The language movement has enriched our culture.
The language movement has enriched our culture.
= ভাষা আন্দোলন আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
Black will take no other hue.
Black will take no other hue.
= কয়লা ধুলে ময়লা যায়না।
His weight is twice as much as mine.
His weight is twice as much as mine.
= তার ওজন আমার দ্বিগুণ।
If I were a bird, I could fly.
If I were a bird, I could fly.
= আমি যদি পাখি হতাম তবে উড়তে পারতাম।
‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'- উক্তিটি কার?
‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'- - ড. মুহম্মদ শহীদুল্লাহ
'জল পড়ে, পাতা নড়ে'- এখানে 'জল' ও 'পাতা' কোন কারক?
'জল পড়ে, পাতা নড়ে'-- কর্তৃকারক
সমাস নির্ণয় করুন: 'গ্রামান্তর'
'গ্রামান্তর' - অন্য গ্রাম (নিত্য সমাস)
সন্ধি বিচ্ছেদ করুন: 'ক্ষুধার্ত'
'ক্ষুধার্ত' - ক্ষুধা + ঋত
'ঢাকের কাঠি'- বাগধারাটির অর্থ কী?
'ঢাকের কাঠি'- বাগধারাটির অর্থ মোসাহেব , তোষামুদে
‘প্রকৃষ্ট’- শব্দের বিপরীত শব্দ কী?
‘প্রকৃষ্ট’- শব্দের বিপরীত নিকৃষ্ট
kinsman শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কী?
kinsman শব্দটির বাংলা পারিভাষিক শব্দ জ্ঞাতিভাই
'যা চুষে খাবার যোগ্য'- এক কথায় কী হবে?
'যা চুষে খাবার যোগ্য'-চুষ্য
সঠিক বানান লিখুন: 'একান্নবর্তি'
একান্নবর্তি - একান্নবর্তী
পাঁচ দিন আগে তিনি এখানে এসেছিলেন।
He came here five days ago
একজন ভালো শিক্ষক জাতির বাতিঘর।
একজন ভালো শিক্ষক জাতির বাতিঘর।
= A good teacher is the beacon of the nation.
আয় বুঝে ব্যয় করো।
cut your coat according to your cloth
গতকাল তিনি হাসতে হাসতে স্থানটি ত্যাগ করেন।
Yesterday he left the place smiling.
আজ তিনি ক্যান্সারে মারা গেছেন।
আজ তিনি ক্যান্সারে মারা গেছেন।
= Today, he dies of cancer.
Write the meaning of the underlined part: Don't barge into our conversation.
barge into = বিনা অনুমতিতে প্রবেশ
Write the passive voice of the sentence: He achieved the ambitious goal.
He achieved the ambitious goal.
= The ambitious goal was achieved by him."
Write the active voice of the sentence: I cannot be purchased by anybody.
I cannot be purchased by anybody.
= Anybody can't purchase me
Write the meaning of the idiom: piece of cake
piece of cake- তুচ্ছ বিষয়।
Write the meaning of the idiom in a mutshell
in a mutshell - সংক্ষেপে
Write the plural form of the word: mouse
mouse - Mice
Write the synonym of the word: demolish (Correct the underlined part of the sentences:)
demolish - ধ্বংস করা destroy
I avoid to eat sugar with tea.
I avoid to eat sugar with tea.
= I avoid eating sugar with tea.
Five miles are not a big distance.
Five miles are not a big distance.
= Five miles is not a big distance.
Under no circumstances it can be acceptable
Under no circumstances it can be acceptable
= Under no circumstances it can be accepted
Can you guess-------her age?
Can you guess at her age?
He always makes -------- terrible excuses..
He always makes out terrible excuse.
He lives ------- the side of the river.
He lives the in side of the river
The police will look ---------- the matter
The police will look into the matter
সমীকরণ 3x - 15 - 6 = 0 হলে, x এর মান কত?
যদি এবং হয়, তবে x এর মান কত ?
কোনো সম্পত্তির ৮/৫ অংশের মূল্য ১,২০,০০০ টাকা সমুদয় সম্পত্তির মূল্য কত টাকা?
একটি বইয়ের পূর্ব মূল্য ও বর্তমান মূল্য তার অনুপাত ২ : ৩ হলে, বইটির দাম কী পরিমাণ বেড়েছে?
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ দফা দাবি পেশ করেন
মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'একাত্তরের মিছিল'- এর পরিচালক কে?
মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র 'একাত্তরের মিছিল' এর পরিচালক কবরী সারওয়ার
মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে কখন যৌথ বাহিনী গঠন করা হয়?
১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে যৌথবাহিনী গঠিত হয়।
যৌথবাহিনীর পূর্বাঞ্চলীয় কমানৃডার ছিলেন লে. জে. জগজিৎ সিং অরোরা যৌথবাহিনীর যুদ্ধ চলে মাত্র কয়েকদিন যা ০৪-১৬ ডিসেম্বর। যৌথবাহিনীর অভিযান শুরু হয় ৪ টি অঞ্চল থেকে। ০১. পূর্বে ত্রিপুরা রাজ্য থেকে সিলেট,কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,নোয়াখালী অভিমুখে। ০২.উত্তরে রংপুর, দিনাজপুর, বগুড়া। ০৩.পশ্চিমে যশোর,খুলনা,কুষ্টিয়া, ফরিদপুর। ০৪.মেঘালয় এর তুড়া থেকে জামালপুর, ময়মনসিংহ অভিমুখে
সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোতে পুনঃপ্রবেশ করেছে?
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোতে পুনঃপ্রবেশ করেছে যুক্তরাষ্ট্র
২৫ জুলাই, ২০২৩ পেদ্রো সানচেজকে আনুষ্ঠানিকভাবে কোন দেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করা হয়?
২৫ জুলাই, ২০২৩ পেদ্রো সানচেজকে আনুষ্ঠানিকভাবে স্পেনের তত্তাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করা হয়
আইকনিক পাখির লোগো প্রতিস্থাপনের পর টুইটারের নতুন লোগো কী?
'X'
ব্রিকস শীর্ষ সম্মেলনে কয়টি দেশকে নতুন সদস্য হিসেেবে সুপারিশ করা হয়েছে?
৬ টি দেশ
সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর এবং ইথিওপিয়া।
দেশের ১৭তম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য কোনটি?
নাটোরের ৩০০ বছরের মিষ্টি কাঁচাগোল্লা।
২০২৩ সালে UNFCCC এর কনফারেন্স অফ দ্য পার্টিস (COP 28 ) জলবায়ু সম্মেলনের আয়োজক কোন দেশ?
30 নভেম্বর থেকে 12 ডিসেম্বর, 2023 পর্যন্ত এক্সপো সিটি, দুবাইতে অনুষ্ঠিত হবে।
‘বৈশ্বিক শান্তি সূচক-২০২৩' এর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
আইসল্যান্ড
২০২৩ সালে আইসল্যান্ড ১ দশমিক ১ স্কোর নিয়ে এবারও তালিকার শীর্ষে আছে দেশটি। এরপর শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও কানাডা।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)- এর ৫ম লক্ষ্যমাত্রা কী?
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এর ৫ম লক্ষ্যমাত্রা লিঙ্গ / জেন্ডার সমতা
‘ইউনিট ২৯১৫৫’- কোন দেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা?
ইউনিট ২৯১৫৫ রাশিয়ার গোয়েন্দা সংস্থা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে ছিলেন গোয়েন্দা সংস্থা কেজিবির এজেন্ট। তিনি ২০০০-এর দশকের প্রথম দিকে নাশকতা কাজের জন্য পারদর্শী ওই নেটওয়ার্ক আবার পুনজ্জীবিত করেন এবং নতুন ইউনিট হিসেবে ২৯১৫৫ গঠন করেন ।
ইউনিট ২৯১৫৫ হলো রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একটি শাখা। দেশের বাইরে ছদ্মবেশে কাজ করা ।এটির মূল দায়িত্ব 'রাষ্ট্রীয় শত্রু'দের নিশ্চিহ্ন করা এবং পশ্চিমা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টি করা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডের নতুন অধিনায়ক কে?
সাকিব আল হাসান
সম্প্রতি আফ্রিকার কোন দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে?
আফ্রিকার দেশ মরক্কোতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।মরক্কো ভূমিকম্পে মৃতের সংখ্যা 2900 ছাড়িয়েছে।
UNESCO কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে?
সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।
ওয়াগনার গ্রুপ কত সালে প্রতিষ্ঠিত হয়?
২০১৪ সালে, প্রিগোজিন একটি রাশিয়ান বেসরকারী সামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপ প্রতিষ্ঠা করেন।
'গিরিকন্যা' কোন ভাষায় নির্মিত চলচ্চিত্র?
মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র
সাংস্কৃতিক বৈচিত্র্যের নিদর্শন হিসেবে মারমা ভাষায় নির্মিত চলচ্চিত্র 'গিরিকন্যা' ইতিহাসের অংশ হয়ে থাকবে।
BIDA - এর পূর্ণরূপ কী?
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)