জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ || অফিস সহায়ক/ নিরাপত্তা প্রহরী (22-09-2023) || 2023

All

১৭ এপ্রিল ১৯৭১তারিখে মেহেরপুর জেলার সীমান্তবর্তী স্থান বৈদ্যনাথতলায় (পরবর্তী নাম মুজিবনগর) এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপরিষদের সদস্য অধ্যাপক এম ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

Created: 3 months ago | Updated: 9 hours ago

২০২৩ জি২০ নতুন দিল্লি সম্মেলন ছিল জি২০ (গ্রুপ অব টুয়েন্টি) এর অষ্টাদশ সভা। এটি ২০২৩ সালের ৯- ১০ ই সেপ্টেম্বর ভারতের নতুন দিল্লীর প্রগতি ময়দানে ভারত মণ্ডপম্ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এটি ছিল ভারতে অনুষ্ঠিত প্রথম জি২০ শীর্ষ সম্মেলন

Created: 3 months ago | Updated: 7 hours ago

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে 'বিশ্ব পরমাণু ক্লাব' (নিউক্লিয়ার নেশন)-এ যুক্ত হয়েছে। বাংলাদেশ এই ক্লাবের ৩২তম দেশ। 

Created: 3 months ago | Updated: 10 hours ago

সিরাজগঞ্জ জেলায় মোট পৌরসভার সংখ্যা ৬ টি

এক নজরে সিরাজগঞ্জ জেলা-

ক্রম

বিষয়

সংখ্যা

আয়তন

২৪৯৭.৯২ বর্গ কিলোমিটার

ভৌগলিক অবস্থান

অক্ষাংশ ২৪ ০০’- ২৪ ৪০’

দ্রাঘিমাংশ ৮৯ ২০’- ৮৯৫০’

 

 

জনসংখ্যা

 

 

(ক) পুরুষঃ ১৬,১৩,১৭৩ জন

(খ) মহিলাঃ ১৬,০৭,৬৪১ জন

মোট = ৩২,২০,৮১৪ জন

শিক্ষার হার

৬৮%

উপজেলার সংখ্যা

০৯ টি

থানার সংখ্যা

১২ টি

পৌরসভার সংখ্যা

০৬ টি

ইউনিয়নের সংখ্যা

৮৩ টি

মৌজার সংখ্যা

১৪৭২ টি

১০

গ্রামের সংখ্যা

২,১৮০ টি

১১

নদীর সংখ্যা

০৮ টি

১২

নদী পথের দৈর্ঘ্য

৩৫০ কিলোমিটার

১৩

বিলের সংখ্যা

৫২ টি

১৪

মসজিদের সংখ্যা

৩৯১৬ টি

১৫

এনজিও’র সংখ্যা

৬৫ টি

১৬

খাদ্য গুদামের সংখ্যা

৪৩ টি

১৭

খাদ্য গুদামের ধারণ ক্ষমতা

২৭,০০০ মেঃ টন

১৮

ব্যাংকের সংখ্যা

১২৬ টি

টেলিফোন এক্সচেঞ্জ

০৯ টি

২০

সিনেমা হল

২৯ টি

২১

ডাকঘর

১৬৪ টি

Created: 3 months ago | Updated: 12 hours ago

SDG-এর পূর্ণরূপ হলো Sustainable Development Goals.

Created: 3 months ago | Updated: 10 hours ago

T.C.B এর পূর্ণরূপ হলো: Trading Corporation Of Bangladesh.

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিভিন্ন বাণিজ্য ও ব্যবসায়ের মোকাবিলায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রনালয়ের একটি শাখা। বর্তমানে টিসিবির চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান, পিএসসি

Created: 3 months ago | Updated: 9 hours ago

ভারত এখন সবচেয়ে জনবহুল দেশ।

‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে (২০২৩) বলা হয়-ভারতের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। আর চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ। অর্থাৎ চীনের চেয়ে ভারতের জনসংখ্যা ২৯ লাখ বেশি।

Created: 3 months ago | Updated: 8 hours ago

বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্ত  টাঙ্গাইল- সিরাজগঞ্জ জেলায়

যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে।

মুক্তিযুদ্ধকালীন সিরাজগঞ্জ জেলা ৭ নং সেক্টরের অধীনে ছিলো। 

Created: 3 months ago | Updated: 17 hours ago

‘সব ক’টা জানালা খুলে দাও না’ ১৯৮২ সালে প্রকাশিত বাংলা ভাষায় রচিত একটি দেশাত্মবোধক সঙ্গীত। স্বাধীনতা দিবসের জন্য বাংলাদেশ টেলিভিশনের নির্মিত বিশেষ অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত এই সঙ্গীত বা গানের গীতিকার নজরুল ইসলাম বাবু। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন ।

Related Sub Categories