৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ দফা দাবি পেশ করেন
মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'একাত্তরের মিছিল'- এর পরিচালক কে?
মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র 'একাত্তরের মিছিল' এর পরিচালক কবরী সারওয়ার
মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে কখন যৌথ বাহিনী গঠন করা হয়?
১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে যৌথবাহিনী গঠিত হয়।
যৌথবাহিনীর পূর্বাঞ্চলীয় কমানৃডার ছিলেন লে. জে. জগজিৎ সিং অরোরা যৌথবাহিনীর যুদ্ধ চলে মাত্র কয়েকদিন যা ০৪-১৬ ডিসেম্বর। যৌথবাহিনীর অভিযান শুরু হয় ৪ টি অঞ্চল থেকে। ০১. পূর্বে ত্রিপুরা রাজ্য থেকে সিলেট,কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,নোয়াখালী অভিমুখে। ০২.উত্তরে রংপুর, দিনাজপুর, বগুড়া। ০৩.পশ্চিমে যশোর,খুলনা,কুষ্টিয়া, ফরিদপুর। ০৪.মেঘালয় এর তুড়া থেকে জামালপুর, ময়মনসিংহ অভিমুখে
সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোতে পুনঃপ্রবেশ করেছে?
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোতে পুনঃপ্রবেশ করেছে যুক্তরাষ্ট্র
২৫ জুলাই, ২০২৩ পেদ্রো সানচেজকে আনুষ্ঠানিকভাবে কোন দেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করা হয়?
২৫ জুলাই, ২০২৩ পেদ্রো সানচেজকে আনুষ্ঠানিকভাবে স্পেনের তত্তাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করা হয়
আইকনিক পাখির লোগো প্রতিস্থাপনের পর টুইটারের নতুন লোগো কী?
'X'
ব্রিকস শীর্ষ সম্মেলনে কয়টি দেশকে নতুন সদস্য হিসেেবে সুপারিশ করা হয়েছে?
৬ টি দেশ
সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর এবং ইথিওপিয়া।
দেশের ১৭তম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য কোনটি?
নাটোরের ৩০০ বছরের মিষ্টি কাঁচাগোল্লা।
২০২৩ সালে UNFCCC এর কনফারেন্স অফ দ্য পার্টিস (COP 28 ) জলবায়ু সম্মেলনের আয়োজক কোন দেশ?
30 নভেম্বর থেকে 12 ডিসেম্বর, 2023 পর্যন্ত এক্সপো সিটি, দুবাইতে অনুষ্ঠিত হবে।
‘বৈশ্বিক শান্তি সূচক-২০২৩' এর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
আইসল্যান্ড
২০২৩ সালে আইসল্যান্ড ১ দশমিক ১ স্কোর নিয়ে এবারও তালিকার শীর্ষে আছে দেশটি। এরপর শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও কানাডা।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)- এর ৫ম লক্ষ্যমাত্রা কী?
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এর ৫ম লক্ষ্যমাত্রা লিঙ্গ / জেন্ডার সমতা
‘ইউনিট ২৯১৫৫’- কোন দেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা?
ইউনিট ২৯১৫৫ রাশিয়ার গোয়েন্দা সংস্থা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে ছিলেন গোয়েন্দা সংস্থা কেজিবির এজেন্ট। তিনি ২০০০-এর দশকের প্রথম দিকে নাশকতা কাজের জন্য পারদর্শী ওই নেটওয়ার্ক আবার পুনজ্জীবিত করেন এবং নতুন ইউনিট হিসেবে ২৯১৫৫ গঠন করেন ।
ইউনিট ২৯১৫৫ হলো রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একটি শাখা। দেশের বাইরে ছদ্মবেশে কাজ করা ।এটির মূল দায়িত্ব 'রাষ্ট্রীয় শত্রু'দের নিশ্চিহ্ন করা এবং পশ্চিমা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টি করা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডের নতুন অধিনায়ক কে?
সাকিব আল হাসান
সম্প্রতি আফ্রিকার কোন দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে?
আফ্রিকার দেশ মরক্কোতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।মরক্কো ভূমিকম্পে মৃতের সংখ্যা 2900 ছাড়িয়েছে।
UNESCO কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে?
সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।
ওয়াগনার গ্রুপ কত সালে প্রতিষ্ঠিত হয়?
২০১৪ সালে, প্রিগোজিন একটি রাশিয়ান বেসরকারী সামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপ প্রতিষ্ঠা করেন।
'গিরিকন্যা' কোন ভাষায় নির্মিত চলচ্চিত্র?
মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র
সাংস্কৃতিক বৈচিত্র্যের নিদর্শন হিসেবে মারমা ভাষায় নির্মিত চলচ্চিত্র 'গিরিকন্যা' ইতিহাসের অংশ হয়ে থাকবে।
BIDA - এর পূর্ণরূপ কী?
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)