সংক্ষিপ্ত পরিচয় দিন:
1.

ChatGPT

Created: 2 months ago | Updated: 1 day ago

ChatGPT হলো বর্তমান সময়ের একটি State of Art Technology, যার পূর্ণরূপ হলো Chat Generative Pre-trained Transformer।। OpenAI থেকে প্রস্তুতকৃত এটি এমন একটি Artificial Inteligence সিস্টেম যা মানুষের খুব কাছাকাছি পর্যায়ে টেক্সট রেসপন্স তৈরি করতে সক্ষম। এই নতুন প্রযুক্তি ইদানিং আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে।

সংক্ষিপ্ত পরিচয় দিন:
2.

International Space Station

Created: 2 months ago | Updated: 22 hours ago

International Space Station(ISS) বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আসলে কোন স্টেশন না, এটি একটি বিশাল মহাকাশযান। অন্যভাবে বললে আবার একে কৃত্রিম উপগ্রহও বলা যায়। যেটা পৃথিবীপৃষ্ঠ থেকে ২২০ মাইল উপরে একটি অক্ষপথ ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করে বেড়াচেছ।

Related Sub Categories