কাজী নজরুল ইসলাম কোন সাহিত্যকর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন?
কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন সঞ্চিতা
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
'আকাশে চরে যে' - এর এক কথায় প্রকাশ কী হবে?
‘আকাশে চরে যে' - খেচর।
'একই সময়ে বর্তমান' এক কথায় কী হবে?
'একই সময়ে বর্তমান' - সমসাময়িক।
'শাঁখের করাত' বাগধারাটির অর্থ কী?
'শাঁখের করাত' বাগধারাটির অর্থ - উভয় সংকট।
কামারনী, ননদ, অভিসারিনী ও সতীন - এ চারটি শব্দের মধ্যে কোনটির পুরুষবাচক শব্দ নেই?
সতীন - এর পুরুষবাচক শব্দ নেই
'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ - মনস্ + ঈষা।
'পাণি' শব্দের অর্থ কী?
'পাণি' শব্দের অর্থ - হাত
'অনাশ্রিত' কোন সমাস?
'অনাশ্রিত' - নঞ বহুব্রীহি।
ইংরেজি বাগধারা 'Once in a while এর অর্থ কী?
ইংরেজি বাগধারা 'Once in a while এর অর্থ - মাঝেমধ্যে
আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি।
আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি।
= We respect freedom fighters.
মূল্যবৃদ্ধিকে মূদ্যাস্ফীতি বলা হয়।
মূল্যবৃদ্ধিকে মূদ্যাস্ফীতি বলা হয়।
= The increase of prices is called inflation
প্রতি শুক্রবার আমি এখানে আসি।
প্রতি শুক্রবার আমি এখানে আসি।
= I come here every Friday.
সততাই সর্বোৎকৃষ্ট নীতি।
সততাই সর্বোৎকৃষ্ট নীতি।
= Honesty is the best policy
You may come across new challenges.
Come across ( হঠাৎ উদয় হওয়া)
If I were a bird, I could fly.
If I were a bird (আমি যদি পাখি হতাম )
I'm independent ___ my boss.
I'm independent of my boss
He assigned the task ___ me.
He assigned the task to me.
Smoking tells ___ our health.
Smoking tells upon our health.
Does he plays volleyball on the beach ?
Does he play volleyball on the beach ?
Air pollution is a pressing environmental issue that affects people and ecosystems worldwide. It occurs when harmful substances, such as particulate matter, chemicals, and gases, are released into the atmosphere, leading to a deterioration in air quality. The sources of air pollution are diverse, including industrial processes, transportation emissions, agriculture, and even natural factors like wildfires and volcanic eruptions. The consequences of air pollution are far-reaching, as it poses significant health risks to humans, causing respiratory problems, cardiovascular diseases, and even premature death. It also harms the environment, contributing to acid rain, smog, and the deterioration of ecosystems. To combat this problem, it's crucial to reduce emissions, increase the use of clean energy sources, and promote sustainable practices to ensure the air we breathe remains clean and safe for current and future generations.
একটি কাজের ১/৩ অংশ শেষ হয় ৩ দিনে। ঐ কাজের ৩ গুণকাজ সম্পন্ন করতে কতদিন লাগবে?
⅓ শেষ হয় 3 দিনে।
1 বা সম্পূর্ণ অংশ শেষ হয় 3x3= 9 দিনে।
ঐ কাজের তিনগুণ কাজ শেষ করতে সময় লাগে = 3x9 = 27 দিনে।
হলে কত?
a = √3 + √2
1/a = 1/(√3 + √2)
= {1(√3 - √2)}/{√3 + √2)(√3 - √2)}
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(2 - 1)
= √3 - √2
So, a3 + 1/a3
= (a + 1/a)3 - 3(a.1/a) (a + 1/a)
= (√3 + √2 + √3 - √2)3 - 3(√3 + √2 + √3 - √2)
= (2√3)3 - 3(2√3)
= 8*3√3 - 6√3
= 24√3 - 6√3
= 18√3
দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। যদি তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৮ হয়, তাহলে ছোট সংখ্যাটি কত?
Suppose সংখ্যা দুটি x,y
here, x/2+y/2 =40
and (x-y)/4=18
যদি একটি সংখ্যা 'X' এর ১২০ অপর একটি সংখ্যার ৮০% হয়, তাহলে (x + y) এর মান কত?
ATQ,
120ক/100 = 80খ/100
Or, 3ক = 2খ
Or,খ = 3/2ক = 1.5ক
So, ক + খ = ক + 1.5ক = 2.5ক
x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y, z এর মানের গড় কত হবে?
x ও y এর গড় মান ৯
মোট মান = ৯*২=১৮
z = ১২
x,y,z এর মোট মান= ১৮+১২=৩০
x,y,z এর গড় মান ৩০/৩=১০
১ম ১০ কেজির ফি=১০*৫=৫০ টাকা
বাকি থাকে=২৭-১০=১৭ কেজি
পরবর্তী ১৭ কেজির ফি=১৭*৪=৬৮
২৭ কেজির মোট ফি=৬৮+৫০
=১১৮ টাকা
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি ৯৩ হাজার সৈন্য।
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য - স্বাধীনতার সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'হাঙ্গর নদী গ্রেনেড' এর লেখক - সেলিনা হোসেন
ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দফা - বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল - জুলাই ২০২০ জুন, ২০১৫।
টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (SDGs) এর চতুর্থ লক্ষ্য - মানসম্মত শিক্ষা।
'এশিয়া কাপ ২০২৩' এ টুর্নামেন্ট সেরা হয়েছেন- ভারতের কুলদীপ যাদব।
শ্রীলংকা ও ভারতকে পৃথক করেছে পক প্রণালী।
শেষ মুঘল সম্রাট কে ছিলেন - বাহাদুর শাহ জাফর।
সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ - বুধ।
কিবোর্ডে ৪টি'arrow keys' পাওয়া যায়।
BIOS এর পূর্ণরূপ-Basic Input Output System.
Microsoft Corporation এর CEO- সত্য নাদেলা।
এক্সেল ফাংশন কমান্ড পাওয়া যায় Formulas মেন্যুতে
MS PowerPoint এ Slide Show শুরু থেকে চালানোর জন্য কিবোর্ডের Ctrl + F5 বোতামটি চাপতে হয়
জাতীয় আয় গণনায় অর্থনৈতিক খাত কতটি?
জাতীয় আয় গণনায় অর্থনৈতিক খাত - ১৯টি
ট্রেজারি বিল (T-bill) কোন প্রতিষ্ঠান ইস্যু করে?
ট্রেজারি বিল (T-bill) ইস্যু করে-বাংলাদেশ ব্যাংক
মাসলোর চাহিদা সোপানের চাহিদার শেষ স্তর কোনটি?
বাংলাদেশে কার্যরত 'Woori Bank' কোন দেশের?
বাংলাদেশে কার্যরত 'Woori Bank' - দক্ষিণ কোরিয়ার
CDBL এর পূর্ণরূপ কী?
CDBL এর পূর্ণরূপ Central Depository Bangladesh Limited.
'Blue Economy' - প্রত্যয়টি কোন বিষয়ের সাথে জাড়িত?
'Blue Economy- প্রত্যয়টি সমুদ্র অর্থনীতির সাথে জাড়িত
যে পদ্ধতিতে প্রতিটি লেনদেন 'ডেবিট ও ক্রেডিট' উভয়দিকে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
নিট লাভের অর্থ কে দাবি করতে পারে?
বিক্রিত পণ্যের ব্যয় ৪০,০০০ টাকা। মুনাফার হার ব্যয়ের ২৫% হলে বিক্রয়মূল্য কত?