বাংলাদেশ সুপ্রিম কোর্ট || হাইকোর্ট বিভাগ || প্রটোকল অফিসার (25-08-2023) || 2023

All

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল কালামের এই উদ্ধৃতিটি একটি স্বপ্ন কতটা শক্তিশালী হতে পারে এবং তা আমাদের জীবনে কী রকম প্রভাব ফেলে সে সম্পর্কে মনে করিয়ে দেয়। আব্দুল কালামের মতে, একটি স্বপ্ন শুধু ঘুমের সময় অনুভব করা একটি ক্ষণস্থায়ী চিন্তা বা দৃষ্টি নয়, বরং তা এমন কিছু যা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে গঠন করার ক্ষমতা রাখে।

কালামের মতে, একটি সত্যিকারের স্বপ্ন এমন কিছু যা আমাদের অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে, আর ঘুম থেকে জেগে উঠলে এটি আমাদের সাথে রয়ে যায়। এটি যেসব বিষয়ে আমরা উত্সাহী সেই লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমাদের বিশ্রাম দেয় না। একটি স্বপ্ন - যার এই ধরনের শক্তি আছে, সেটা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, সেই সাথে আমাদের ভবিষ্যতকে ইতিবাচক রূপ দিতে পারে।

সামগ্রিকভাবে, এই উদ্ধৃতিটি আমাদের আবেগকে অনুসরণ করার এবং আমাদের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে - এমন স্বপ্নগুলিকে ধরে রাখার জন্য একটি উদাহরণ। শুধু তা-ই নয়, এটি আমাদেরকে একটি কর্মময় জীবনের দিকে আহবান করে, আমাদের লক্ষ্যের দিকে কাজ করার জন্য উৎসাহ দেয়, আর, আমরা যেন এমন কাজ করি যাতে করে আমাদের স্বপ্নগুলি পূর্ণ হয় সেই দিকে আমাদের নিয়ে যায়। আমাদের মনে রাখতে হবে যে, কোন কাজ যতই কঠিন মনে হোক না কেন, আমাদের মাঝে কোনক্রমেই ‘হাল ছেড়ে দেওয়ার’ মানসিকতা গড়তে দেওয়া যাবে না।

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
4.

বিধী লঙ্ঘন হয়েছে

Created: 8 months ago | Updated: 14 hours ago

বিধি লঙ্ঘন হয়েছে। 

= বিধি লঙ্ঘিত হয়েছে

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
5.

ঝর্ণা ! ঝর্ণা ! সুন্দরী ঝর্ণা !

Created: 8 months ago | Updated: 8 hours ago

ঝর্না ঝর্না সুন্দরী ঝর্না । 

= ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
6.

তাহারা সকলেই রাস্তা দিয়ে এলো

Created: 8 months ago | Updated: 9 hours ago
বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
7.

আমি রবিন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী পড়েছি।

Created: 8 months ago | Updated: 3 days ago

আমি রবিন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী পড়েছি।

= আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতান্জলি পড়েছি

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
8.

তারা শব পোড়াইতে গেল

Created: 8 months ago | Updated: 8 hours ago

তারা শব পোড়াইতে গেল। = তারা শবদাহ করতে গেল। 

বাক্য শুদ্ধ করে লিখুনঃ (যে-কোনো ৫টি)
9.

আমার বড় দুরাবস্তা

Created: 8 months ago | Updated: 11 hours ago

আমার বড় দুরাবস্থা = আমার বড় দুরবস্থা

এক কথায় প্রকাশ করুনঃ (যে-কোনো ৫টি)
10.

মস্তকের আচ্ছাদন

Created: 8 months ago | Updated: 1 day ago

মস্তকের আচ্ছাদন এক কথায় প্রকাশ মাথাল 

এক কথায় প্রকাশ করুনঃ (যে-কোনো ৫টি)
11.

যা বলা হয়নি।

Created: 8 months ago | Updated: 14 hours ago

যা বলা হয়নি =  অনুক্ত

এক কথায় প্রকাশ করুনঃ (যে-কোনো ৫টি)
12.

বৃষ্টির জল ।

Created: 8 months ago | Updated: 11 hours ago

বৃষ্টির জল = শীকর

এক কথায় প্রকাশ করুনঃ (যে-কোনো ৫টি)
13.

ফেলে দেওয়ার যোগ্য

Created: 8 months ago | Updated: 9 hours ago

ফেলে দেওয়ার যোগ্য =  ফেলনা

এক কথায় প্রকাশ করুনঃ (যে-কোনো ৫টি)
14.

ভ্রমরের শব্দ

Created: 8 months ago | Updated: 8 hours ago

ভ্রমরের শব্দ= গুঞ্জন 

এক কথায় প্রকাশ করুনঃ (যে-কোনো ৫টি)
15.

অনুসরণ করে যে

Created: 8 months ago | Updated: 1 day ago

অনুসরণ করে যে = অনুসারী।

নিম্নের বাক্যগুলো বন্ধনীতে প্রদত্ত নির্দেশানুসারে রূপান্তর করুন (যে-কোনো ৫টি)
16.

আজকাল সব জিনিসই দুর্লভ।

Created: 8 months ago | Updated: 2 days ago
নিম্নের বাক্যগুলো বন্ধনীতে প্রদত্ত নির্দেশানুসারে রূপান্তর করুন (যে-কোনো ৫টি)
17.

জ্ঞানপাপীকে সকলেই ঘৃণা করে।

Created: 8 months ago | Updated: 1 day ago
নিম্নের বাক্যগুলো বন্ধনীতে প্রদত্ত নির্দেশানুসারে রূপান্তর করুন (যে-কোনো ৫টি)
18.

সত্য কথা না বলে বিপদে পড়েছ।

Created: 8 months ago | Updated: 10 hours ago
নিম্নের বাক্যগুলো বন্ধনীতে প্রদত্ত নির্দেশানুসারে রূপান্তর করুন (যে-কোনো ৫টি)
19.

মরতে না চাইলে দলিলে সই কর।

Created: 8 months ago | Updated: 7 hours ago
নিম্নের বাক্যগুলো বন্ধনীতে প্রদত্ত নির্দেশানুসারে রূপান্তর করুন (যে-কোনো ৫টি)
20.

যে দরিদ্র, তাকে সাহায্য কর।

Created: 8 months ago | Updated: 1 day ago
নিম্নের বাক্যগুলো বন্ধনীতে প্রদত্ত নির্দেশানুসারে রূপান্তর করুন (যে-কোনো ৫টি)
21.

সে বললো , "আমার ভাই আজই ঢাকা যাচ্ছে"

Created: 8 months ago | Updated: 1 day ago
নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিনঃ
24.

'জীবন কথা' ও 'উপদেশ' এর রচয়িতার নাম লিখুন ।

Created: 8 months ago | Updated: 11 hours ago
নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিনঃ
25.

আগুনের মেঘে-এর লেখক কে? এটি কোন ধরনের রচনা?

Created: 8 months ago | Updated: 7 hours ago
Created: 8 months ago | Updated: 1 day ago
Created: 8 months ago | Updated: 1 day ago

মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তার রচিত কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক

জগন্নাথ কলেজে থাকাকালীন সময়ে ১৯৫৮ সালে প্রকাশিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের প্রথম নাটক "মরক্কোর জাদুকর"।

Related Sub Categories