স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না।
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল কালামের এই উদ্ধৃতিটি একটি স্বপ্ন কতটা শক্তিশালী হতে পারে এবং তা আমাদের জীবনে কী রকম প্রভাব ফেলে সে সম্পর্কে মনে করিয়ে দেয়। আব্দুল কালামের মতে, একটি স্বপ্ন শুধু ঘুমের সময় অনুভব করা একটি ক্ষণস্থায়ী চিন্তা বা দৃষ্টি নয়, বরং তা এমন কিছু যা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে গঠন করার ক্ষমতা রাখে।
কালামের মতে, একটি সত্যিকারের স্বপ্ন এমন কিছু যা আমাদের অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে, আর ঘুম থেকে জেগে উঠলে এটি আমাদের সাথে রয়ে যায়। এটি যেসব বিষয়ে আমরা উত্সাহী সেই লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমাদের বিশ্রাম দেয় না। একটি স্বপ্ন - যার এই ধরনের শক্তি আছে, সেটা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, সেই সাথে আমাদের ভবিষ্যতকে ইতিবাচক রূপ দিতে পারে।
সামগ্রিকভাবে, এই উদ্ধৃতিটি আমাদের আবেগকে অনুসরণ করার এবং আমাদের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে - এমন স্বপ্নগুলিকে ধরে রাখার জন্য একটি উদাহরণ। শুধু তা-ই নয়, এটি আমাদেরকে একটি কর্মময় জীবনের দিকে আহবান করে, আমাদের লক্ষ্যের দিকে কাজ করার জন্য উৎসাহ দেয়, আর, আমরা যেন এমন কাজ করি যাতে করে আমাদের স্বপ্নগুলি পূর্ণ হয় সেই দিকে আমাদের নিয়ে যায়। আমাদের মনে রাখতে হবে যে, কোন কাজ যতই কঠিন মনে হোক না কেন, আমাদের মাঝে কোনক্রমেই ‘হাল ছেড়ে দেওয়ার’ মানসিকতা গড়তে দেওয়া যাবে না।
হিংস্র ঊর্মি ফণা তুলি, বিভীষিকা-মূর্তি ধরি যদি গ্রাসিবারে আসে, সে মৃত্যু লঙ্ঘিয়া যাব সিন্ধুপারে নবজীবনের নবীন আশ্বাসে।
বিধী লঙ্ঘন হয়েছে
বিধি লঙ্ঘন হয়েছে।
= বিধি লঙ্ঘিত হয়েছে
ঝর্ণা ! ঝর্ণা ! সুন্দরী ঝর্ণা !
ঝর্না ঝর্না সুন্দরী ঝর্না ।
= ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!
তাহারা সকলেই রাস্তা দিয়ে এলো
আমি রবিন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী পড়েছি।
আমি রবিন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী পড়েছি।
= আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতান্জলি পড়েছি
তারা শব পোড়াইতে গেল
তারা শব পোড়াইতে গেল। = তারা শবদাহ করতে গেল।
আমার বড় দুরাবস্তা
আমার বড় দুরাবস্থা = আমার বড় দুরবস্থা
মস্তকের আচ্ছাদন
মস্তকের আচ্ছাদন এক কথায় প্রকাশ মাথাল
যা বলা হয়নি।
যা বলা হয়নি = অনুক্ত
বৃষ্টির জল ।
বৃষ্টির জল = শীকর
ফেলে দেওয়ার যোগ্য
ফেলে দেওয়ার যোগ্য = ফেলনা
ভ্রমরের শব্দ
ভ্রমরের শব্দ= গুঞ্জন
অনুসরণ করে যে
অনুসরণ করে যে = অনুসারী।
আজকাল সব জিনিসই দুর্লভ।
জ্ঞানপাপীকে সকলেই ঘৃণা করে।
সত্য কথা না বলে বিপদে পড়েছ।
মরতে না চাইলে দলিলে সই কর।
যে দরিদ্র, তাকে সাহায্য কর।
সে বললো , "আমার ভাই আজই ঢাকা যাচ্ছে"
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি করে গীতিনাট্য ও নৃত্যনাট্য এর নাম উল্লেখ করুন।
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন সালে প্রকাশিত হয়। এটি কোন কাবা হচ্ছেন অন্তর্গত?
'জীবন কথা' ও 'উপদেশ' এর রচয়িতার নাম লিখুন ।
আগুনের মেঘে-এর লেখক কে? এটি কোন ধরনের রচনা?
কাজী মোতাহার হোসেন এর প্রথম ও বিখ্যাত প্রবন্ধ সংকলন কোনটি? এটি কত সালে প্রকাশিত হয়।
জহির রায়হান কোন সাহিত্য কর্মের জন্য আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। তার বিখ্যাত গল্পগ্রন্থের নাম লিখুন।
ড. মুহম্মদ শহীদুল্লাহ এর দুইটি শিশুতোষ গ্রন্থের নাম লিখুন।
শ্রীকলা কোন ধরনের উপন্যাস? ঢাকা বিশ্ববিদ্যালয় শরত্তন্ত্র চট্টোপাধ্যায়কে কোন উপাধিতে ভূষিত করে।
কবি জসীমউদদীন ও কবি জীবনানন্দ দাশ এর সাহিত্যের সাথে জড়িত একটি করে নদীর নাম লিখুন ।
আলাউদ্দিন আল আজাদ এবং মুনীর চৌধুরী এর প্রথম নাটক কী কী ?
মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তার রচিত কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক।
জগন্নাথ কলেজে থাকাকালীন সময়ে ১৯৫৮ সালে প্রকাশিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের প্রথম নাটক "মরক্কোর জাদুকর"।
Intellectual imperialism
National unity for national dignity.
যত গর্জে তত বর্ষে না।
যত গর্জে তত বর্ষে না।
= Empty vessels sound much
আমি স্কুলে যাবার পূর্বে পড়া শিখেছিলাম
আমি স্কুলে যাবার পূর্বে পড়া শিখেছিলাম
= had learnt lesson before I went to school.
পাখিরা কিচিরমিচির করছে।
পাখিরা কিচিরমিচির করছে।
= Birds twitter at dawn
ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট।
ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট
= The room is much too small for us.
আর ঘুমিও না।
অলসতা দারিদ্রের কারণ।
অলসতা দারিদ্রের কারন / লক্ষণ।
= Indolence is the mother of poverty.
She explained me the matter.
Writing of letter is an art.
His hairs are gray.
I asked him who he was calling.
She has very little friends.
These suits are like.
Antagonist
Judicious
Denial
Zenith
Asylum
Nuptial
Cattle (to be) grazing in the field.
The boy (to bit) by a mad dog yesterday.
I could have finished the work yesterday if you (remind) me.
I heard him (to say) so.
I am sorry (shout) at you yesterday.
He ran fast lest he (shall) miss the train.
Mention the name of a tragedy written by Shakespeare ?
Who is the greatest modern English dramatist?
Who is the author of the book "Crime and Punishment"?
Which period is the oldest period of English literature ?
"If winter comes, can spring be far behind?" was written by whom?
What is a 'sonnet'?
What is 'Parody'?
Who wrote "All the perfumes of Arabia will not sweeten this little hand"?
Who is the father of English literature ?
Geoffrey Chaucer who contributed ample to the development of English literature during the age of Chaucer is called the father of English literature
Who are the famous poets of the age of Romanticism?
প্রমাণ করুন যে, বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
যদি হয়, তবে প্রমাণ করুন যে,
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ
Second track diplomacy কী?
যখন দুটি রাষ্ট্রের কূটনীবিদরা সমঝােতা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তখন ঐ রাষ্ট্রগুলাের প্রধানরা নিজেদের মধ্যে আলাপ আলােচনা করে তাকে Second Track Diplomacy বলে।
Second Track Diplomacy বলতে এমন এক শ্রেণির কূটনীতিকে নির্দেশ করে যারা প্রতি অর্থে কূটনীতি নয়। এ শ্রেণির কূটনীতিক বর্গ তাদের কার্যাবলির অন্তর্ভুক্ত নয় কিন্তু সেসকল কার্যক্রম পরিচালনা করে থ ক। কখনাে কখনাে তাদের দপ্তরে আবার কখনাে কখনাে দপ্তরের বাইরে এসে তাদের কার্যক্রম সম্পাদন করে থাকে। Second Track Diplomacy প্রথম বা Track I Diplomacy এর কাজে সহায়তা করে থাকে। তাই বলে Second Track Diplomacy প্রথম বা Track I এর সহযােগী নয়। এ শ্রেণির কূটনীতিকগণ সংঘর্ষ নিবারণের জন্য বিভিন্নভাবে তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
BRICS এর পূর্ণরূপ কী? এর নতুন সদস্য রাষ্ট্রসমূহ কী?
BRICS এর পূর্ণরূপ An acronym for Brazil, Russia, India, China, South Africa
সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর এবং ইথিওপিয়াকে BRICS এর নতুন সদস্য রাষ্ট্র।
Veto কোন ভাষার শব্দ? এর অর্থ কী?
ভেটো শব্দটি ল্যাটিন ভাষা থেকে আগত , যার অর্থ হচ্ছে আমি মানি না।
জাতিসংঘ কয়টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) নির্ধারণ করেছে? যে-কোনো দুইটি উল্লেখ করুন।
জাতিসংঘ ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) নির্ধারণ করেছে।
টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্যগুলো হলোঃ
১. দারিদ্র্য নির্মূল;
২. ক্ষুধামুক্তি;
৩. সুস্বাস্থ্য;
৪. মানসম্পন্ন শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি;
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. বৈষম্য হ্রাস;
১১. টেকসই শহর ও জনগণ;
১২. পরিমিত ভোগ;
১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ;
১৪. পানির নিচে প্রাণ;
১৫. স্থলভাগের জীবন;
১৬. শান্তি ও ন্যায়বিচার এবং
১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।
কোনো সংবিধান বা সংসদ নেই এমন একটি মুসলিম দেশ ও তার একটি সমূদ্র বন্দরের নাম লিখুন।
সৌদি আরব এবং কিং আব্দুল আজিজ বন্দর সৌদি আরবের দাম্মাম শহরের একটি বন্দর।
নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভূক্ত ছিল?
প্রাচীন কালে বাংলায় যে কয়েকটি জনপদের নাম শোনা যায় তাদের মধ্যে অন্যতম হলো সমতট। বর্তমান নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল এর অংশ বিশেষ ছিল।
ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন কে? এই আন্দোলনের সারকথা কী?
শিক্ষা, সংস্কৃতি, চাকরি, জমিদারি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের শিকার মুসলমানদের আত্মসচেতনতা সৃষ্টি ও ধর্মীয় বিষয়গুলো ঠিকমতো পালন করানোর লক্ষ্যে হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন শুরু করেন।
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ও কয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয়?
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট সাব - সেক্টর ছিল ৬৪ টি। সারাদেশ মুক্তিযুদ্ধ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ১১ এপ্রিল, ১৯৭১ সালে সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব - সেক্টরে ভাগ করা হয়।
উল্লেখ্য, ১১ টি সেক্টরে মোট সেক্টর কমান্ডার ছিলেন ১৭ জন।
বাংলাদেশে বর্তমানে কয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে? এদের মধ্যে কোন নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
বাংলাদেশে বর্তমানে ৪৫ টি নৃ - গোষ্ঠী বসবাস করে। এর মধ্যে একমাত্র পাঙন উপজাতিদের ধর্ম ইসলাম
বাংলাদেশের সংবিধানের দুইটি বৈশিষ্ট্য লিখুন।
বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য
১. লিখিত দলিল: বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। এর ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। এটি ১১টি ভাগে বিভক্ত। এর একটি প্রস্তাবনাসহ চারটি তফসিল রয়েছে।
২. দুষ্পরিবর্তনীয়: বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। কারণ, এর কোনো নিয়ম পরিবর্তন বা সংশোধন করতে জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির প্রয়োজন হয়।
৩. রাষ্ট্র পরিচালনার মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব মূলনীতির দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়ে বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করে।
৪. মৌলিক অধিকার: সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কী কী অধিকার ভোগ করতে পারব তা সংবিধানে উল্লেখ থাকায় এগুলোর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।
৫. সর্বজনীন ভোটাধিকার: বাংলাদেশের সংবিধানের সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়েছে। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে ১৮ বছর বয়সের এ দেশের সকল নাগরিক ভোটাধিকার লাভ করেছে।
৬. প্রজাতান্ত্রিক: সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতন্ত্রিক রাষ্ট্র। এখানে সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের পক্ষে নির্বাচিত প্রতিনিধিগণ ক্ষমতা পরিচালনা করবেন।
৭. সংসদীয় সরকার: বাংলাদেশের সংবিধানে সংসদীয়শাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে শাসনকার্য পরিচালনার ভার অর্পণ করা হয়। মন্ত্রি পরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে।
৮. এককেন্দ্রিক রাষ্ট্র: বাংলাদেশ এককেন্দ্রিক রাষ্ট্র। এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো কোনো অঙ্গরাজ্য বা প্রাদেশিক সরকার নেই। জাতীয় পর্যায়ে একটিমাত্র কেন্দ্রীয় সরকার দ্বারা সমগ্র দেশ পরিচালিত হয়।
৯. আইনসভা: বাংলাদেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট। এটি সার্বভেৌম আইন প্রণয়নকারী সংস্থা। এর নাম জাতীয় সংসদ। বর্তমানের জাতীয় সংসদ ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত। সংসদের মেয়াদ ৫ বছর।
১০. সর্বোচ্চ আইন: বাংলাদেশে্র সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কারণ বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সে ক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। অর্থাৎ যদি কোনো আইন সংবিধানের সাথে সামঞ্জস্যহীন হয়, তাহলে ঐ আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততোখানি বাতিল হয়ে যাবে।