বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার সময়কাল ছিল —১৯৬৬-৬৯।
ক্যাপ্টেন জাহাঙ্গীরকে চাপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনা মসজিদ আঙিনায় সমাহিত করা হয়।
বাংলাদেশের প্রথম যুদ্ধ জাহাজের নাম বানৌজা পদ্মা
September on Jessore Road' এর লেখক অ্যালেন গিনসবার্গ
১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম জয়বাংলা
পায়ের আওয়াজ পাওয়া যায়' - গ্রন্থটির লেখক সৈয়দ শামসুল হক।
'Let there be light' বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান
Google এর প্রতিষ্ঠাতার নাম লেরি পেজ এবং সের্গেই ব্রিন
কক্সবাজারের রামু উপজেলার জঙ্গল গোয়ালিয়া পালং-এ অবস্থিত এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত একটি সংবিধিবদ্ধ সংস্থা।
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' ৮নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল
ক্যাম্পডেভিড চুক্তি সম্পাদিত হয় মিশর ও ইসরাইল এর মধ্যে
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
অস্থায়ী সরকারকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী (১৭ এপ্রিল)
'নূরলদীনের সারাজীবন' এর লেখকের নাম সৈয়দ শামসুল হক
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত একজন বিদেশি নাগরিকের নাম ডব্লিউ এ এস ওডারল্যান্ড
বাংলাভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম চর্যাপদ
ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় অষ্টাদশ শতাব্দীতে
ফরাসি বিপ্লবের সময়কাল ১৭৮৯-১৭৯৯
নিউজউইক পত্রিকা বঙ্গবন্ধুকে ‘পয়েট অব পলিটিক্স’ হিসেবে আখ্যায়িত করে
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ