জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ || নাজির কাম ক্যাশিয়ার/মিউটেশন সহকারী/সার্টিফিকেট পেশকার/সার্টিফিকেট সহকারী (17-11-2023) || 2023

All

ধরি, সংখ্যাটি কক

প্রশ্নমতে, 

ক এর ৩৭/১০০ -৩৭=৩৭

বা, ৩৭ক/১০০-৩৭=৩৭

বা, (৩৭ক-৩৭০০)/১০০=৩৭

বা, ৩৭ক-৩৭০০= ৩৭০০

বা, ৩৭ক=৭৪০০

বা, ক= ৭৪০০/৩৭

‌:. ক=২০০

উত্তর- সংখ্যাটি-২০০৷ 

ধরি, মুনাফা= ৩ টাকা

আসল = ৮ টাকা

মুনাফা+আসল =(৩+৮)=১১ টাকা

মুনাফা আসল ১১ টাকা হলে আসল ৮ টাকা

মুনাফা আসল ১ টাকা হলে আসল  ৮/১১ টাকা

মুনাফা আসল ৬৬০০ টাকা হলে আসল (৮*৬৬০০)/১১=৪৮০০ টাকা

উওরঃ আসলা = ৪৮০০ টাকা

আমরা জানি,

(a+b+c)2=a2+b2+c2+2(ab+bc+ca)

বা,(15)2= 83+2(ab+bc+ca)

বা,2(ab+bc+ca)=(15)2-83

বা,2(ab+bc+ca)= 225-83

বা,2(ab+bc+ca)=142

(ab+bc+ca) =142/2 =71 (ans)

চিত্রসহ সংজ্ঞা দিন
6.

পূরক কোণ

Created: 3 months ago | Updated: 1 day ago

পূরক কোণ: দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি ১ সমকোণ বা ৯০° হলে কোণ দুইটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়।

কোণ ও কোণের প্রকারভেদ। ৯ম-১০ম শ্রেণি গণিত -

চিত্রসহ সংজ্ঞা দিন
7.

রম্বস 

Created: 3 months ago | Updated: 21 hours ago

রম্বস: রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। অর্থাৎ রম্বসের বিপরীত  বাহুগুলো সমান্তরাল এবং বাহুগুলো সমান। রম্বসের সীমাবদ্ধ ক্ষেত্রকে রম্বসক্ষেত্র বলে।

Foundation Series, Class: VII, জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা ও ধারণা: - WBBSE  Class: 7

চিত্রসহ সংজ্ঞা দিন
8.

সন্নিহিত কোণ

Created: 3 months ago | Updated: 20 hours ago

সন্নিহিত কোণ: যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু। হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।

সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত কোণের বৈশিষ্ট্য। চিত্রসহ বর্ণনা। - Joynul  Abedin

চিত্রসহ সংজ্ঞা দিন
9.

ট্রাপিজিয়াম

Created: 3 months ago | Updated: 20 hours ago

ট্রাপিজিয়াম: যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলা হয়।

Foundation Series, Class: VII, জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা ও ধারণা: - WBBSE  Class: 7

চিত্রসহ সংজ্ঞা দিন
10.

ব্যাসার্ধ

Created: 3 months ago | Updated: 21 hours ago

ব্যাসার্ধ : বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কোনো বিন্দুর দূরত্বকে ঐ বৃত্তের ব্যাসার্ধ বলে।

ব্যাসার্ধ = × ব্যাস

Related Sub Categories