'মানুষ মুহাম্মদ (সঃ) ' প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত 'মরুভাস্কর' গ্রন্থ থেকে সঙ্কলিত।

‘ কনকচাঁপা’  কর্মধারয় সমাসের উদাহরণ

মুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হলো মুচ্+ত

কটি, কটী /বিশেষ্য পদ/ মাজা; মানবদেহের মধ্যাদেশ।

কোটি, কোটী   ১. /বিশেষ্য পদ/ ক্রোর, ১০০০০০০০ সংখ্যা; খ গ ধনু প্রভৃতির অগ্র বা প্রান্তভাগ। ২. /বিশেষণ পদ/ ১০০০০০০০ সংখ্যক, অসংখ্যক।

তৎসম শব্দ :

প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

অথচ হলো অব্যয় পদ।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

হরণ এর বিপরীত শব্দ হলো পূরণ।

Related Sub Categories