কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রের বয়সের গড় কত?
সরল মুনাফায় কোনো মূলধন ৩ বছরে মুনাফা-মূলে ১১,০০০ টাকা হয়। মুনাফা পূর্বোক্ত মূলধনের তিন অষ্টমাংশ হলে মূলধন ও মুনাফার হার নির্ণয় করুন।
প্রমাণ করুন যে, বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
যদি x+1x=4 হয়, তবে প্রমাণ করুন যে, x4+1x4=194
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x2-x-a2+5a+6