দেশান্তর
দেশান্তর - দেশ + অন্তর
সৈনিক
সৈনিক - সেনা + ইক
শীতার্ত
শীতার্ত - শীত + ঋত
তন্বী
তন্বী - তনু + ঈ
যথেষ্ট
যথেষ্ট - যথা + ইষ্ট
অক্ষির সম্মুখে
অক্ষির সম্মুখে - প্রত্যক্ষ
অধ্যাপনা করেন যিনি
অধ্যাপনা করেন যিনি - অধ্যাপক
অন্য দেশ
অন্য দেশ - দেশান্তর
অবশ্যই যা হবে
অবশ্যই যা হবে - অবশ্যম্ভাবী
চতুর্দিকে প্রচার
চতুর্দিকে প্রচার - সম্প্রচার
ভূত
ভূত-ভবিষ্যৎ
আদিম
আদিম - অন্তিম
বিরক্ত
বিরক্ত - অনুরক্ত
সবল
সবল - দুর্বল
সুখ
সুখ - দুঃখ
পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ সেতু। সেতুর অবস্থান : উত্তর প্রান্তে মাওয়া, লৌহজং, (মুন্সীগঞ্জ) এবং দক্ষিণ প্রান্তে জাজিরা (শরীয়তপুর) ও শিবচর (মাদারীপুর)। সেতুর নকশা প্রণয়ন করে আমেরিকান কোম্পানি AECOM। পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ পায় চীনের ‘চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি.' এবং সেতুর নদী শাসনের কাজের দায়িত্বে আছে চীনের 'সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড'। পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মো. শফিকুল ইসলাম। ২৬ নভেম্বর, ২০১৪ সেতুর ৮ নির্মাণকাজ শুরু হয়। ১২ ডিসেম্বর, ২০১৫ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী শাসন এবং মূল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। কংক্রিট ও ইস্পাতের তৈরি দোতলা সেতুর উপরে চার লেনের যানসড়ক এবং নিচে রেল কাঠামো। সেতুতে ব্রডগেজ সিঙ্গেল লাইন রেলপথ নির্মিত হবে। সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা ৯ রিখটার স্কেল। দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার খ্যাত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয় ২৫ জুন, ২০২২। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার ও প্রস্থ ১৮.১০ মিটার। সেতুর ৪২টি পিলারের উপর বসানো হয়েছে ৪১টি স্প্যান (প্রতিটির স্প্যানের দৈর্ঘ্য: ১৫০মি.) । সেতুটি উন্মুক্ত হওয়ায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সমন্বিত যোগাযোগ