বাংলাদেশ তাঁত বোর্ড বস্ত্র ও পাট মন্ত্রাণালয় || ফিল্ড সুপারভাইজার (15-09-2023) || 2023

All

সকল বিষয়

বৃক্ষরোপণ করা জরুরি।

জলাভূমিকে বলা হয়ে থাকে পরিবেশের রক্ত (Blood)। অথচ আমাদের জলাভূমিসমূহ দিনদিন ভরাট হচ্ছে, বিলুপ্তি ঘটছে। কিছু অসাধু লোক এগুলোতে বিভিন্ন রকম স্থাপনা, বিনোদন কেন্দ্র, খামার ও খামারবাড়ি তৈরি করছে। যার ফলে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। জলাভূমির রক্ষার মাধ্যমে, বর্ষাকালের বৃষ্টির পানি, উজানের পানি, আন্তর্জাতিক নদী বা অন্য দেশের ওপর দিয়ে আসা পানিকে ধরে রাখা ও সংরক্ষণ করা যেতে পারে। ফলে পরিবেশের উষ্ণতা কমানো যেতে পারে।

পরিকল্পিত নগরায়ণ :অপরিকল্পিত নগরায়ণ, নিচুভূমি ও জলাভূমিকে উন্নয়ন করে নগরায়ণের পরিকল্পনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এর ফলে প্রাকৃতিক পানি নিষ্কাশন পদ্ধতি ও ওয়াটার টেবিল ধ্বংস হচ্ছে, যা পানির ঘাটতি তৈরি করে থাকে। পানির সংরক্ষণ বা ধরে রাখার জায়গা নষ্ট হলে পরিবেশের উষ্ণতার ওপর এর প্রভাব পড়বে। কোন শিল্পপ্রতিষ্ঠান কোন ধরনের গ্রিন হাউজ গ্যাস উত্পাদন করছে, সে বিষয়ে বিশ্বব্যাপী মনিটরিংয়ের অভাব রয়েছে। সেজন্য শিল্পের ওপর মনিটরিং ও তদারকি বৃদ্ধি করতে হবে। যে প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধবভাবে চলছে না, সেগুলো বন্ধ করতে হবে। এছাড়া অপরিকল্পিত ব্যারেজ, বাঁধ, ব্রিজ ও কালভার্ট তৈরি করার কারণে অনেক নদী-খাল ও জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, সেগুলো আর পানি ধরে রাখতে পারে না। ঐগুলো ড্রেজিং করে নাব্য ও গভীরতা ফিরিয়ে আনা যেতে পারে। অপরিকল্পিত ব্যারেজ, বাঁধ, ব্রিজ ও কালভাট নির্মাণ বন্ধ করতে হবে এবং সমন্বিতভাবে বিভিন্ন দেশকে একত্রে কাজ করতে হবে।

পৃথিবীব্যাপী বৃক্ষনিধন বন্ধ করে ব্যাপক মাত্রায় বনায়ন করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে বনায়ন, সামাজিক বনায়ন, পারিবারিক বনায়ন, ছাদকৃষি, আঙিনাকৃষি ও সব পর্যায়ে ব্যাপকভাবে বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা যেতে পারে। যার ফলে কার্বন ডাইঅক্সাইড শোষণ বৃদ্ধি পাবে ও তাপমাত্রা কমে আসবে।

বর্তমানে বৈশ্বিক ও বাংলাদেশের যে তাপমাত্রা বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে, সেজন্য প্রাকৃতিক কারণ যদিও কিছু রয়েছে কিন্তু মানবসৃষ্ট কারণই মুখ্য ভূমিকা পালন করছে। বিশ্বের নেতাদের এবং নীতিনির্ধারকদের আরো সতর্ক, সচেতন হতে হবে। সর্বোপরি সবার পরিবেশকে ভালোবাসতে হবে। তাহলেই বৈশ্বিক উষ্ণতা কমবে এবং আমরা একটি সবুজ পরিবেশ ফিরে পাব।

এক কথায় প্রকাশ করুন:
2.

ভোজন করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 10 hours ago

ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা।

এক কথায় প্রকাশ করুন:
3.

যুদ্ধ থেকে যে বীর পালায় না

Created: 3 months ago | Updated: 19 hours ago

যুদ্ধ থেকে যে বীর পালায় না – সংশপ্তক ।

এক কথায় প্রকাশ করুন:
4.

দিনে একবার আহার করে যে

Created: 3 months ago | Updated: 20 hours ago

দিনে একবার আহার করে যে – একাহারী

এক কথায় প্রকাশ করুন:
5.

উপকারীর অপকার করে যে

Created: 3 months ago | Updated: 23 hours ago

উপকারীর অপকার করে যে – কৃতঘ্ন

এক কথায় প্রকাশ করুন:
6.

যে নারী বীর

Created: 3 months ago | Updated: 20 hours ago

যে নারী বীর- বীরাঙ্গনা

সন্ধি বিচ্ছেদ করুনঃ
7.

ভাবুক

Created: 3 months ago | Updated: 21 hours ago

ভাবুক = ভৌ + উক 

সন্ধি বিচ্ছেদ করুনঃ
8.

স্বল্প

Created: 3 months ago | Updated: 19 hours ago

স্বল্প = সু + অল্প।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
9.

নিরাকার

Created: 3 months ago | Updated: 18 hours ago

নিরাকার = নিঃ + আকার

সন্ধি বিচ্ছেদ করুনঃ
10.

মুক্ত

Created: 3 months ago | Updated: 19 hours ago

মুক্ত = মুচ্ + ক্ত

সন্ধি বিচ্ছেদ করুনঃ
11.

ব্যথাতুর

Created: 3 months ago | Updated: 19 hours ago

 ব্যথাতুর = ব্যথা + আতুর

বিপরীত শব্দ লিখুন
12.

অবনত

Created: 3 months ago | Updated: 19 hours ago

অবনত - উন্নত

বিপরীত শব্দ লিখুন
13.

আকুঞ্চন

Created: 3 months ago | Updated: 16 hours ago

আকুঞ্চন – প্রসারণ

বিপরীত শব্দ লিখুন
14.

তস্কর

Created: 3 months ago | Updated: 19 hours ago

তস্কর - সাধু

বিপরীত শব্দ লিখুন
15.

বন্ধু

Created: 3 months ago | Updated: 19 hours ago

বন্ধু - শত্রু

বিপরীত শব্দ লিখুন
16.

হাল

Created: 3 months ago | Updated: 19 hours ago

হাল- সাবেক

Created: 3 months ago | Updated: 13 hours ago

“The father of the Nation”

Sheikh Mujibur Rahman, affectionately known as the "Father of the Nation" in Bangladesh, stands as an iconic figure in the annals of history. Born on March 17, 1920, in Tungipara, he emerged as an indomitable force in the fight for Bangladesh's independence. His charismatic leadership, unwavering dedication, and visionary outlook ignited the flames of liberty among the people of East Pakistan. Under his guidance, the Awami League achieved a historic electoral triumph in 1970, leading to the declaration of independence on March 26, 1971. Tragically, his life was cut short when he and many members of his family were assassinated on August 15, 1975, in a dark chapter of the nation's history. Nonetheless, Sheikh Mujibur Rahman's enduring legacy lives on through his profound contributions to Bangladesh's birth and growth as an independent nation, symbolizing the unwavering spirit of freedom, democracy, and social justice that continues to inspire generations.

সে শুধু একজন ভালো ছাত্রই নয়, ভালো খেলোয়ারও ।

= He is not only a good student but also a good player.

Created: 3 months ago | Updated: 14 hours ago

অতিচালাকের গলাই দড়ি ।

= Too much cunning overreaches itself.

তুমি কলেজে যাওয়ার পূর্বে আমি বইটি পড়া শেষ করব। 

=I will finish reading the book before you go to college.

Created: 3 months ago | Updated: 6 hours ago

আপন ভালো তো জগৎ ভালো।

= The world is good if you are good.

Created: 3 months ago | Updated: 13 hours ago

মেয়েটি যেমন বুদ্ধিমতি তেমন রূপবতী।

= The girl is as beautiful as intelligent.

যে দেশকে ভালোবাসেন সে একজন দেশপ্রেমিক। দেশ প্রেমিক নিজেদের জীবনের চেয়ে দেশকে বেশী ভালোবাসেন। দেশের জন্য তাঁরা নিজের জীবনকে উৎসর্গ করতেও প্রস্তুত। প্রত্যেকে তাঁদের সম্মান করেন। মৃত্যুর পরেও তাঁরা বেঁচে থাকেন । 

= A patriot is one who loves the country. A patriot loves his country more than his own life. They are also ready to sacrifice their lives for the country. Everyone respects them. They live on even after death.

Fill in the gap of the following sentence:
24.

We should be devoted --- God.

Created: 3 months ago | Updated: 13 hours ago

We should be devoted to God.

Fill in the gap of the following sentence:
25.

He has come ---- a respected family.

Created: 3 months ago | Updated: 21 hours ago

He has come  from a respected family. 

Fill in the gap of the following sentence:
26.

I was surprised --- your conduct

Created: 3 months ago | Updated: 20 hours ago

I was surprised at your conduct.

Fill in the gap of the following sentence:
27.

Ill got, ill ---

Created: 3 months ago | Updated: 19 hours ago

Ill got, ill spent

Fill in the gap of the following sentence:
28.

A rogue is deaf to all---

Created: 3 months ago | Updated: 19 hours ago

A rogue is deaf to all good

১০২৬ = ৯৬, ১৮৬ - ৬ = ১৮০

নির্ণেয় সংখ্যাটি হবে ৯৬ ও ১৮০ এর গ.সা.গু.।

৯৬ = ২×২×২×২×২×৩

১৮০ = ২×২×৩×৩×৫ 

৯৬ ও ১৮০ এর গ.সা.গু. = ২ × ২× ৩ =১২ 

২৫ কি.মি. = (২৫ × ১০০০ ) মিটার = ২৫০০০ মিটার

১ ঘণ্টা = (৬০ × ৬০) সেকেন্ড = ৩৬০০ সেকেন্ড

মোট অতিক্রান্ত দূরত্ব = (৩২০ + ১৮০) = ৫০০ মিটার

ট্রেনটি ২৫০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে 

''      ''    ''    /  "''    ''   ×/''  

বা 72 সেকেন্ড 

Created: 3 months ago | Updated: 20 hours ago

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  

৭ মার্চের ভাষণের ৪ দফা দাবি - 

  1. সামরিক আইন প্রত্যাহার
  2. সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেয়া
  3. গণহত্যার তদন্ত করা
  4. নির্বাচিত জনপ্রতিনিধিনের কাছে ক্ষমতা হস্তান্তর

পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৬.১৫ কি.মি. ও ১৮.১০ মি,

এডিস মশা কামড়ালেই যে মানুষের ডেঙ্গু জ্বর হয় । 

কয়েক প্রজাতির এডিস মশকী (স্ত্রী মশা) ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক। যেগুলোর মধ্যে এডিস ইজিপ্টি মশকী প্রধানতম। ভাইরাসটির পাঁচটি সেরোটাইপ পাওয়া যায়।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য প্রায় ৪৭ কিলোমিটার

২৮ ডিসেম্বর, ২০২২ সালে এমআরটি লাইন ৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয় এবং তিনি মেট্রোরেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন, যা ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়

বর্তমান সরকারের যে ৫টি মেগা প্রকল্প 

  • ০১. পদ্মা সেতু প্রকল্প
  • ০২. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
  • ০৩. মেট্রোরেল প্রকল্প
  • ০৪. পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ
  • ০৫. মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র

প্রস্তাবনার মতো মূল সংবিধানও সাধু ভাষায় লিখিত এবং এতে এগারো ভাগে মোট ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। 

BIMSTEC বা Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation. 

BRICS: Acronym for Brazil, Russia, India, China, and South Africa.

স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ ঠিক করা হয়েছে। এগুলো হলো-স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট।

Related Sub Categories