দেশান্তর
দেশান্তর - দেশ + অন্তর
সৈনিক
সৈনিক - সেনা + ইক
শীতার্ত
শীতার্ত - শীত + ঋত
তন্বী
তন্বী - তনু + ঈ
যথেষ্ট
যথেষ্ট - যথা + ইষ্ট
অক্ষির সম্মুখে
অক্ষির সম্মুখে - প্রত্যক্ষ
অধ্যাপনা করেন যিনি
অধ্যাপনা করেন যিনি - অধ্যাপক
অন্য দেশ
অন্য দেশ - দেশান্তর
অবশ্যই যা হবে
অবশ্যই যা হবে - অবশ্যম্ভাবী
চতুর্দিকে প্রচার
চতুর্দিকে প্রচার - সম্প্রচার
ভূত
ভূত-ভবিষ্যৎ
আদিম
আদিম - অন্তিম
বিরক্ত
বিরক্ত - অনুরক্ত
সবল
সবল - দুর্বল
সুখ
সুখ - দুঃখ
পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ সেতু। সেতুর অবস্থান : উত্তর প্রান্তে মাওয়া, লৌহজং, (মুন্সীগঞ্জ) এবং দক্ষিণ প্রান্তে জাজিরা (শরীয়তপুর) ও শিবচর (মাদারীপুর)। সেতুর নকশা প্রণয়ন করে আমেরিকান কোম্পানি AECOM। পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ পায় চীনের ‘চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি.' এবং সেতুর নদী শাসনের কাজের দায়িত্বে আছে চীনের 'সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড'। পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মো. শফিকুল ইসলাম। ২৬ নভেম্বর, ২০১৪ সেতুর ৮ নির্মাণকাজ শুরু হয়। ১২ ডিসেম্বর, ২০১৫ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী শাসন এবং মূল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। কংক্রিট ও ইস্পাতের তৈরি দোতলা সেতুর উপরে চার লেনের যানসড়ক এবং নিচে রেল কাঠামো। সেতুতে ব্রডগেজ সিঙ্গেল লাইন রেলপথ নির্মিত হবে। সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা ৯ রিখটার স্কেল। দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার খ্যাত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয় ২৫ জুন, ২০২২। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার ও প্রস্থ ১৮.১০ মিটার। সেতুর ৪২টি পিলারের উপর বসানো হয়েছে ৪১টি স্প্যান (প্রতিটির স্প্যানের দৈর্ঘ্য: ১৫০মি.) । সেতুটি উন্মুক্ত হওয়ায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সমন্বিত যোগাযোগ
করিম গতকাল স্কুলে গিয়েছিল
করিম গতকাল স্কুলে গিয়েছিল।
=Karim went to school yesterday.
আমাদের গ্রামে একটি স্কুল আছে।
আমাদের গ্রামে একটি স্কুল আছে।
= There is a school in our village
মেয়েটি কবিতা পছন্দ করে।
মেয়েটি কবিতা পছন্দ করে।
= The girl likes poetry
তিনি সাত দিন যাবৎ জ্বরে ভুগছেন।
তিনি সাত দিন যাবৎ জ্বরে ভুগছেন।
= He has been suffering from fever for 7 days.
সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় ।
সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় ।
= The sun rises in the east and sets in the west.
He was accused ___ his misconduct
He was accused of his misconduct.
He has assured me ___ safety.
He has assured me of safety.
Please look ___ the matter.
Please look into the matter.
He is too weak ___ walk.
He is too weak to walk.
She called me ___ the telephone.
She called me on the telephone.
➤(X-400)3=480-X Let, cp be X
➤X=420
বঙ্গবন্ধু জুলিও কুরি পদক লাভ করেন কত সালে?
বঙ্গবন্ধু জুলিও কুরি পদক লাভ করেন ২৩ মে, ১৯৭৩
বঙ্গবন্ধু হাইটেক সিটি কোথায় অবস্থিত?
বঙ্গবন্ধু হাইটেক সিটি অবস্থিত গাজীপুর জেলার কালিয়াকৈরে।
বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি?
বাংলাদেশের সর্বোচ্চ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী ?
সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।
RAM এর পূর্ণরূপ লিখুন।
RAM এর পূর্ণরূপ Random Access Memory.
LAN এর পূর্ণরূপ লিখুন।
LAN এর পূর্ণরূপ Local Area Network.
দুইটি ইনপুট ডিভাইসের নাম লিখুন।
দুইটি ইনপুট ডিভাইসের নাম স্ক্যানার, মাউস।
দুইটি আউটপুট ডিভাইস এর নাম লিখুন।
দুইটি আউটপুট ডিভাইস এর নাম মনিটর, প্রিন্টার।
MS Word এ ফাইল ওপেন করার শর্টকাট কমান্ড লিখুন।
MS Word এ ফাইল ওপেন করার শর্টকাট কমান্ড Ctrl + O
দুইটি ওয়েব ব্রাউজারের নাম লিখুন।
দুইটি ওয়েব ব্রাউজারের নাম গুগল ক্রোম, ফায়ারফক্স।
BIOS কম্পিউটারের কোথায় সংরক্ষিত থাকে।
BIOS কম্পিউটারের সংরক্ষিত থাকে ROM-91
CPU এর পূর্ণরূপ লিখুন।
CPU এর পূর্ণরূপ Central Processing Unit
দুইটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন?
দুইটি অপারেটিং সিস্টেমের নাম ইউনিক্স (Unix), এমএস উইন্ডোজ (MS Windows)।
দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখুন?
দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ফেসবুক, টুইটার।