনো কারনে ইকুইপমেন্টের বডিতে আগত অনাকাঙ্খিত কারেন্ট নিরাপদে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়া। 

২. সার্কিটকে সার্জ ভোল্টেজের থেকে বাচানো।

৩. অনাকাঙ্খিত কারেন্ট বা সার্জ ভোল্টেজের থেকে ইকুইপমেন্টকে রক্ষা করা।

৪.  ইকুইপমেন্ট এর স্পর্শে আসলে মানুষকে যাতে শক না করে।

 

 

ব্যবহৃত পিপিই এর নামঃ

১. সেফটি সু ২. সেফটি বেল্ট ৩. গামবোট ৪. হেলমেট ৫. অ্যাপ্রন ৬. গগলস ৭. নিয়ন টেস্টার ৮. হ্যান্ড গ্লোবস ৯. মাস্ক ১০. হ্যান্ড শিল্ড ইত্যাদি

জ্বালানি মধ্যে রয়েছে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। আর নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয় জলবিদ্যুৎ। এছাড়াও পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে অনেক দেশে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। 

বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা , হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবীনকরনযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। 

ট্রান্সফরমার হচ্ছে একটি ইলেক্ট্রিক্যাল ডিভাইস যা বৈদ্যুতিক শক্তিকে একটি সার্কিট হতে অন্য সার্কিটে পাঠায় ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যেমে। 

একটি ট্রান্সফরমার বেশ কয়েকটি বিভিন্ন অংশ দিয়ে তৈরি যা একটি ট্রান্সফরমারের সামগ্রিক কার্যকারিতা উন্নত করতে তাদের নিজস্ব বিভিন্ন উপায়ে কাজ করে। এর মধ্যে রয়েছে কোর, উইন্ডিংস, অন্তরক উপকরণ, ট্রান্সফরমার তেল, ট্যাপ চেঞ্জার, কনজারভেটর, শ্বাসযন্ত্র, কুলিং টিউব, বুখোলজ রিলে এবং বিস্ফোরণ ভেন্ট।

১. বাসবার ২. ট্রান্সফরমার ৩. সার্কিট ব্রেকার ৪. আইসোলেটর ৫. রিলে ৬. সিটি ৭. পিটি ৮. পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার ৯. লাইটনিং এরেস্টার ১০. আর্থিং ইত্যাদি

১। জেনারেটর বিদ্যুৎ উৎপন্ন করে আর মোটর বিদ্যুৎ গ্রহন করে। 

২। জেনারেটর যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে আর মোটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করে

Related Sub Categories