2a (x-y) + 4b( x - y)
= (x-y) (2a+4b)
দেওয়া আছে, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৫৪০ মিটার দৈর্ঘ্য ২৭ মিটার
সুতরাং প্রন্থ = =২০ মিটার
আমরা জানি, ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
সুতরাং গ্রন্থ ২০ মিটার - ৩৯.৩৭ × ২০ ইঞ্চি = ৭৮৭.৪ ইঞ্চি
শহরটির বর্তমান জনসংখ্যা, P = ৬০,০০,০০০
জনসংখ্যা বৃদ্ধির হার = ২.৫%
সময় n= ২ বছর।
এখানে, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য।
বিপ্রতীপ কোণ
দুটি সরলরেখা যদি পরস্পর পরস্পরকে ছেদ করে বা একটি অপরটির উপর দণ্ডায়মান অবস্থায় থাকে তবে দুই জোড়া বিপরীত দিকে কোণ উৎপন্ন হয় তাদের বিপ্রতীপ কোণ বলে।
সামন্তরিক
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
ট্রাপিজিয়াম
যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।
ষড়ভুজ
যে ক্ষেত্র ছয়টি বাহুদ্বারা সীমাবদ্ধ তাকে ষড়ভূজ বলে।
সমকোণী ত্রিভূজ
যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রী এবং অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে।
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য=১০০-৮=৯২
৮% লাভে বিক্রয়মূল্য=১০০+৮=১০৮
বিক্রয়মূল্যের পার্থক্য=১০৮-৯২=১৬
বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৬ টাকা
বিক্রয়মূল্য ৮০০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০*৮০০০/১৬ টাকা=৫০০০০টাকা