Reduced Level
উপাত্ত তল হতে ওলন রেখা বরাবর কোনো বিন্দু বা বস্তুর উচ্চতা বা গভীরতাই হ্রাসকৃত তল বা আরএল।
Contour Line
কোনো নির্দিষ্ট উপাত্ত তল হতে সমলম্ব দূরত্বে অবস্থিত বিভিন্ন বিন্দুর সংযোগকারী কাল্পনিক রেখাই কন্টুর এবং নকশায় অঙ্কিত কন্টুরই কন্টুর রেখা নামে পরিচিত
Bench Mark
বেঞ্চ মার্ক একটি ফলক, যাতে স্মারক বিন্দুর আরএল লিপিবদ্ধ থাকে
Fly Levelling
কোনো বেঞ্চ মার্ক হতে দূরবর্তী কোনো ঈন্সিত বিন্দুতে আরএল বহন করে নেয়ার জন্য দূরত্ব না মেপে স্পষ্ট দৃশ্যমানদূরত্বে প্রতি যোজনায় শুধুমাত্র ‘পশ্চাৎ পাঠ' ও অগ্রবর্তী পাঠ নিয়ে যে লেভেলিং করা হয়, তা ফ্লাই লেভিলিং।
Mean Sea Level
গড় সমুদ্রতল বলতে কী বুঝায়? meant Sea Level
ভিতর যদি সাগরে জোয়ারভাটা না থাকত তাহলে সাগরের পানিপৃষ্ঠ একটি সমতল পৃষ্ঠ হতো। কোনো স্থানে দীর্ঘকালব্যাপী(সাধারণত ১৯ বছর) অমাবস্যা, পূর্ণিমা, জোয়ারভাটা ইত্যাদিসহ সকল ক্ষেত্রে সাগরের পানির গড় উচ্চতা বরাবর সৃষ্টপা নিপৃষ্ঠই গড় সমুদ্রতল (MSL)। এ গড় সমুদ্রতলকে স্মারক সমতল পৃষ্ঠ বা উপাত্ত তল হিসাবে ধরা হয়।
Water Cement Ratio : কংক্রিটে ব্যবহৃত সিমেন্ট ও পানির অনুপাতকে পানি-সিমেন্ট অনুপাত বলে। অর্থাৎ, কংক্রিট মিশ্রণে পানির আয়তনের সাথে সিমেন্টের অনুপাতকে পানি-সিমেন্ট অনুপাত বলে ।
কাঠামোর টেকসহ বা স্থায়িত্বতা নির্ভর করে কংক্রিটের শক্তিমাত্রার উপর। আবার কংক্রিটের শক্তিমাত্রা নির্ভর করে, কংক্রিটের উপাদানসমূহের গুণগত মানের পাশাপাশি পানি-সিমেন্ট অনুপাত, আনুপাতীকরণ এবং কার্যোপযোগিতার উপর। নির্দিষ্ট অনুপাতের উপাদান এবং প্রয়োজনীয় উপকরণ সাপেক্ষে সুনির্দিষ্ট পরিমাণ পানি ব্যবহার করলে কংক্রিটের কাঙ্ক্ষিত মানের শক্তি পাওয়া সম্ভব। উত্তম গুণাগুণসম্পন্ন উপাদান এবং উপকরণ নিশ্চিত হলেও যদি নির্দিষ্ট পরিমাণের চেয়ে পানির পরিমাণ কম বা বেশি ব্যবহার করা হয়, তবে কংক্রিটের শক্তি কম হবে। ব্যবহারিক ক্ষেত্রে, কংক্রিটকে অধিকতর কার্যোপযোগী করার জন্য নির্মাণ শ্রমিকগণ প্রয়োজনের অধিক পানি ব্যবহার করে, যা কংক্রিটের জন্য মোটেও কাম্য নয় ।
কংক্রিটে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করলে, কংক্রিটের শক্তি হ্রাস পায় এবং সংকোচন (Shrinkage)-ও দ্রুত হয়। ফলে কংক্রিটের ঘনত্ব (Density) এবং স্থায়িত্বতা হ্রাস পায়।
কংক্রিট বিশেষজ্ঞ Mr. Duff Abrahm (1918) গবেষণা করে সিদ্ধান্তে উপনীত হয় যে, “কংক্রিটের শক্তি নির্দিষ্ট দৃঢ়ভবন অবস্থা (Compact state) ও কার্যোপযোগিতার (Workability) সম্পূর্ণভাবে পানি-সিমেন্ট অনুপাতের উপর নির্ভরশীল। “অর্থাৎ নির্দিষ্ট পানি-সিমেন্ট অনুপাত (অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকলে) কংক্রিটের শক্তি বৃদ্ধি পাবে। Abrahm-এর মতে, “সম্পূর্ণ দৃঢ়ীকৃত কংক্রিটের শক্তি, অ্যাগ্রিগেট-এর আকার, পৃষ্ঠা গঠন, গ্রেডিং, কার্যোপযোগিতা এবং উন্নতমানের মিশ্রণের দ্বারা প্রভাবান্বিত হয় না।”
পানি-সিমেন্ট অনুপাত কংক্রিটের দৃঢ়ীকরণ (Compation) পদ্ধতির উপরও নির্ভরশীল। আবার, ভাইব্রেটর দ্বারা দৃঢ়ীকরণ করলে পানি- সিমেন্ট অনুপাত হ্রাস পায় ।