Created: 4 weeks ago | Updated: 6 hours ago

SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে ।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বিশ্বের দুঃস্থ মানবতার সেবার লক্ষ্যে ১৮৬৩ সালে রেডক্রস বা রেডক্রিসেন্ট (১৮৮৩) গঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট। রেডক্রসের সদর দপ্তর, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন।

আলফ্রেড বের্নহার্ড নোবেল ( জন্মঃ ২১ অক্টোবর, ১৮৩৩ - মৃত্যুঃ ১০ ডিসেম্বর, ১৮৯৬) একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়েও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন।

বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট।

মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করা।

সংক্ষেপে উত্তর দিন:
5.

“সঞ্চয়িতা” কোন কবির সংকলন?

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সংকলন সঞ্চয়িতা। এ কাব্যগ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এর কবিতাগুলো কালানুক্রমে সজ্জিত। প্রথমে সন্ধ্যাসংগীত কাব্যগ্রন্থ থেকে পড়ে শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতা এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি রবীন্দ্রনাথের অত্যাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

'আমার দেখা নয়াচীন ' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। এটি বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ। শেখ মুজিবের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বাংলা একাডেমি ২০২০ সালে বইটি প্রকাশ করে।

আমার দেখা নয়া চীন

চিত্র:আমার দেখা নয়া চীন.jpg

আমার দেখা নয়া চীন বইয়ের প্রচ্ছদ

লেখকশেখ মুজিবুর রহমান
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা
বিষয়ইতিহাস, ভ্রমণ
ধরনআত্মজীবনী
প্রকাশকবাংলা একাডেমী
প্রকাশনার তারিখ২রা ফেব্রুয়ারি ২০২০
পূর্ববর্তী বইকারাগারের রোজনামচা


 

সূত্রঃ উইকিপিডিয়া

Created: 4 weeks ago | Updated: 9 hours ago

প্রথম বিশ্বযুদ্ধ, বিশ্বযুদ্ধ-১ বা মহাযুুুুদ্ধ একটি বৈশ্বিক যুদ্ধ যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী ছিল।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান (ইংরেজি: Hanging Gardens of Babylon) ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে নির্মিত হয়। সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল ৮০০ বর্গফুট।

খাদ্য ও কৃষি সংস্থা (FAO) - এর প্রধান কার্যালয় ইতালির রোমে অবস্থিত। এছাড়া রোমে IFAD ও WEP - এর সদর দপ্তর অবস্থিত। FAO প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর ১৯৪৫ ।

প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যেগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে "আন্তর্জাতিক পরিবেশ দিবস " পালন করা হয়।

২১ মার্চ বিশ্ব বন দিবস।

২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস।

Related Sub Categories